১২:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
ম্যাচা চায়ের বিশ্বজোড়া উন্মাদনা—জাপানি ঐতিহ্যের মাঝে নকল পণ্য, সংকট ও সংস্কৃতির বিকৃতি প্রথমবারের মতো ডাইনোসরের পায়ে খুর দেখা গেল পেনএআইয়ের ‘অ্যাটলাস’ ব্রাউজার: গুগল ক্রোমের আধিপত্যে নতুন চ্যালেঞ্জ দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২৫ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা ঋণ পরিশোধে অপমান সইতে না পেরে প্রাণ দিলেন মনির লালমনিরহাটে অবৈধভাবে বিক্রির জন্য মজুত ৪১৬ বস্তা সার জব্দ জমি নিয়ে সালিশে মারধর—হাতুড়ির আঘাতে প্রাণ গেল স্থানীয় মাতব্বরের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামী পলাতক ধ্বসের কিনারে কেন শেয়ারবাজারের লেনদেন ও সূচক দুইই! লিবিয়া থেকে দেশে ফিরলেন ৩০৯ বাংলাদেশি— আরো ফেরানোর উদ্যোগ

নভেম্বর ২০২৫-এ আসছে দক্ষিণ ভারতীয় ১২টি বহুল প্রতীক্ষিত সিনেমা

দক্ষিণ ভারতীয় আঞ্চলিক সিনেমার ধুকপুকানি থামে না—তামিল, তেলুগু, কন্নড় ও মালয়ালম ছবির শক্তিশালী গল্প বলার ক্ষমতা বারবার প্রমাণিত হয়। এই নভেম্বর রোম্যান্সকে সামনে রেখে ফ্যান্টাসি, অ্যাডভেঞ্চার, কমেডি, অ্যাকশন, ড্রামা ও সায়েন্স ফিকশনসহ নানা ঘরানার নতুন ছবি প্রেক্ষাগৃহে আসছে। টিজার ও ট্রেলার ইতিমধ্যেই তুমুল আলোচনায়, তীক্ষ্ণ সংলাপ আর টানটান মুহূর্তে দর্শকের কৌতূহল চরমে। আসুন, নতুন অনুভূতি, সাহসী ভাবনা ও সিনেমাটিক জৌলুস নিয়ে নভেম্বর ২০২৫-এ মুক্তি পেতে যাওয়া সেরা ১২টি দক্ষিণি ছবির তালিকায় ঢুকে পড়ি।

এই নভেম্বরে প্রিমিয়ার হতে যাওয়া শীর্ষ ১২টি দক্ষিণ ভারতীয় ছবি

১) জাতাধারাঃ তেলুগু, ফ্যান্টাসি–হরর | মুক্তি: ৭ নভেম্বর ২০২৫
সোনাক্ষী সিন্হা এখানে রহস্যে ঘেরা অনন্ত পদ্মনাভ স্বামী মন্দিরকে কেন্দ্র করে এক ভূতুড়ে কাহিনির কেন্দ্রে। মিথ, বিশ্বাস ও নানা জল্পনার মিশেলে তৈরি ছবিটি মন্দিরকে ঘিরে বহুদিনের অতিপ্রাকৃত গুঞ্জনের অনুসন্ধান করে। লেখার পাশাপাশি ভেঙ্কট কল্যান পরিচালনাও করেছেন; আবিষেক জয়সওয়ালও যুক্ত আছেন। অভিনয়ে দিভ্যা খোসলা, সুধীর বাবু পোসানি, রাজীব কানকালা, শিল্পা শিরোদকর, রবি প্রকাশ, সুবলেখা সুধাকর ও ইন্দিরা কৃষ্ণন। প্রযোজনায় এস কে জি এন্টারটেইনমেন্ট, সুধীর বাবু প্রোডাকশন্স ও জি স্টুডিওস।

