০৩:০০ অপরাহ্ন, সোমবার, ০৬ অক্টোবর ২০২৫
যুদ্ধের ব্যবসায় নতুন মডেল: স্টার্ট-আপদের নেতৃত্বে বিপ্লব পাঞ্জাবে ১.৫ বিলিয়ন রুপি ব্যয়ে ঐতিহ্য পুনরুদ্ধারের উদ্যোগ শক্তির পোশাকের মাদকতা রুজভেল্ট হোটেল ভাঙার বিকল্পে পাকিস্তান: নতুন আকাশচুম্বী ভবনের চিন্তা চীনের ম্যানিলায় অবস্থিত দূতাবাসের তথ্যযুদ্ধ: ফিলিপাইনে মার্কিন স্বার্থের বিরুদ্ধে ডিজিটাল প্রচারণা যুক্তরাষ্ট্র-পাকিস্তান সম্পর্কের নতুন ঘনিষ্ঠতা: ট্রাম্প প্রশাসনের কৌশলগত পুনর্মূল্যায়ন গাজা যুদ্ধ এখনও শেষ হয়নি, হোস্টেজদের মুক্তি সর্বপ্রথম অগ্রাধিকার: মার্কো রুবিও তিব্বতে তুষার ঝড়ে আটকা শতাধিক পর্বতারোহী উদ্ধার ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্যচুক্তি নিয়ে জয়শঙ্করের বক্তব্য: ‘ভারতের সীমারেখা সম্মান করতে হবে’ ভারতে কাশির সিরাপে শিশু মৃত্যুর ঘটনা বাড়ছে: চিকিৎসক গ্রেপ্তার, তামিলনাড়ুর ওষুধ কোম্পানির বিরুদ্ধে মামলা

আজ থেকেই বান্দরবানে সাঁড়াশি অভিযান: র‌্যাব

  • Sarakhon Report
  • ০৫:৫৪:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪
  • 50

জাফর আলম, কক্সবাজার : পাহাড়ে সশস্ত্র সন্ত্রাসীদের নির্মূলে সাঁড়াশি অভিযান চালাবে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শুক্রবার (৫ এপ্রিল) সকাল ১১টায় র‍্যাবের মধ্যস্থতায় ম্যানেজার নেজাম উদ্দীনকে উদ্ধার এবং র‍্যাবের পরবর্তী আভিযানিক কার্যক্রম নিয়ে ব্রিফিংয়ে এ কথা বলেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, পার্বত্য এলাকার আঞ্চলিক সশস্ত্র দল কুকিচিন ন্যাশনাল ফন্ট (কেএনএফ) সম্প্রতি বান্দরবানের বিভিন্ন উপজেলায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে। মূলত এটি তারা করছে নিজেদের শক্তি প্রদর্শনের জন্য। পাহাড়ের সন্ত্রাসীদের কোনো ছাড় দেয়া হবে না, আর সন্ত্রাসীদের নির্মূলের পাশাপাশি রুমা সোনালী ব্যাংক থেকে লুট হওয়া ১৪টি অস্ত্র উদ্ধারে আজ থেকে সাঁড়াশি অভিযান চালানো হবে।

ব্রিফিংয়ে খন্দকার আল মঈন জানান, কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সন্ত্রাসীরা ১০ থেকে ১২ জন ছিল। তাদের হাতে অস্ত্র ছিল, সবই লুণ্ঠিত। অপহরণের আগে তারা ব্যাংক ম্যানেজারের কাছে এক কোটি টাকা চায়। তাহলে তাকে ছেড়ে দেবে বলে জানায়। তারা ভল্টের চাবি চায়।

কিন্তু ম্যানেজার অত্যন্ত সাহসী, তিনি কৌশলে সব এড়িয়ে যান।তিনি আরও জানান, অপহরণের পর বেথেল পাড়ার পাশ দিয়ে ব্যাংক ম্যানেজারকে হাঁটিয়ে গহিন পাহাড়ে নিয়ে যাওয়া হয়। এরপর রাত ৩টার দিকে তারা ব্যাংক ম্যানেজারকে খাবার হিসেবে নুডলস দেয়। কখনো তার চোখ বাঁধা হয়েছে, আবার খুলে দেয়া হয়েছে।

তারা দুইবার খাবার সরবরাহ করেছে এবং মারধরও করেছে।র‌্যাবের এই কর্মকর্তার উদ্ধার প্রক্রিয়া নিয়ে তিনি আরও বলেন, ব্যাংক ম্যানেজারকে অপহরণের পরই তাকে উদ্ধারে আমরা মাঠে নামি। আমরা বেশকিছু কৌশল অবলম্বন করেছি। আমরা স্থানীয় জনগোষ্ঠীদের সহযোগিতা নিয়েছি, যারা পার্বত্য অঞ্চলকে শান্ত রাখতে কাজ করে যাচ্ছে।

