গাজীপুর-১ আসনে বিএনপি মনোনয়নকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। রবিবার সন্ধ্যায় পল্লী বিদ্যুৎ এলাকায় এ ঘটনা ঘটে। ড. ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকীর সমর্থকদের নির্বাচনী কার্যালয় ভাঙচুর, মোটরসাইকেল অগ্নিসংযোগ ও টর্চ মিছিল ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ
জেলা বিএনপির সদস্যসচিব ইশরাক আহমেদ সিদ্দিকীর মনোনয়ন বাতিল হওয়ায় তাঁর সমর্থকরা রবিবার দুপুরে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেন। তারা বিভিন্ন পয়েন্টে জড়ো হওয়ার পরেই হঠাৎ হামলার মুখে পড়ে। তাদের দাবি—এ হামলা করেছে মনোনয়নপ্রাপ্ত প্রার্থী মুজিবুর রহমানের অনুসারীরা।
আহত ও অগ্নিসংযোগের ঘটনা
দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন। কয়েকজনকে হাসপাতালে নিতে হয়। এসময় কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরানো হয়, তবে ফায়ার সার্ভিস দ্রুত এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইশরাকপন্থীরা দাবি করেন, হামলাকারী কয়েকজনকে ‘হাতেনাতে’ ধরা হয়েছে।
দায় অস্বীকার–অভিযোগ পাল্টা অভিযোগ
ইশরাকপন্থীদের অভিযোগ অস্বীকার করে মুজিবুর রহমানের সমর্থকরা বলেন, আওয়ামী ঘরানার বহিরাগতরা নাশকতা চালিয়ে বিএনপির ভেতরে বিতর্ক তৈরি করতে চেয়েছে। এর আগের রাতেও ইশরাকের সমর্থকরা কোনা বাড়ি এলাকায় টর্চ মিছিল করে মুজিবুর রহমানের মনোনয়ন বাতিলের দাবি জানান।
মনোনয়নকে ঘিরে তীব্র প্রতিযোগিতা
গত বৃহস্পতিবার বিএনপি গাজীপুর-১ আসনে প্রার্থী ঘোষণা করে। মনোনয়ন দেওয়া হয় কালীাকৈর পৌরসভার সাবেক মেয়র ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমানকে। একাধিক কেন্দ্রীয় নেতা এ আসনে মনোনয়ন প্রত্যাশা করায় এলাকায় উত্তেজনা বেড়েই চলেছে।
#গাজীপুর১ #বিএনপি #মনোনয়নসংঘর্ষ #রাজনীতি #বাংলাদেশসংবাদ #গাজীপুর #নির্বাচন২০২৫ #বিএনপি_সংঘর্ষ #ব্রেকিংনিউজ #সারাক্ষণ
সারাক্ষণ রিপোর্ট 


