School Life (2025) - Movie | Reviews, Cast & Release Date in Samsi- BookMyShow

২) স্কুল লাইফঃ তেলুগু, রোম্যান্টিক ড্রামা | মুক্তি: ১৪ নভেম্বর ২০২৫
জেনিয়া প্রোডাকশন ও নাইনীশা ক্রিয়েশনের ব্যানারে নির্মিত এই ছবি ১৯৯০–এর দশকের এক শান্ত গ্রামকে প্রেক্ষাপট বানিয়েছে। এক তরুণের ‘সুইটি’র প্রতি প্রেম যখন বর্ণব্যবস্থা ও পারিবারিক কট্টর মানসিকতার দেয়ালে ধাক্কা খায়, তখন আনুগত্য ও আপন হওয়া—দুইয়ের সংজ্ঞাই পাল্টে যায়। পরিচালনায় পুলিভেন্দুলা মাহেশ; অভিনয়ে তিনি নিজেও আছেন। সঙ্গে সাবিত্রী কৃষ্ণা, মুদে বরুণ নায়ক, শান্নু শেখ, আমানি, সুমন, মুরলীধর গৌড় ও পল্লে বিনয়শঙ্কর।

৩) আন্ধ্রা কিং তালুকাঃ তেলুগু, ড্রামা | মুক্তি: ২৮ নভেম্বর ২০২৫
মহেশ বাবু পাচিগোল্লা লিখেছেন ও পরিচালনা করেছেন। কাহিনি ভক্তির প্রতি এক উষ্ণ সমর্পণ—সাগর নামের এক যুবক যার পৃথিবী ঘোরে তার প্রিয় চলচ্চিত্র–নায়ক ‘আন্ধ্রা কিং’ সূর্য কুমারের চারপাশে। প্রযোজনায় নাভীন ইয়েরনেনি ও রবি শঙ্কর যালামাঞ্চিলি; ব্যানার মাইথ্রি মুভি মেকার্স ও টি–সিরিজ। অভিনয়ে উপেন্দ্র রাও, রাম পোথিনেনি, ভাগ্যশ্রী বোরসে, মুরলী শর্মা, রাহুল রামকৃষ্ণ ও রাও রমেশ।

৪) আরোমালৌঃ তামিল, রোম্যান্টিক ড্রামা | মুক্তি: ৭ নভেম্বর ২০২৫
সারং থিয়াগুর পরিচালনায়; লেখকদলে বিপিন আর., আশামীরা আইয়াপ্পন ও কিশেন দাস। অভিনয়ে কিশেন দাস, হারশাথ খান, ভিটিভি গণেশ, মেঘা আকাশ, শিবথমিকা রাজশেখর, নামৃতা এম.ভি., সিবি জয়কুমার ও সন্ধ্যা উইনফ্রেড। সদ্য প্রকাশিত টিজার আভাস দিচ্ছে স্নিগ্ধ এক রোম্যান্টিক গল্পের, যার মূল নাট্যঘটনা আপাতত পর্দার আড়ালেই রাখা হয়েছে।

Telugu Times | International Telugu News

৫) দ্য গার্লফ্রেন্ডঃ তামিল, রোম্যান্স | মুক্তি: ৭ নভেম্বর ২০২৫
রাশ্মিকা মন্দানা ও কৌশিক মহাতা প্রধান ভূমিকায়; রাহুল রভীন্দ্রন লিখেছেন ও পরিচালনা করেছেন। সঙ্গে রোহিণী, রাও রমেশ ও ধীক্ষিত শেট্টি। আধুনিক সম্পর্কের টানাপোড়েন, বিশ্বাস–অবিশ্বাস ও আত্মসম্বন্ধের সূক্ষ্ম জাল বোনা হয়েছে কাহিনিতে। প্রযোজনায় ধীরাজ মোগিলিনেনি এন্টারটেইনমেন্ট, গীতা আর্টস ও মাস মুভি মেকার।

