শরীয়তপুরে নাশকতার প্রস্তুতির আশঙ্কা বাড়িয়েছে একযোগে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধারের ঘটনা। জেলার জাজিরা উপজেলায় বাশবাগান থেকে ৪৫টি হাতবোমা ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
যৌথ অভিযানে বিস্ফোরক উদ্ধার
সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনীর একটি যৌথ দল কুকুর স্কোয়াডসহ অভিযান চালায়। অভিযানে জাজিরা উপজেলার একটি বাশবাগান থেকে ৪৫টি হাতবোমা এবং বোমা তৈরির নানা উপকরণ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) মো. তানভীর হোসেন।

সংগঠিত নাশকতার ইঙ্গিত
পুলিশের ভাষ্য অনুযায়ী, এত বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধারের ঘটনা এলাকায় পরিকল্পিত অস্থিরতা সৃষ্টির স্পষ্ট ইঙ্গিত দেয়। উদ্ধার হওয়া বোমা ও উপকরণগুলো থেকে একটি সংগঠিত চক্রের সক্রিয়তার আশঙ্কা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
চারজন গ্রেপ্তার, তিনজন নারী
অভিযানের সময় ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে তিনজন নারী রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

আগের বিস্ফোরণের সূত্র ধরে অভিযান
এই অভিযান চালানো হয় জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই বেপারী কান্দিতে বৃহস্পতিবার ঘটে যাওয়া ভয়াবহ বিস্ফোরণের পর। ওই বিস্ফোরণে দুজনের মৃত্যু হয়। নিহতদের নাম সোহান বেপারী ও নবীন সরদার।
মামলা ও নিরাপত্তা জোরদার
এ ঘটনায় ৫৩ জনকে নাম উল্লেখ করে এবং আরও ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করা হয়েছে। সম্ভাব্য যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সারাক্ষণ রিপোর্ট 

























