দেশে ফিরলেন আটকে পড়া বাংলাদেশিরা
লিবিয়ায় আটকে পড়া মোট ৩০৯ জন বাংলাদেশি নাগরিক শুক্রবার সকালে দেশে ফিরে এসেছেন। বাংলাদেশ দূতাবাস, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং অন্যান্য অংশীদার প্রতিষ্ঠানের সহায়তায় তাদের ফিরিয়ে আনা হয়।
শুক্রবার সকাল ৯টায় ফ্লাই ওয়া ইন্টারন্যাশনাল পরিচালিত একটি চার্টার্ড ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
অনিয়মিত অবস্থান ও মানবপাচার
পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ফিরিয়ে আনা ব্যক্তিরা লিবিয়ায় অনিয়মিতভাবে বসবাস করছিলেন। তাদের অনেকেই মানবপাচারকারীদের সহায়তায় ইউরোপে অবৈধভাবে সমুদ্রপথে পৌঁছানোর আশায় লিবিয়ায় গিয়েছিলেন।
এদের মধ্যে কেউ কেউ সেখানে অপহরণ বা নির্যাতনের শিকারও হয়েছেন বলে জানানো হয়।
দেশে পৌঁছে সহায়তা ও স্বাগত
ঢাকায় পৌঁছানোর পর আইওএম এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা বিমানবন্দরে তাদের স্বাগত জানান। প্রত্যেক প্রত্যাবর্তনকারীকে আইওএমের পক্ষ থেকে ভ্রমণ ভাতা, খাবার সরবরাহ এবং প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়।
সচেতনতার আহ্বান
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই অভিবাসীদের অনুরোধ করা হয়েছে যেন তারা লিবিয়ায় তাদের ভয়াবহ অভিজ্ঞতা সমাজে শেয়ার করেন, যাতে অন্যরা ঝুঁকিপূর্ণ ও অবৈধ পথে বিদেশ যাওয়ার বিষয়ে সচেতন হয়।
আরও বাংলাদেশি ফেরানোর উদ্যোগ
কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে লিবিয়ার বিভিন্ন আটক কেন্দ্র ও ক্যাম্পে থাকা আরও বাংলাদেশিদের নিরাপদে দেশে ফেরানোর উদ্যোগ অব্যাহত রয়েছে।
#বাংলাদেশ #লিবিয়া #অভিবাসন #মানবপাচার #আইওএম #প্রবাসীকল্যাণ #পররাষ্ট্রমন্ত্রণালয়
সারাক্ষণ রিপোর্ট 



















