ঢাকার ফার্মগেট এলাকায় শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে গুরুত্বপূর্ণ একাধিক সড়কে যানচলাচল দীর্ঘ সময় স্থবির হয়ে পড়ে। বাস, ব্যক্তিগত গাড়ি, জরুরি যানসহ সব ধরনের পরিবহনে ভোগান্তি বাড়ে; বহু মানুষ গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্যে যেতে বাধ্য হন। পরে প্রশাসনের পক্ষ থেকে দাবি–সংক্রান্ত অগ্রগতির আশ্বাস এলে কর্মসূচি শিথিল হয় বলে জানা যায়।
প্রতিবাদকারীরা একটি হত্যাকাণ্ড/সহিংসতা সংক্রান্ত ঘটনার বিচার ও জবাবদিহি নিশ্চিতের দাবি জানান। ফার্মগেট–কারওয়ান বাজার–তেজগাঁও সংযোগ সড়কগুলোতে ভিড় ও যানজট দ্রুত ছড়িয়ে পড়ে, যার প্রভাব রাজধানীর নানা রুটে পড়ে।
ফার্মগেট ঢাকার অন্যতম ব্যস্ত পয়েন্ট হওয়ায় অবরোধের সময় অ্যাম্বুলেন্স ও জরুরি সেবার চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়। অফিসগামী মানুষ, পরীক্ষার্থী, রোগী ও দূরপাল্লার যাত্রীরা সবচেয়ে বেশি চাপে পড়েন।
সারাক্ষণ রিপোর্ট 



















