১১:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
জুলাই সনদে বিচার থেকে ‘দায়মুক্তি’ কি নতুন বিতর্কের জন্ম দেবে? একটি রক্ত পরীক্ষায় শনাক্ত হতে পারে ৫০টিরও বেশি ধরনের ক্যান্সার সাতক্ষীরার সোনাই নদী: ভৌগোলিক সীমানা থেকে জীবনের স্রোতে পুরান ঢাকার অতীত দিনের কথা ( কিস্তি-১১২) ইউরোপে ইহুদি আয়োজনে নিষেধাজ্ঞা: উগ্রপন্থা ও অতিবাম ঘরানার জোটের জয় ইয়ারলুং সাংপো নদীতে বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণেও চীনের অর্থনীতিতে পুনর্জাগরণ অনিশ্চিত আলিয়া ভাটের ‘এক্সপ্যানশন ইরা’: ঘরোয়া সুপারস্টার থেকে গ্লোবাল, মাল্টি-হাইফেনেট ক্যারিয়ার প্রাচীন ভারতে গণিতচর্চা (পর্ব-৩১০) সিউলে ২১তম পারফর্মিং আর্টস মার্কেট: বিশ্বব্যাপী সৃজনশীলতার নতুন দ্বার উন্মোচন ড্যাশবোর্ডে ভরসা করছে বোরবন—ডেটা ও অটোমেশনে ‘ক্রাফট’ বদলাবে কি?

পাণ্ডা-এক জীবন্ত ফসিল (পর্ব-১৫)

  • Sarakhon Report
  • ০৪:০০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪
  • 63

 

বেঁচে থাকবার তাগিদেই প্রাচীনকালের পাণ্ডাদেরকে সুদীর্ঘকাল ধরে পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে নিজদের খাপ খাইয়ে নিতে হয়েছে, আর তীক্ষ্ণ তরোয়ালের মতো দাঁতঅলা বাথ এবং অন্যান্য হিংস্র পশুদের সঙ্গে খাদ্যের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছে। অন্যান্য হিংস্র পশুদের মতো পাণ্ডারাও সাহসী ও বলিষ্ট দেহের অধিকারী ছিল। প্রাচীন পুঁথিপত্রে পাণ্ডাদের ঠিক এরূপ আকৃতিরই বিবরণ পাওয়া যায়।বেঁচে থাকবার তাগিদেই প্রাচীনকালের পাণ্ডাদেরকে সুদীর্ঘকাল ধরে পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে নিজদের খাপ খাইয়ে নিতে হয়েছে, আর তীক্ষ্ণ তরোয়ালের মতো দাঁতঅলা বাথ এবং অন্যান্য হিংস্র পশুদের সঙ্গে খাদ্যের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছে। অন্যান্য হিংস্র পশুদের মতো পাণ্ডারাও সাহসী ও বলিষ্ট দেহের অধিকারী ছিল। প্রাচীন পুঁথিপত্রে পাণ্ডাদের ঠিক এরূপ আকৃতিরই বিবরণ পাওয়া যায়।

 

 

সুন্দুর অতীতে চীন দেশে দুটি খুব বড় উপজাতি ছিল। এদের প্রধানদের নাম ছিল জয়াংতি আর ইয়েনতি। একবার এদের মধ্যে যুদ্ধ হলে হুয়াংতি পাণ্ডা, বাঘ, চিতাবান্ধ নিয়ে গঠিত এক পশুসেনাবাহিনী পরিচালনা করে ইয়েনতিকে পরাস্ত করা, চিতাবায় এই পশুসেনাবাহিনী দুর্বারগতিতে ধেয়ে শত্রুদের ওপর ঝাঁপিয়ে পড়ে তাদের কামড়ে ছিঁড়ে ফালা-ফালা করে ফেলেছিল। তাই প্রাচীনকালে বীরত্বের প্রতীক হিসেবে পাত্তার মাথাকে বিজয়ী সেনাবাহিনীর যুদ্ধ-পতাকায় আঁকা হতো।

 

 

পাণ্ডা-এক জীবন্ত ফসিল (পর্ব-১৪)

পাণ্ডা-এক জীবন্ত ফসিল (পর্ব-১৪)

জনপ্রিয় সংবাদ

জুলাই সনদে বিচার থেকে ‘দায়মুক্তি’ কি নতুন বিতর্কের জন্ম দেবে?

পাণ্ডা-এক জীবন্ত ফসিল (পর্ব-১৫)

০৪:০০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪

 

বেঁচে থাকবার তাগিদেই প্রাচীনকালের পাণ্ডাদেরকে সুদীর্ঘকাল ধরে পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে নিজদের খাপ খাইয়ে নিতে হয়েছে, আর তীক্ষ্ণ তরোয়ালের মতো দাঁতঅলা বাথ এবং অন্যান্য হিংস্র পশুদের সঙ্গে খাদ্যের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছে। অন্যান্য হিংস্র পশুদের মতো পাণ্ডারাও সাহসী ও বলিষ্ট দেহের অধিকারী ছিল। প্রাচীন পুঁথিপত্রে পাণ্ডাদের ঠিক এরূপ আকৃতিরই বিবরণ পাওয়া যায়।বেঁচে থাকবার তাগিদেই প্রাচীনকালের পাণ্ডাদেরকে সুদীর্ঘকাল ধরে পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে নিজদের খাপ খাইয়ে নিতে হয়েছে, আর তীক্ষ্ণ তরোয়ালের মতো দাঁতঅলা বাথ এবং অন্যান্য হিংস্র পশুদের সঙ্গে খাদ্যের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছে। অন্যান্য হিংস্র পশুদের মতো পাণ্ডারাও সাহসী ও বলিষ্ট দেহের অধিকারী ছিল। প্রাচীন পুঁথিপত্রে পাণ্ডাদের ঠিক এরূপ আকৃতিরই বিবরণ পাওয়া যায়।

 

 

সুন্দুর অতীতে চীন দেশে দুটি খুব বড় উপজাতি ছিল। এদের প্রধানদের নাম ছিল জয়াংতি আর ইয়েনতি। একবার এদের মধ্যে যুদ্ধ হলে হুয়াংতি পাণ্ডা, বাঘ, চিতাবান্ধ নিয়ে গঠিত এক পশুসেনাবাহিনী পরিচালনা করে ইয়েনতিকে পরাস্ত করা, চিতাবায় এই পশুসেনাবাহিনী দুর্বারগতিতে ধেয়ে শত্রুদের ওপর ঝাঁপিয়ে পড়ে তাদের কামড়ে ছিঁড়ে ফালা-ফালা করে ফেলেছিল। তাই প্রাচীনকালে বীরত্বের প্রতীক হিসেবে পাত্তার মাথাকে বিজয়ী সেনাবাহিনীর যুদ্ধ-পতাকায় আঁকা হতো।

 

 

পাণ্ডা-এক জীবন্ত ফসিল (পর্ব-১৪)

পাণ্ডা-এক জীবন্ত ফসিল (পর্ব-১৪)