০১:২৮ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার রুল নির্বাচনের পরিবেশ নিয়ে এখনো অসন্তুষ্ট মনজু, নতুন গণঅভ্যুত্থানের সতর্কতা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের সব সেবা ৯ দিনের জন্য বন্ধ নড়াইলের স্কুলে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক, সুষ্ঠু নির্বাচনের পক্ষে ফ্রান্স কঠোর নিরাপত্তার মাঝেও তারেক রহমানের জনসভার আগের রাতে ১৮ মাইক ও পাঁচ কয়েল তার চুরি হর্ষ বর্ধন শ্রিংলার মন্তব্য কূটনৈতিক শিষ্টাচার ও পররাষ্ট্র নীতির লঙ্ঘন জামায়াতে ইসলামী নির্বাচনের দিন ও আগের সহিংসতার দায় নিতে হবে আওয়ামী লীগকে অন্তর্বর্তী সরকারের কঠোর সতর্কতা ৩০০ বছরের ঐতিহ্যে দয়াময়ী মেলা, ভক্তি ও আনন্দের মিলনস্থল ময়মনসিংহে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ২০

ঢাকা মেডিক্যালের নতুন ভবন থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু

  • Sarakhon Report
  • ১১:২৬:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • 22

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নতুন ভবনে মর্মান্তিক এক ঘটনার খবর পাওয়া গেছে। আটতলা থেকে লাফিয়ে পড়ে এক তরুণী রোগীর মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন তাঁর স্বজনরা।

ঘটনার সময় ও স্থান
রোববার রাত পৌনে আটটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনে এই ঘটনা ঘটে। নিহত রোগীর নাম নাজমীন আক্তার (২০)।

নিহতের পরিচয়
নাজমীন আক্তার পটুয়াখালীর গলাচিপা উপজেলার বাসিন্দা জালাল মিয়ার মেয়ে। তিনি চার মাস বয়সী এক কন্যাসন্তানের জননী ছিলেন।

ঢাকা মেডিক্যালের নতুন ভবন থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু

চিকিৎসা ও ঘটনার প্রেক্ষাপট
হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে, নাজমীন কিডনি জটিলতাসহ একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন। এসব জটিলতার কারণে এক সপ্তাহ আগে তাঁকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।
রোববার সন্ধ্যার পর তিনি তাঁর শিশুসন্তানকে দেখাশোনার কথা বলে ওয়ার্ড থেকে বের হয়ে বাথরুমের দিকে যান। এরপর আটতলার বাথরুমের পাশের ফাঁকা জায়গা দিয়ে নিচে লাফিয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁর মরদেহ উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক ধারণা
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের স্বজনদের সঙ্গে প্রাথমিকভাবে কথা বলে ধারণা করা হচ্ছে, নাজমীন আত্মহত্যার উদ্দেশ্যেই ভবন থেকে লাফিয়ে পড়েছিলেন। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ ও শাহবাগ থানা পুলিশকে জানানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

ঢাকা মেডিক্যালের নতুন ভবন থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু

১১:২৬:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নতুন ভবনে মর্মান্তিক এক ঘটনার খবর পাওয়া গেছে। আটতলা থেকে লাফিয়ে পড়ে এক তরুণী রোগীর মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন তাঁর স্বজনরা।

ঘটনার সময় ও স্থান
রোববার রাত পৌনে আটটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনে এই ঘটনা ঘটে। নিহত রোগীর নাম নাজমীন আক্তার (২০)।

নিহতের পরিচয়
নাজমীন আক্তার পটুয়াখালীর গলাচিপা উপজেলার বাসিন্দা জালাল মিয়ার মেয়ে। তিনি চার মাস বয়সী এক কন্যাসন্তানের জননী ছিলেন।

ঢাকা মেডিক্যালের নতুন ভবন থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু

চিকিৎসা ও ঘটনার প্রেক্ষাপট
হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে, নাজমীন কিডনি জটিলতাসহ একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন। এসব জটিলতার কারণে এক সপ্তাহ আগে তাঁকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।
রোববার সন্ধ্যার পর তিনি তাঁর শিশুসন্তানকে দেখাশোনার কথা বলে ওয়ার্ড থেকে বের হয়ে বাথরুমের দিকে যান। এরপর আটতলার বাথরুমের পাশের ফাঁকা জায়গা দিয়ে নিচে লাফিয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁর মরদেহ উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক ধারণা
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের স্বজনদের সঙ্গে প্রাথমিকভাবে কথা বলে ধারণা করা হচ্ছে, নাজমীন আত্মহত্যার উদ্দেশ্যেই ভবন থেকে লাফিয়ে পড়েছিলেন। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ ও শাহবাগ থানা পুলিশকে জানানো হয়েছে।