বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে ঢাকা–নারায়ণগঞ্জ সংযোগ সড়কে জেলা ও দায়রা জজ আদালতের সামনে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৭০ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি আদালতে একটি মামলা–সংক্রান্ত শুনানিতে অংশ নিতে এসে ফেরার পথে সড়ক পার হওয়ার সময় পণ্যবাহী ট্রাকের নিচে চাপা পড়েন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আদালত এলাকার সামনের সড়কটি সবসময়ই ব্যস্ত থাকে। শুনানি শেষে সড়ক পার হওয়ার সময় দ্রুতগামী পণ্যবাহী ট্রাকটি তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান এবং ট্রাকের চাপে গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
যানজট ও জননিরাপত্তার ঝুঁকি
দুর্ঘটনার পর আদালতপাড়া ও সংযোগ সড়কের ওই অংশে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। আদালত এলাকায় সকাল–দুপুরে ভিড় বাড়ে—এ সময়ে ট্রাক চলাচল ও অনিয়ন্ত্রিত গতিই বড় ঝুঁকি তৈরি করে বলে স্থানীয়রা অভিযোগ করছেন।
সারাক্ষণ রিপোর্ট 



















