শতবর্ষ পূর্তিকে সামনে রেখে নতুন শতকের যাত্রা শুরু করছে এশিয়ার অন্যতম প্রাচীন সংগীত প্রতিষ্ঠান ম্যানিলা সিম্ফনি অর্কেস্ট্রা। সারাবছর জুড়ে বিশ্বমানের সংগীতশিল্পী, কন্ডাক্টর ও নৃত্য দলের অংশগ্রহণে ধারাবাহিক কনসার্টের ঘোষণা দিয়েছে অর্কেস্ট্রাটি। বুধবার মাকাতিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই শতবর্ষী পরিকল্পনার বিস্তারিত তুলে ধরা হয়।
সারাক্ষণ রিপোর্ট
শত বছরের লড়াই আর টিকে থাকার গল্প
উনিশশো ছাব্বিশ সালে প্রতিষ্ঠার পর থেকে যুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক মহামারির মতো কঠিন সময় পেরিয়ে সংগীত চর্চা চালিয়ে গেছে ম্যানিলা সিম্ফনি অর্কেস্ট্রা। শিল্প নির্দেশক জেফ্রি সোলারেস জানান, অর্কেস্ট্রা টিকিয়ে রাখা প্রতিদিনের লড়াই। সংগীতশিল্পীদের সম্মানী থেকে শুরু করে শিক্ষার্থী ও অসুস্থ শিল্পীদের দেখভাল—সবকিছু মিলিয়ে এই প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখাই তাদের সবচেয়ে বড় সাফল্য।

ফিলিপিনো সংগীত আর ধ্রুপদীর সম্মিলন
শতবর্ষ উপলক্ষে জানুয়ারি মাসে আয়োজিত বিশেষ কনসার্টে আবারও পরিবেশিত হবে বিটোফেনের ঐতিহাসিক লিওনোর ওভারচার, যা একসময় প্রতিষ্ঠাতা আলেকজান্ডার লিপাই পরিচালনা করেছিলেন। একই অনুষ্ঠানে জাতীয় শিল্পী রায়ান কায়াব্যাবের সৃষ্টি এবং ফিলিপিনো ঐতিহ্যবাহী সংগীত পরিবেশন করবে ফিলিপাইন মাদ্রিগাল সিঙ্গার্স। সোলারেসের ভাষায়, আন্তর্জাতিক ধ্রুপদী সংগীতের পাশাপাশি দেশীয় সংগীতকে তুলে ধরাই অর্কেস্ট্রার মূল দর্শন।
মঞ্চে ফিরে আসছে পরিচিত সুর
সংবাদ সম্মেলনে শতবর্ষের কনসার্টগুলোর কিছু সুরের ঝলকও শোনানো হয়। নিকানোর আবেলার্দোর ‘মুতিয়া নং পাসিগ’ পরিবেশন করেন সোপ্রানো র্যাচেল জেরোদিয়াস পার্ক। পাশাপাশি রায়ান কায়াব্যাবের গান ও মোৎসার্ট, ব্রাহ্মসের ধ্রুপদী রচনার অংশও পরিবেশিত হয়। এর মধ্য দিয়ে অর্কেস্ট্রার বহুমুখী সক্ষমতা আবারও তুলে ধরা হয়।
নতুন প্রজন্মের জন্য সংগীত
আগামী মাসগুলোতে ব্যালে ম্যানিলা, আন্তর্জাতিক কন্ডাক্টর ও তরুণ ফিলিপিনো প্রতিভাদের নিয়ে একাধিক কনসার্ট আয়োজন করা হবে। মার্চে ‘দ্য স্লিপিং বিউটি’, মে মাসে ‘রাইজিং স্টারস অব দ্য ফিলিপিন্স’ এবং জুলাইয়ে জাতীয় ইতিহাসভিত্তিক সিম্ফনি কনসার্টের পরিকল্পনা রয়েছে। আগস্ট ও অক্টোবরে অপেরা ও নতুন সৃষ্টির বিশ্ব প্রিমিয়ার অনুষ্ঠিত হবে।

ঐতিহ্য ধরে রাখার প্রত্যয়
শতবর্ষী এই আয়োজনের মাধ্যমে তহবিল সংগ্রহ করা হবে অর্কেস্ট্রার শিক্ষা কার্যক্রম ও জুনিয়র সংগীত শিল্পীদের জন্য। একই সঙ্গে প্রকাশিত হবে শত বছরের যাত্রাপথ নিয়ে স্মারক গ্রন্থ। ম্যানিলা সিম্ফনি অর্কেস্ট্রার বিশ্বাস, ধ্রুপদী সংগীত এখনও মানুষের জীবনের অংশ হতে পারে, যদি তা ভালোবাসা আর যত্ন নিয়ে তুলে ধরা যায়।
সারাক্ষণ রিপোর্ট 

























