০৭:০৪ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মৃত্যুতে তারেক রহমানকে পাকিস্তানের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও ফিল্ড মার্শালের শোকবার্তা হস্তান্তর করলেন স্পিকার রূপা ও প্লাটিনামের দামে ঝড়, দুই ধাতুর উল্লম্ফনে নতুন বছরে বিনিয়োগকারীদের বড় দোটানা ইয়েমেনে সন্ত্রাসবিরোধী মিশন শেষ করলো সংযুক্ত আরব আমিরাত, নিরাপত্তার প্রশ্নে চূড়ান্ত সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সঙ্গে বিদেশি অতিথিদের সৌজন্য সাক্ষাৎ, কৃতজ্ঞতা প্রকাশ ভারতের শিল্প উৎপাদনে দুই বছরের সর্বোচ্চ উত্থান নভেম্বরেই ঘুরে দাঁড়াল অর্থনীতির চাকা অস্ট্রেলিয়ায় সোনার দামে আগুন, ভিক্টোরিয়ায় নতুন প্রজন্মের স্বর্ণখোঁজাদের ঢল কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে নতুন কোটিপতিরা, সিলিকন ভ্যালির ক্ষমতার মানচিত্র বদলাচ্ছে শত্রু ধ্বংসে নতুন রকেটের হুঁশিয়ারি: কিম জং উনের কারখানা পরিদর্শনে উত্তপ্ত কোরীয় উপদ্বীপ ভারতের শোকবার্তা তারেক রহমানের হাতে তুলে দিলেন জয়শঙ্কর লাখো মানুষের চোখের জলে খালেদা জিয়ার জানাজা

ইমতিয়াজ রাব্বিকে হলের সিট ফেরত দেওয়ার নির্দেশ

  • Sarakhon Report
  • ১১:১৫:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪
  • 76

নিজস্ব প্রতিবেদক॥ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের ছাত্র ও কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ইমতিয়াজ হোসেন রাব্বির হলের সিট ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে ইমতিয়াজের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী শাহ মঞ্জরুল হক।

এর আগে, বুয়েটের পুরকৌশল বিভাগের ছাত্র ও কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ইমতিয়াজ হোসেন রাব্বির হলের সিট বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়।

ইমতিয়াজ হোসেনের পক্ষে আইনজীবী হারুনুর রশিদ এ রিট দায়ের করেন। রিটে বুয়েটের উপাচার্য (ভিসি)সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।

রিটে ইমতিয়াজ রাব্বিকে হলে সিট ফেরত দেওয়ার নির্দেশনা চাওয়া হয়। এর আগে, ৩০ মার্চ বুয়েট শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ক্যাম্পাসের ছাত্ররাজনীতির সঙ্গে জড়িত পুরকৌশল বিভাগের ছাত্র ও কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ইমতিয়াজ হোসেনের হলের সিট বাতিল করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

গত ৩০ মার্চ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বুয়েট প্রশাসন। পাশাপাশি এ ঘটনার সার্বিক বিষয় তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়।

তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। এর আগে, ২৭ মার্চ মধ্যরাতে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের বুয়েটে প্রবেশের প্রতিবাদ জানিয়ে ছয় দফা দাবিতে বিক্ষোভ করে সাধারণ শিক্ষার্থীরা।

এবং ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণ থেকে বিরত থাকে তারা। শিক্ষার্থীদের দাবি, আবরার ফাহাদ হত্যার পর বুয়েট ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকার পরও গত ২৭ মার্চ মধ্যরাতের পর বহিরাগত কিছু নেতাকর্মী বুয়েট ক্যাম্পাসে প্রবেশ করে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করেন।

ক্যাম্পাসে ‘বহিরাগতদের’ প্রবেশ ও রাজনৈতিক সমাগমের মূল সংগঠক পুরকৌশল বিভাগের ছাত্র ইমতিয়াজ হোসেন; যিনি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। তাই তাকে বুয়েট থেকে স্থায়ীভাবে বহিষ্কার ও তার সহযোগীদেরও বিভিন্ন মেয়াদে বহিষ্কারের দাবি জানান বিক্ষোভকারীরা।