৬) কুমকি ২ঃ তামিল, মিউজিক্যাল অ্যাডভেঞ্চার | মুক্তি: ১৪ নভেম্বর ২০২৫
প্রভু সলোমনের ২০১২ সালের প্রশংসিত ছবির স্বতন্ত্র সিক্যুয়েল। পেন স্টুডিওসের প্রযোজনায় অভিনয়ে অর্জুন দাস, শ্রিতা রাও ও নবাগত মাথি। বিস্তীর্ণ প্রকৃতির পটভূমিতে এক যুবক ও ভীতু এক হাতির কোমল বন্ধন—দেখায় কীভাবে সহমর্মিতা ভয় ও প্রজাতির সীমানা ছাড়িয়ে যেতে পারে।

৭) বৃষভঃ মালয়ালম, ফ্যান্টাসি–অ্যাকশন | মুক্তি: ৬ নভেম্বর ২০২৫
নন্দ কিশোর লিখে ও পরিচালনা করেছেন। উত্তরাধিকার, অপরাধবোধ ও পরিত্রাণকে কেন্দ্র করে গড়া এক মহাকাব্যিক ফ্যান্টাসি। কনেক্ট মিডিয়া, বালাজি মোশন পিকচার্স ও অভিষেক এস. ব্যাস স্টুডিওস যৌথভাবে প্রযোজনা করেছে। এক হীরার ব্যবসায়ী অতীতের পাপ থেকে পালাতে চাইলেও ছেলের প্রত্যাবর্তনে পুরোনো ক্ষতগুলো হঠাৎই জেগে ওঠে। মোহনলাল নেতৃত্ব দিচ্ছেন শক্তিশালী কাস্টকে—রাগিনী দ্বিবেদী, সমরজিৎ লঙ্কেশ, নয়ন সারিকা, নেহা সাক্সেনা ও অজয়।

Bank of Bhagyalakshmi (2025) - Movie | Reviews, Cast & Release Date in Bengaluru- BookMyShow

৮) সাইবারঃ মালয়ালম, সায়েন্স ফিকশন | মুক্তি: ৭ নভেম্বর ২০২৫
মনু কৃষ্ণর পরিচালনায় ‘সাইবার’–এর কেন্দ্রবিন্দু ড. বিক্রম আরিয়ান—গ্রেট লেট্‌জবার্গের এক সাইবার–নিউরোসায়েন্টিস্ট। এক উচ্চপর্যায়ের ষড়যন্ত্রে সব হারিয়ে তিনি তৈরি করেন মস্তিষ্ক–পরিবর্তনকারী এক যন্ত্র, যা প্রতিভা ও পতনের সীমানা ঝাপসা করে দেয়; তার পেছনে লেগে যায় এক নির্মম শক্তি। অভিনয়ে সেরিনা, চন্ধুনাধ, জীব, জীব জোসেফ, প্রসান্ত মুরলী, মায়ূক্ষ মুরুকেশান ও রিনাজ ইয়াহিয়া। প্রযোজনা কেগ্লোবাল ফিল্মস ও রুট প্রোডাকশন্স।

৯) আথিভীকরা কামুকানঃ মালয়ালম, রোম্যান্টিক কমেডি | মুক্তি: ১৪ নভেম্বর ২০২৫
দৃশ্য্য রঘুনাথ ও লুকমান আভারান প্রধান ভূমিকায়। পারিবারিক উষ্ণতায় মোড়া এক স্নিগ্ধ প্রেমকাহিনি—হালকা হাস্যরস ও আবেগের মিশেলে। অভিনয়ে আরও মনোহরি জয়, কার্তিক ও অশ্বিন। পিংক বাইসন স্টুডিওস ও ইত্যাদি এন্টারটেইনমেন্টসের প্রযোজনায়; পরিচালনায় গৌতম থানিয়িল ও সি.সি. নিথিন; চিত্রনাট্যে সুজয় মোহনরাজ।

