রাজশাহীতে এক বিচারকের ভাড়া বাসায় ঢুকে দুর্বৃত্তের হামলায় নিহত হয়েছে তাঁর ছেলে তাওসিফ রহমান। গুরুতর আহত অবস্থায় স্ত্রী তাসমিন নাহার হাসপাতালে চিকিৎসাধীন। হামলার পর ঘটনাস্থল থেকেই সন্দেহভাজন এক যুবককে আটক করেছে পুলিশ।
ঘটনাটি কীভাবে ঘটল
বৃহস্পতিবার বিকেলে ডাবতলা এলাকার ওই ফ্ল্যাটে ঢুকে এক যুবক বিচারক মোহাম্মদ আব্দুর রহমানের স্ত্রী ও ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। হাসপাতালে নেওয়ার পর তাওসিফ মারা যায়, তাসমিন নাহারের অস্ত্রোপচার চলছে।

সন্দেহভাজন আটক
আটক যুবকের নাম ইমন, বাড়ি গাইবান্ধা। ভবনে ঢোকার সময় নিজেকে বিচারকের ভাই পরিচয় দিয়ে ফ্ল্যাটে ওঠেন তিনি। হামলার পর তিনজনকেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
হাসপাতালে পরিস্থিতি
তাওসিফের মরদেহ মর্গে রাখা হয়েছে। আহত তাসমিন নাহার ও আটক ইমন অস্ত্রোপচার কক্ষে আছেন।

পুলিশের বক্তব্য
রাজশাহী মহানগর পুলিশ জানায়, হামলার কারণ এখনও স্পষ্ট নয়। ইমন সুস্থ হলে জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত জানা যাবে।
#বিচারক_বাসায়_হামলা #রাজশাহী #
সারাক্ষণ রিপোর্ট 


















