ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নতুন ভবনে মর্মান্তিক এক ঘটনার খবর পাওয়া গেছে। আটতলা থেকে লাফিয়ে পড়ে এক তরুণী রোগীর মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন তাঁর স্বজনরা।
ঘটনার সময় ও স্থান
রোববার রাত পৌনে আটটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনে এই ঘটনা ঘটে। নিহত রোগীর নাম নাজমীন আক্তার (২০)।
নিহতের পরিচয়
নাজমীন আক্তার পটুয়াখালীর গলাচিপা উপজেলার বাসিন্দা জালাল মিয়ার মেয়ে। তিনি চার মাস বয়সী এক কন্যাসন্তানের জননী ছিলেন।

চিকিৎসা ও ঘটনার প্রেক্ষাপট
হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে, নাজমীন কিডনি জটিলতাসহ একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন। এসব জটিলতার কারণে এক সপ্তাহ আগে তাঁকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।
রোববার সন্ধ্যার পর তিনি তাঁর শিশুসন্তানকে দেখাশোনার কথা বলে ওয়ার্ড থেকে বের হয়ে বাথরুমের দিকে যান। এরপর আটতলার বাথরুমের পাশের ফাঁকা জায়গা দিয়ে নিচে লাফিয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁর মরদেহ উদ্ধার করে।
পুলিশের প্রাথমিক ধারণা
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের স্বজনদের সঙ্গে প্রাথমিকভাবে কথা বলে ধারণা করা হচ্ছে, নাজমীন আত্মহত্যার উদ্দেশ্যেই ভবন থেকে লাফিয়ে পড়েছিলেন। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ ও শাহবাগ থানা পুলিশকে জানানো হয়েছে।
Sarakhon Report 

