১০) ব্যাংক অব ভাগ্যলক্ষ্মীঃ কন্নড়, হাইস্ট–কমেডি | মুক্তি: ৭ নভেম্বর ২০২৫
অভিষেক এম–এর ছবিতে ধীক্ষিত শেট্টি এক ক্ষুদে চোরের ভূমিকায়—তার দল মিলে ছোট্ট এক সমবায় সমিতি লুট করতে গিয়ে পায় মাত্র ৬৬,৯৯৯ রুপি! এরপর ঘটে টিকে থাকার ব্যঙ্গাত্মক দৌড়ঝাঁপ—ভাগ্য আর আইনের সঙ্গে বুদ্ধির লড়াই। শ্রী দেবী এন্টারটেইনার্সের ব্যানারে; অভিনয়ে আরও শ্রীবৎস শ্যাম, বৃন্দা আচার্য, সাধু কোকিলা, অশ্বিন রাও পাল্লাকী, ভারত জি.বি., স্রুতি হারিহরণ ও গোপালকৃষ্ণ দেশপাণ্ডে।

South Indian movies November 2025

১১) গাথা বৈভবঃ কন্নড়, পিরিয়ড ড্রামা | মুক্তি: ১৪ নভেম্বর ২০২৫
দুশ্যান্থ অভিষেক করছেন; সঙ্গে আশিকা রঙ্গনাথ। শতাব্দী পেরিয়ে চারটি আখ্যানকে এক সুতোয় গেঁথেছে ছবি—সমুদ্র মন্থন থেকে ভাস্কো দা গামার আগমন, ভারতের উপকূলঘেঁষা জীবনধারার ভেতর দিয়ে নিয়তি ও মানব–সহিষ্ণুতা নিয়ে চিন্তা। সিম্পল সুনি লিখে–পরিচালনা ও প্রযোজনা করেছেন ‘সুনি সিনেমাস’–এর ব্যানারে; সহপ্রযোজক দীপক থিম্মাপ্পা।

১২) ফুল মিলসঃ কন্নড়, রোম্যান্স | মুক্তি: ২১ নভেম্বর ২০২৫
লিখিত শেট্টি ফিল্মসের ব্যানারে নির্মিত। পরিচালনায় এন. বিনায়ক; চিত্রনাট্যে তার সঙ্গে হরিশ গৌড়া। গল্প এক সংগ্রামী বিয়ের ফটোগ্রাফারকে ঘিরে—শিল্পসফলতার খোঁজে দৌড়াতে গিয়ে ব্যক্তিগত সম্পর্ক ও আত্মচিন্তার জালে জড়িয়ে পড়া। অভিনয়ে লিখিত শেট্টি, কুশি রবি, তেজস্বিনী শর্মা, রঙ্গায়ণ রঘু ও সুরাজ লোকরে।

নভেম্বর ২০২৫–এর দক্ষিণি ছবিগুলো গল্প–সংগীত–ছবির ভাষায় দর্শকদের বিমোহিত করবে বলেই আশা। ‘জাতাধারা’ ও ‘বৃষভ’ দর্শককে নিয়ে যাবে মিথ ও কল্পনার জগতে; ‘সাইবার’ সায়েন্স ফিকশনের সীমানা ঠেলে দেবে ভবিষ্যৎছায়া এক সুরে। অন্যদিকে ‘স্কুল লাইফ’, ‘আরোমালৌ’, ‘দ্য গার্লফ্রেন্ড’ ও ‘ফুল মিলস’ প্রেমের নানা রঙে রাঙাবে পর্দা। ‘আথিভীকরা কামুকান’ ও ‘ব্যাংক অব ভাগ্যলক্ষ্মী’ দৈনন্দিন বিশৃঙ্খলা থেকে টেনে আনবে হাসির খোরাক। ‘আন্ধ্রা কিং তালুকা’ মানবভক্তির গভীরতা খুঁড়ে দেখবে; ‘কুমকি ২’ ফিরিয়ে আনবে প্রকৃতি–সঙ্গী সুরেলা অ্যাডভেঞ্চার; ‘গাথা বৈভব’ কালজয়ী বয়ানে ইতিহাসকে নতুন করে কল্পনা করবে। মিলেমিশে তামিল, তেলুগু, কন্নড় ও মালয়ালমের এই ছবিগুলো প্যান–ইন্ডিয়ান সিনেমার ক্রমবর্ধমান আকর্ষণ ও দক্ষিণ ভারতের প্রাণবন্ত প্রভাবকে আরও পোক্ত করে তুলবে।