আমরা আমাদের সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থাসহ অন্যান্য সংস্থা যারা আছে সবার সহযোগিতা নিয়েছি।খন্দকার মঈন বলেন, গতকাল একটা কৌশল আমাদের কাজে এসেছে। এরপর তারা নিজেদের মোটরসাইকেলের মাঝে বসিয়ে একটি স্থানে ম্যানেজারকে রেখে গেছে। কিন্তু কৌশলগত কারণে সেই জায়গার নাম বলতে চাই না।

জনপ্রিয় সংবাদ

যুদ্ধের ব্যবসায় নতুন মডেল: স্টার্ট-আপদের নেতৃত্বে বিপ্লব

আজ থেকেই বান্দরবানে সাঁড়াশি অভিযান: র‌্যাব

০৫:৫৪:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪

জাফর আলম, কক্সবাজার : পাহাড়ে সশস্ত্র সন্ত্রাসীদের নির্মূলে সাঁড়াশি অভিযান চালাবে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শুক্রবার (৫ এপ্রিল) সকাল ১১টায় র‍্যাবের মধ্যস্থতায় ম্যানেজার নেজাম উদ্দীনকে উদ্ধার এবং র‍্যাবের পরবর্তী আভিযানিক কার্যক্রম নিয়ে ব্রিফিংয়ে এ কথা বলেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, পার্বত্য এলাকার আঞ্চলিক সশস্ত্র দল কুকিচিন ন্যাশনাল ফন্ট (কেএনএফ) সম্প্রতি বান্দরবানের বিভিন্ন উপজেলায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে। মূলত এটি তারা করছে নিজেদের শক্তি প্রদর্শনের জন্য। পাহাড়ের সন্ত্রাসীদের কোনো ছাড় দেয়া হবে না, আর সন্ত্রাসীদের নির্মূলের পাশাপাশি রুমা সোনালী ব্যাংক থেকে লুট হওয়া ১৪টি অস্ত্র উদ্ধারে আজ থেকে সাঁড়াশি অভিযান চালানো হবে।

ব্রিফিংয়ে খন্দকার আল মঈন জানান, কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সন্ত্রাসীরা ১০ থেকে ১২ জন ছিল। তাদের হাতে অস্ত্র ছিল, সবই লুণ্ঠিত। অপহরণের আগে তারা ব্যাংক ম্যানেজারের কাছে এক কোটি টাকা চায়। তাহলে তাকে ছেড়ে দেবে বলে জানায়। তারা ভল্টের চাবি চায়।

কিন্তু ম্যানেজার অত্যন্ত সাহসী, তিনি কৌশলে সব এড়িয়ে যান।তিনি আরও জানান, অপহরণের পর বেথেল পাড়ার পাশ দিয়ে ব্যাংক ম্যানেজারকে হাঁটিয়ে গহিন পাহাড়ে নিয়ে যাওয়া হয়। এরপর রাত ৩টার দিকে তারা ব্যাংক ম্যানেজারকে খাবার হিসেবে নুডলস দেয়। কখনো তার চোখ বাঁধা হয়েছে, আবার খুলে দেয়া হয়েছে।

তারা দুইবার খাবার সরবরাহ করেছে এবং মারধরও করেছে।র‌্যাবের এই কর্মকর্তার উদ্ধার প্রক্রিয়া নিয়ে তিনি আরও বলেন, ব্যাংক ম্যানেজারকে অপহরণের পরই তাকে উদ্ধারে আমরা মাঠে নামি। আমরা বেশকিছু কৌশল অবলম্বন করেছি। আমরা স্থানীয় জনগোষ্ঠীদের সহযোগিতা নিয়েছি, যারা পার্বত্য অঞ্চলকে শান্ত রাখতে কাজ করে যাচ্ছে।

আমরা আমাদের সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থাসহ অন্যান্য সংস্থা যারা আছে সবার সহযোগিতা নিয়েছি।খন্দকার মঈন বলেন, গতকাল একটা কৌশল আমাদের কাজে এসেছে। এরপর তারা নিজেদের মোটরসাইকেলের মাঝে বসিয়ে একটি স্থানে ম্যানেজারকে রেখে গেছে। কিন্তু কৌশলগত কারণে সেই জায়গার নাম বলতে চাই না।