দেশের বাজারে সয়াবিন ও পাম তেলের দাম আরও এক দফা বাড়ানো হয়েছে। নতুন এই মূল্যবৃদ্ধি আজ সকাল থেকে কার্যকর হচ্ছে, যা সাধারণ ক্রেতাদের ওপর বাড়তি চাপ ফেলবে।
সয়াবিন তেলে নতুন দাম
বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, এক লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৮৯ টাকা থেকে বাড়িয়ে ১৯৫ টাকা করা হয়েছে। ঢালাই সয়াবিন তেলের দামও লিটারপ্রতি ৭ টাকা বাড়িয়ে ১৭৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
পাঁচ লিটার বোতলের মূল্যবৃদ্ধি
পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের নতুন দাম ৯৫৫ টাকা, যা আগের ৯২২ টাকার তুলনায় ৩৩ টাকা বেশি।
গরিবের পাম তেলেও বড় উর্দ্ধগতি
সবচেয়ে বেশি বেড়েছে পাম তেলের দাম। লিটারপ্রতি ১৫০ টাকা থেকে বাড়িয়ে ১৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে—যা ১৬ টাকার বৃদ্ধি।
সরকারি পরামর্শে দাম সমন্বয়
অ্যাসোসিয়েশন জানায়, বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করে আন্তর্জাতিক বাজারদর অনুযায়ী এ নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
#Business #EdibleOil #SoybeanOil #PalmOil #PriceHike
সারাক্ষণ রিপোর্ট 



















