সাবেক অর্থমন্ত্রী ও শহীদ নেতা শাহ এএমএস কিবরিয়ার পুত্র রেজা কিবরিয়া আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। আসন্ন জাতীয় নির্বাচনে তিনি হবিগঞ্জ-১ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
বিএনপির প্রাথমিক সদস্যপদ নিয়েছেন রেজা কিবরিয়া
বুধবার জাতীয় সংবাদ সংস্থা ইউএনবি-কে রেজা কিবরিয়া জানান, তিনি ইতিমধ্যে বিএনপির প্রাথমিক সদস্যপদ ফরম পূরণ করে দলে যোগ দিয়েছেন।
তিনি বলেন, “আমি আমার নিজ নির্বাচনী এলাকা হবিগঞ্জ-১ থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে চাই। দলীয় হাইকমান্ড আমাকে ওই আসনে মনোনয়ন দেওয়ার আশ্বাস দিয়েছে।”
দলীয় সূত্রের তথ্য
বিএনপি সূত্র জানিয়েছে, দলটি হবিগঞ্জ-১ আসনটি এখনো খালি রেখেছে, যা ইঙ্গিত করছে যে রেজা কিবরিয়া সেখান থেকেই প্রার্থী হতে পারেন।

কিবরিয়ার পুত্রের রাজনীতিতে নতুন অধ্যায়
রেজা কিবরিয়া ২০১৮ সালের জাতীয় নির্বাচনে একই আসন থেকে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সে সময় তিনি গণফোরামের প্রার্থী ছিলেন এবং বিএনপির ‘ধানের শীষ’ প্রতীক ব্যবহার করেছিলেন।
গণঅধিকার পরিষদে যোগ ও বিচ্ছেদ
নির্বাচনের পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদে যোগ দেন এবং সংগঠনের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।
তবে পরবর্তীতে নুরুল হক নুরের সঙ্গে মতপার্থক্য দেখা দিলে ধীরে ধীরে তিনি রাজনৈতিক কার্যক্রম থেকে সরে আসেন।
#রেজা_কিবরিয়া #বিএনপি #হবিগঞ্জ১ #জাতীয়_নির্বাচন #ধানের_শীষ #বাংলাদেশ_রাজনীতি #গণঅধিকার_পরিষদ #সারাক্ষণ_রিপোর্ট
সারাক্ষণ রিপোর্ট 



