জনপ্রিয় সংবাদ

ম্যাচা চায়ের বিশ্বজোড়া উন্মাদনা—জাপানি ঐতিহ্যের মাঝে নকল পণ্য, সংকট ও সংস্কৃতির বিকৃতি

নভেম্বর ২০২৫-এ আসছে দক্ষিণ ভারতীয় ১২টি বহুল প্রতীক্ষিত সিনেমা

০৮:০২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

দক্ষিণ ভারতীয় আঞ্চলিক সিনেমার ধুকপুকানি থামে না—তামিল, তেলুগু, কন্নড় ও মালয়ালম ছবির শক্তিশালী গল্প বলার ক্ষমতা বারবার প্রমাণিত হয়। এই নভেম্বর রোম্যান্সকে সামনে রেখে ফ্যান্টাসি, অ্যাডভেঞ্চার, কমেডি, অ্যাকশন, ড্রামা ও সায়েন্স ফিকশনসহ নানা ঘরানার নতুন ছবি প্রেক্ষাগৃহে আসছে। টিজার ও ট্রেলার ইতিমধ্যেই তুমুল আলোচনায়, তীক্ষ্ণ সংলাপ আর টানটান মুহূর্তে দর্শকের কৌতূহল চরমে। আসুন, নতুন অনুভূতি, সাহসী ভাবনা ও সিনেমাটিক জৌলুস নিয়ে নভেম্বর ২০২৫-এ মুক্তি পেতে যাওয়া সেরা ১২টি দক্ষিণি ছবির তালিকায় ঢুকে পড়ি।

এই নভেম্বরে প্রিমিয়ার হতে যাওয়া শীর্ষ ১২টি দক্ষিণ ভারতীয় ছবি

১) জাতাধারাঃ তেলুগু, ফ্যান্টাসি–হরর | মুক্তি: ৭ নভেম্বর ২০২৫
সোনাক্ষী সিন্হা এখানে রহস্যে ঘেরা অনন্ত পদ্মনাভ স্বামী মন্দিরকে কেন্দ্র করে এক ভূতুড়ে কাহিনির কেন্দ্রে। মিথ, বিশ্বাস ও নানা জল্পনার মিশেলে তৈরি ছবিটি মন্দিরকে ঘিরে বহুদিনের অতিপ্রাকৃত গুঞ্জনের অনুসন্ধান করে। লেখার পাশাপাশি ভেঙ্কট কল্যান পরিচালনাও করেছেন; আবিষেক জয়সওয়ালও যুক্ত আছেন। অভিনয়ে দিভ্যা খোসলা, সুধীর বাবু পোসানি, রাজীব কানকালা, শিল্পা শিরোদকর, রবি প্রকাশ, সুবলেখা সুধাকর ও ইন্দিরা কৃষ্ণন। প্রযোজনায় এস কে জি এন্টারটেইনমেন্ট, সুধীর বাবু প্রোডাকশন্স ও জি স্টুডিওস।

