শনিবার দুপুরে শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুনের ঘটনায় পুরো বিমানবন্দরে উড়ান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী, বিমানবাহিনী ও বিজিবির সদস্যরা যৌথভাবে কাজ করছেন।
কার্গো ভিলেজে আগুন ও ফ্লাইট স্থগিত
শনিবার দুপুর সাড়ে ২টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন লাগে। ঘটনার পরপরই বিমানবন্দরের সব উড়ান ওঠানামা বন্ধ করে দেওয়া হয়।
বিমানবন্দর সূত্র জানায়, আগুন লাগার পর থেকেই রানওয়ে কার্যক্রম স্থগিত রাখা হয় যাতে নিরাপত্তা নিশ্চিত করা যায়।
আগুনের উৎপত্তি ও ক্ষয়ক্ষতি
বিমানবন্দরের নির্বাহী পরিচালক কার্যালয়ের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ জানিয়েছেন, আগুন মূল কার্গো এলাকার পাশে একটি সেকশনে সূত্রপাত হয়, যেখানে আমদানি করা পণ্য সংরক্ষণ করা হয়।
তিনি বলেন, “আগুন লাগার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে, তবে আমরা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দিই এবং সেনাবাহিনী ও বিমানবাহিনীর সদস্যরা সহায়তায় যুক্ত হন।”
ফায়ার সার্ভিসের অভিযান
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানায়, আগুন নেভাতে বর্তমানে ৩৭টি ইউনিট কাজ করছে, পাশাপাশি আরও ১২টি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান, আগুনের উৎসে প্রবল ধোঁয়া ও তাপের কারণে কাজ কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে, তবে সব ইউনিট একসঙ্গে কাজ করছে যাতে দ্রুত নিয়ন্ত্রণে আনা যায়।
যৌথ অভিযান ও নিরাপত্তা ব্যবস্থা
সেনাবাহিনী, বিমানবাহিনী ও বিজিবির সদস্যরা ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসকে সহায়তা করছেন। কার্গো এলাকার আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সাধারণ প্রবেশাধিকার সীমিত করা হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন সম্পূর্ণ নিভে না যাওয়া পর্যন্ত ফ্লাইট চলাচল পুনরায় শুরু হবে না।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের ঘটনায় বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে পড়েছে। উদ্ধারকর্মীরা আগুন নিয়ন্ত্রণে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছেন। আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত শুরু করার প্রস্তুতি নিচ্ছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
#শাহজালাল_বিমানবন্দর #অগ্নিকাণ্ড #ফায়ার_সার্ভিস #বিমানবাহিনী #সেনাবাহিনী #বিজিবি #ঢাকা #সারাক্ষণ_রিপোর্ট