পরে গত ৩০ মার্চ এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুরকৌশল বিভাগের ছাত্র ও কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ইমতিয়াজ হোসেনের হলের সিট বাতিল করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপর হলের সিট বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন ইমতিয়াজ হোসেন রাব্বি।

পরে ইমতিয়াজ হোসেন রাব্বির রিটের প্রেক্ষিতে যে বিজ্ঞপ্তির মাধ্যমে বুয়েট ছাত্র রাজনীতি নিষিদ্ধ করেছিল সেটি স্থগিত করেন হাইকোর্ট।

ফলে আইনজীবীদের মতে বুয়েটে ছাত্র রাজনীতি চলতে আর বাধা নেই।

জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়ার মৃত্যুতে তারেক রহমানকে পাকিস্তানের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও ফিল্ড মার্শালের শোকবার্তা হস্তান্তর করলেন স্পিকার

ইমতিয়াজ রাব্বিকে হলের সিট ফেরত দেওয়ার নির্দেশ

১১:১৫:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪

নিজস্ব প্রতিবেদক॥ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের ছাত্র ও কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ইমতিয়াজ হোসেন রাব্বির হলের সিট ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে ইমতিয়াজের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী শাহ মঞ্জরুল হক।

এর আগে, বুয়েটের পুরকৌশল বিভাগের ছাত্র ও কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ইমতিয়াজ হোসেন রাব্বির হলের সিট বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়।

ইমতিয়াজ হোসেনের পক্ষে আইনজীবী হারুনুর রশিদ এ রিট দায়ের করেন। রিটে বুয়েটের উপাচার্য (ভিসি)সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।

রিটে ইমতিয়াজ রাব্বিকে হলে সিট ফেরত দেওয়ার নির্দেশনা চাওয়া হয়। এর আগে, ৩০ মার্চ বুয়েট শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ক্যাম্পাসের ছাত্ররাজনীতির সঙ্গে জড়িত পুরকৌশল বিভাগের ছাত্র ও কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ইমতিয়াজ হোসেনের হলের সিট বাতিল করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

গত ৩০ মার্চ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বুয়েট প্রশাসন। পাশাপাশি এ ঘটনার সার্বিক বিষয় তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়।

তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। এর আগে, ২৭ মার্চ মধ্যরাতে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের বুয়েটে প্রবেশের প্রতিবাদ জানিয়ে ছয় দফা দাবিতে বিক্ষোভ করে সাধারণ শিক্ষার্থীরা।

এবং ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণ থেকে বিরত থাকে তারা। শিক্ষার্থীদের দাবি, আবরার ফাহাদ হত্যার পর বুয়েট ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকার পরও গত ২৭ মার্চ মধ্যরাতের পর বহিরাগত কিছু নেতাকর্মী বুয়েট ক্যাম্পাসে প্রবেশ করে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করেন।

ক্যাম্পাসে ‘বহিরাগতদের’ প্রবেশ ও রাজনৈতিক সমাগমের মূল সংগঠক পুরকৌশল বিভাগের ছাত্র ইমতিয়াজ হোসেন; যিনি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। তাই তাকে বুয়েট থেকে স্থায়ীভাবে বহিষ্কার ও তার সহযোগীদেরও বিভিন্ন মেয়াদে বহিষ্কারের দাবি জানান বিক্ষোভকারীরা।

পরে গত ৩০ মার্চ এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুরকৌশল বিভাগের ছাত্র ও কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ইমতিয়াজ হোসেনের হলের সিট বাতিল করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপর হলের সিট বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন ইমতিয়াজ হোসেন রাব্বি।

পরে ইমতিয়াজ হোসেন রাব্বির রিটের প্রেক্ষিতে যে বিজ্ঞপ্তির মাধ্যমে বুয়েট ছাত্র রাজনীতি নিষিদ্ধ করেছিল সেটি স্থগিত করেন হাইকোর্ট।

ফলে আইনজীবীদের মতে বুয়েটে ছাত্র রাজনীতি চলতে আর বাধা নেই।