School Life (2025) - Movie | Reviews, Cast & Release Date in Samsi- BookMyShow

২) স্কুল লাইফঃ তেলুগু, রোম্যান্টিক ড্রামা | মুক্তি: ১৪ নভেম্বর ২০২৫
জেনিয়া প্রোডাকশন ও নাইনীশা ক্রিয়েশনের ব্যানারে নির্মিত এই ছবি ১৯৯০–এর দশকের এক শান্ত গ্রামকে প্রেক্ষাপট বানিয়েছে। এক তরুণের ‘সুইটি’র প্রতি প্রেম যখন বর্ণব্যবস্থা ও পারিবারিক কট্টর মানসিকতার দেয়ালে ধাক্কা খায়, তখন আনুগত্য ও আপন হওয়া—দুইয়ের সংজ্ঞাই পাল্টে যায়। পরিচালনায় পুলিভেন্দুলা মাহেশ; অভিনয়ে তিনি নিজেও আছেন। সঙ্গে সাবিত্রী কৃষ্ণা, মুদে বরুণ নায়ক, শান্নু শেখ, আমানি, সুমন, মুরলীধর গৌড় ও পল্লে বিনয়শঙ্কর।

৩) আন্ধ্রা কিং তালুকাঃ তেলুগু, ড্রামা | মুক্তি: ২৮ নভেম্বর ২০২৫
মহেশ বাবু পাচিগোল্লা লিখেছেন ও পরিচালনা করেছেন। কাহিনি ভক্তির প্রতি এক উষ্ণ সমর্পণ—সাগর নামের এক যুবক যার পৃথিবী ঘোরে তার প্রিয় চলচ্চিত্র–নায়ক ‘আন্ধ্রা কিং’ সূর্য কুমারের চারপাশে। প্রযোজনায় নাভীন ইয়েরনেনি ও রবি শঙ্কর যালামাঞ্চিলি; ব্যানার মাইথ্রি মুভি মেকার্স ও টি–সিরিজ। অভিনয়ে উপেন্দ্র রাও, রাম পোথিনেনি, ভাগ্যশ্রী বোরসে, মুরলী শর্মা, রাহুল রামকৃষ্ণ ও রাও রমেশ।

৪) আরোমালৌঃ তামিল, রোম্যান্টিক ড্রামা | মুক্তি: ৭ নভেম্বর ২০২৫
সারং থিয়াগুর পরিচালনায়; লেখকদলে বিপিন আর., আশামীরা আইয়াপ্পন ও কিশেন দাস। অভিনয়ে কিশেন দাস, হারশাথ খান, ভিটিভি গণেশ, মেঘা আকাশ, শিবথমিকা রাজশেখর, নামৃতা এম.ভি., সিবি জয়কুমার ও সন্ধ্যা উইনফ্রেড। সদ্য প্রকাশিত টিজার আভাস দিচ্ছে স্নিগ্ধ এক রোম্যান্টিক গল্পের, যার মূল নাট্যঘটনা আপাতত পর্দার আড়ালেই রাখা হয়েছে।

Telugu Times | International Telugu News

৫) দ্য গার্লফ্রেন্ডঃ তামিল, রোম্যান্স | মুক্তি: ৭ নভেম্বর ২০২৫
রাশ্মিকা মন্দানা ও কৌশিক মহাতা প্রধান ভূমিকায়; রাহুল রভীন্দ্রন লিখেছেন ও পরিচালনা করেছেন। সঙ্গে রোহিণী, রাও রমেশ ও ধীক্ষিত শেট্টি। আধুনিক সম্পর্কের টানাপোড়েন, বিশ্বাস–অবিশ্বাস ও আত্মসম্বন্ধের সূক্ষ্ম জাল বোনা হয়েছে কাহিনিতে। প্রযোজনায় ধীরাজ মোগিলিনেনি এন্টারটেইনমেন্ট, গীতা আর্টস ও মাস মুভি মেকার।

৬) কুমকি ২ঃ তামিল, মিউজিক্যাল অ্যাডভেঞ্চার | মুক্তি: ১৪ নভেম্বর ২০২৫
প্রভু সলোমনের ২০১২ সালের প্রশংসিত ছবির স্বতন্ত্র সিক্যুয়েল। পেন স্টুডিওসের প্রযোজনায় অভিনয়ে অর্জুন দাস, শ্রিতা রাও ও নবাগত মাথি। বিস্তীর্ণ প্রকৃতির পটভূমিতে এক যুবক ও ভীতু এক হাতির কোমল বন্ধন—দেখায় কীভাবে সহমর্মিতা ভয় ও প্রজাতির সীমানা ছাড়িয়ে যেতে পারে।

