ময়মনসিংহে এক অটোরিকশাচালককে ধারালো অস্ত্র দিয়ে হত্যার পর তার গাড়ি ছিনতাই করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে শহরের ভাটিবারেড়া এলাকায় ঘটে এই ভয়াবহ হত্যাকাণ্ড। নিহত মাসুদ মিয়া (৩৮) ফুলবাড়িয়া পৌরসভার ভালুকজান এলাকার বাসিন্দা।
নিহতের পরিচয় ও ঘটনার সময়রেখা
পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, খোরশেদ আলীর ছেলে মাসুদ বিকেল ৪টার দিকে আকুয়া এলাকার একটি গ্যারেজ থেকে অটোরিকশা নিয়ে বের হন। রাত সাড়ে ৯টার দিকে শহরের বাইপাস সড়কের ভাটিবারেড়া এলাকায় তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট এর সদস্যরা ঘটনাস্থল ও মর্গ থেকে প্রমাণ সংগ্রহ করে।
হত্যাকাণ্ডের ধরন ও প্রাথমিক তদন্ত
অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন, দুর্বৃত্তরা নটর ডেম কলেজ রোড সংলগ্ন একটি নির্জন এলাকায় ধারালো অস্ত্র দিয়ে মাসুদকে আঘাত করে হত্যা করে। এরপর তারা অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।
তিনি আরও জানান, হত্যার পেছনে কী উদ্দেশ্য ছিল তা এখনো পরিষ্কার নয়। তবে পুলিশ ঘটনাটি পরিকল্পিত কিনা, তা খতিয়ে দেখছে এবং অভিযুক্তদের শনাক্তে অভিযান চলছে।
একজন দিনমজুর–অটোরিকশাচালকের এমন মর্মান্তিক মৃত্যুতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, হত্যার প্রকৃত কারণ উদঘাটন ও ছিনতাইকারীদের গ্রেপ্তারে সর্বাত্মক প্রচেষ্টা চলছে।
#tags: ময়মনসিংহ, অটোরিকশা_চালক_খুন, ছিনতাই, বাংলাদেশ_পুলিশ, সারাক্ষণ_রিপোর্ট