চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ এলাকায় বিয়ের আলোচনা চলাকালে প্রতিবেশীর হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। শুক্রবার রাতে এই ঘটনা ঘটে নাজিরহাট রেলস্টেশনের কাছে এক বসতবাড়িতে।
ঘটনায় নিহত রবিুল ইসলাম বাবু (৩৬), স্থানীয় মুসার ছেলে।

বিয়ের আলোচনায় শুরু বাকবিতণ্ডা
হাটহাজারী থানার ওসি মঞ্জুর কাদের ভূঁইয়া জানান, শুক্রবার রাত প্রায় ৯টার দিকে মুসা সওদাগরের বাড়িতে বিয়ের বিষয়ে আলোচনা করতে কয়েকজন জড়ো হয়েছিলেন। এ সময় বাবু ও একই এলাকার ইব্রাহিমের ছেলে জসিমের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি শুরু হয়।
ছুরিকাঘাতে বাবুর মৃত্যু
বাকবিতণ্ডার এক পর্যায়ে জসিম বাবুকে ছুরি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আহত দুইজন হাসপাতালে
বাবুকে বাঁচাতে এগিয়ে গেলে তার ভাই এমরুল হোসেন বাচ্চু (৩৫) এবং চাচাতো ভাই এমন (২১) আহত হন। পরে তাদের উদ্ধার করে নাজিরহাট হাসপাতালে নেওয়া হয়।
# বাংলাদেশ চট্টগ্রাম হাটহাজারী ছুরিকাঘাত নিহত সারাক্ষণরিপোর্ট
সারাক্ষণ রিপোর্ট 


