৭) বৃষভঃ মালয়ালম, ফ্যান্টাসি–অ্যাকশন | মুক্তি: ৬ নভেম্বর ২০২৫
নন্দ কিশোর লিখে ও পরিচালনা করেছেন। উত্তরাধিকার, অপরাধবোধ ও পরিত্রাণকে কেন্দ্র করে গড়া এক মহাকাব্যিক ফ্যান্টাসি। কনেক্ট মিডিয়া, বালাজি মোশন পিকচার্স ও অভিষেক এস. ব্যাস স্টুডিওস যৌথভাবে প্রযোজনা করেছে। এক হীরার ব্যবসায়ী অতীতের পাপ থেকে পালাতে চাইলেও ছেলের প্রত্যাবর্তনে পুরোনো ক্ষতগুলো হঠাৎই জেগে ওঠে। মোহনলাল নেতৃত্ব দিচ্ছেন শক্তিশালী কাস্টকে—রাগিনী দ্বিবেদী, সমরজিৎ লঙ্কেশ, নয়ন সারিকা, নেহা সাক্সেনা ও অজয়।

Bank of Bhagyalakshmi (2025) - Movie | Reviews, Cast & Release Date in Bengaluru- BookMyShow

৮) সাইবারঃ মালয়ালম, সায়েন্স ফিকশন | মুক্তি: ৭ নভেম্বর ২০২৫
মনু কৃষ্ণর পরিচালনায় ‘সাইবার’–এর কেন্দ্রবিন্দু ড. বিক্রম আরিয়ান—গ্রেট লেট্‌জবার্গের এক সাইবার–নিউরোসায়েন্টিস্ট। এক উচ্চপর্যায়ের ষড়যন্ত্রে সব হারিয়ে তিনি তৈরি করেন মস্তিষ্ক–পরিবর্তনকারী এক যন্ত্র, যা প্রতিভা ও পতনের সীমানা ঝাপসা করে দেয়; তার পেছনে লেগে যায় এক নির্মম শক্তি। অভিনয়ে সেরিনা, চন্ধুনাধ, জীব, জীব জোসেফ, প্রসান্ত মুরলী, মায়ূক্ষ মুরুকেশান ও রিনাজ ইয়াহিয়া। প্রযোজনা কেগ্লোবাল ফিল্মস ও রুট প্রোডাকশন্স।

৯) আথিভীকরা কামুকানঃ মালয়ালম, রোম্যান্টিক কমেডি | মুক্তি: ১৪ নভেম্বর ২০২৫
দৃশ্য্য রঘুনাথ ও লুকমান আভারান প্রধান ভূমিকায়। পারিবারিক উষ্ণতায় মোড়া এক স্নিগ্ধ প্রেমকাহিনি—হালকা হাস্যরস ও আবেগের মিশেলে। অভিনয়ে আরও মনোহরি জয়, কার্তিক ও অশ্বিন। পিংক বাইসন স্টুডিওস ও ইত্যাদি এন্টারটেইনমেন্টসের প্রযোজনায়; পরিচালনায় গৌতম থানিয়িল ও সি.সি. নিথিন; চিত্রনাট্যে সুজয় মোহনরাজ।

১০) ব্যাংক অব ভাগ্যলক্ষ্মীঃ কন্নড়, হাইস্ট–কমেডি | মুক্তি: ৭ নভেম্বর ২০২৫
অভিষেক এম–এর ছবিতে ধীক্ষিত শেট্টি এক ক্ষুদে চোরের ভূমিকায়—তার দল মিলে ছোট্ট এক সমবায় সমিতি লুট করতে গিয়ে পায় মাত্র ৬৬,৯৯৯ রুপি! এরপর ঘটে টিকে থাকার ব্যঙ্গাত্মক দৌড়ঝাঁপ—ভাগ্য আর আইনের সঙ্গে বুদ্ধির লড়াই। শ্রী দেবী এন্টারটেইনার্সের ব্যানারে; অভিনয়ে আরও শ্রীবৎস শ্যাম, বৃন্দা আচার্য, সাধু কোকিলা, অশ্বিন রাও পাল্লাকী, ভারত জি.বি., স্রুতি হারিহরণ ও গোপালকৃষ্ণ দেশপাণ্ডে।

