ঢাকার শেরে বাংলা নগরে নির্বাচন কমিশন (ইসি) ভবনের পাশে স্বর্ণালী চত্ত্বর এলাকা থেকে চারটি হাতে তৈরি ক্র্যাকার উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি বুধবার সকালে ঘটে।
সন্দেহজনক বস্তু শনাক্ত
ইসি কর্মকর্তারা জানান, সকাল প্রায় ১০টার দিকে ইসির কিছু কর্মী প্রথমে লাল টেপে মোড়ানো সন্দেহজনক বস্তুগুলো দেখতে পান। তারা দ্রুত বিষয়টি কর্তৃপক্ষকে জানান।
পুলিশের অভিযান
শেরে বাংলা নগর থানার ওসি ইমাউল হক জানান, লাল স্কচটেপে মোড়ানো চারটি হাতে তৈরি ক্র্যাকার পাওয়া গেছে, যার ভেতরে বিস্ফোরক ছিল। পরে বোম্ব ডিসপোজাল ইউনিট এসে ক্র্যাকারগুলো নিষ্ক্রিয় করে।
নিরাপত্তা জোরদার
একজন ইসি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, উদ্ধার হওয়া ক্র্যাকারগুলো পরীক্ষার জন্য নিয়ে গেছে পুলিশ। একই সঙ্গে ইসি ভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে।
এর আগে ২৫ অক্টোবর ইসি ভবনের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পরপরই ঘটনাস্থল থেকে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ।
#: নিরাপত্তা | নির্বাচন কমিশন | বিস্ফোরক উদ্ধার | ঢাকা
সারাক্ষণ রিপোর্ট 



















