অনুপ কুমার বিশ্বাস, নবমিতা সরকার ও কাজী আরিফুর রহমান—সরকারি প্রশাসন ক্যাডারের এই তিন সহকারী কমিশনারকে মৌলিক প্রশিক্ষণ চলাকালেই চাকরি থেকে অব্যাহতি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সরকারি প্রশাসন ক্যাডারের তিন সহকারী কমিশনারকে (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) তাঁদের মৌলিক প্রশিক্ষণ চলাকালেই চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এইচ এম এহসানুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
বরখাস্ত কর্মকর্তারা হলেন ফরিদপুরের কাজী আরিফুর রহমান, বগুড়ার অনুপ কুমার বিশ্বাস এবং পিরোজপুরের নবমিতা সরকার। তাঁরা তিনজনই ৪৩তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে যোগ দিয়েছিলেন।
প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ সিভিল সার্ভিস (নিয়োগ) বিধিমালা, ১৯৮১–এর ৬(২)(ক) ধারার ভিত্তিতে তাঁদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
# প্রশাসন বিসিএস জনপ্রশাসন সহকারী_কমিশনার
সারাক্ষণ রিপোর্ট 




