South Indian movies November 2025

১১) গাথা বৈভবঃ কন্নড়, পিরিয়ড ড্রামা | মুক্তি: ১৪ নভেম্বর ২০২৫
দুশ্যান্থ অভিষেক করছেন; সঙ্গে আশিকা রঙ্গনাথ। শতাব্দী পেরিয়ে চারটি আখ্যানকে এক সুতোয় গেঁথেছে ছবি—সমুদ্র মন্থন থেকে ভাস্কো দা গামার আগমন, ভারতের উপকূলঘেঁষা জীবনধারার ভেতর দিয়ে নিয়তি ও মানব–সহিষ্ণুতা নিয়ে চিন্তা। সিম্পল সুনি লিখে–পরিচালনা ও প্রযোজনা করেছেন ‘সুনি সিনেমাস’–এর ব্যানারে; সহপ্রযোজক দীপক থিম্মাপ্পা।

১২) ফুল মিলসঃ কন্নড়, রোম্যান্স | মুক্তি: ২১ নভেম্বর ২০২৫
লিখিত শেট্টি ফিল্মসের ব্যানারে নির্মিত। পরিচালনায় এন. বিনায়ক; চিত্রনাট্যে তার সঙ্গে হরিশ গৌড়া। গল্প এক সংগ্রামী বিয়ের ফটোগ্রাফারকে ঘিরে—শিল্পসফলতার খোঁজে দৌড়াতে গিয়ে ব্যক্তিগত সম্পর্ক ও আত্মচিন্তার জালে জড়িয়ে পড়া। অভিনয়ে লিখিত শেট্টি, কুশি রবি, তেজস্বিনী শর্মা, রঙ্গায়ণ রঘু ও সুরাজ লোকরে।

নভেম্বর ২০২৫–এর দক্ষিণি ছবিগুলো গল্প–সংগীত–ছবির ভাষায় দর্শকদের বিমোহিত করবে বলেই আশা। ‘জাতাধারা’ ও ‘বৃষভ’ দর্শককে নিয়ে যাবে মিথ ও কল্পনার জগতে; ‘সাইবার’ সায়েন্স ফিকশনের সীমানা ঠেলে দেবে ভবিষ্যৎছায়া এক সুরে। অন্যদিকে ‘স্কুল লাইফ’, ‘আরোমালৌ’, ‘দ্য গার্লফ্রেন্ড’ ও ‘ফুল মিলস’ প্রেমের নানা রঙে রাঙাবে পর্দা। ‘আথিভীকরা কামুকান’ ও ‘ব্যাংক অব ভাগ্যলক্ষ্মী’ দৈনন্দিন বিশৃঙ্খলা থেকে টেনে আনবে হাসির খোরাক। ‘আন্ধ্রা কিং তালুকা’ মানবভক্তির গভীরতা খুঁড়ে দেখবে; ‘কুমকি ২’ ফিরিয়ে আনবে প্রকৃতি–সঙ্গী সুরেলা অ্যাডভেঞ্চার; ‘গাথা বৈভব’ কালজয়ী বয়ানে ইতিহাসকে নতুন করে কল্পনা করবে। মিলেমিশে তামিল, তেলুগু, কন্নড় ও মালয়ালমের এই ছবিগুলো প্যান–ইন্ডিয়ান সিনেমার ক্রমবর্ধমান আকর্ষণ ও দক্ষিণ ভারতের প্রাণবন্ত প্রভাবকে আরও পোক্ত করে তুলবে।