ঘটনার স্থান ও সময়
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ভাটেরচর ব্রিজসংলগ্ন আকিজ পেপার মিলের সামনে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোর সাড়ে চারটার দিকে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
কী ঘটেছিল
স্থানীয় সূত্র ও পুলিশের তথ্য অনুযায়ী, আকিজ পেপার মিলের মালামালবাহী একটি ট্রাক কারখানার সামনে পার্ক করা ছিল। হঠাৎ অজ্ঞাত কয়েকজন দুর্বৃত্ত এসে ট্রাকটিতে আগুন লাগিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।
দমকল ও পুলিশের ভূমিকা
ঘটনার পর গজারিয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় কেউ আহত হয়নি।

অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা
মুন্সীগঞ্জের মুক্তারপুর–ঢাকা সড়কের মুক্তারপুর সেতু এলাকায় পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থা দেখা গেছে।
পুলিশের বক্তব্য
গজারিয়া থানার ওসি মো. আনোয়ার আলম আজাদ বলেন, ট্রাকে অগ্নিসংযোগের ঘটনায় তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।
#tags
#মুন্সীগঞ্জ #গজারিয়া #আকিজ_পেপার_মিল #ট্রাকএআগুন #অগ্নিসংযোগ #ঢাকা_চট্টগ্রাম_মহাসড়ক #সারাক্ষণরিপোর্ট
সারাক্ষণ রিপোর্ট 



















