০৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দিলে ‘সেভেন সিস্টার্স’ আলাদা করার হুঁশিয়ারি সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী মামলা প্রত্যাহারের দাবি সম্পাদক পরিষদের সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর পাঁচ দিনের রিমান্ডে সমালোচনা করা যাবে না- এই বার্তাই কি দেওয়া হলো আনিস আলমগীরের ঘটনায় ড. ইউনূস চাইলে সারা দেশকে কারাগার বানাতে পারেন: আদালতে সাংবাদিক আনিস আলমগীর বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি টানা পতনে আতঙ্ক: দ্বিতীয় দিনেও লাল পুঁজিবাজার, বিনিয়োগকারীদের আস্থা নড়বড়ে আগে গ্রেপ্তার, পরে মামলা: সিনিয়র সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের অভিযোগ ফ্যাসিবাদী অতীতে ফিরে যাওয়ার চেষ্টা হলে জাতি ক্ষমা করবে না: জামায়াত আমির ময়মনসিংহ সীমান্ত দিয়ে হাদির ওপর হামলাকারীরা ভারতে পালিয়েছে কি না, নিশ্চিত নয় বিজিবি

লিগ অনিশ্চিত হলে বিকল্প টুর্নামেন্টে ভাবছে বিসিবি

ঢাকার ক্লাব ক্রিকেটে লিগ আয়োজন নিয়ে অনিশ্চয়তা কাটছে না। বিদ্রোহী ক্লাবগুলোর অনড় অবস্থানের কারণে নির্ধারিত সময়ে লিগ শুরু করা যাচ্ছে না। এমন পরিস্থিতিতে খেলোয়াড়দের খেলা ও আর্থিক স্বার্থ রক্ষায় বিকল্প টুর্নামেন্ট আয়োজনের চিন্তা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

লিগ নিয়ে অনড় অবস্থান
‘খেলা এবার মাঠে গড়াতেই হবে’—দৃঢ় কণ্ঠে এমন মন্তব্য করেছেন বিসিবির পরিচালক ও সিসিডিএমের ভাইস চেয়ারম্যান ফায়াজুর রহমান। ঢাকার ৪৫টি বিদ্রোহী ক্লাব বর্তমান পরিচালনা পর্ষদকে অবৈধ দাবি করে লিগে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে। বিষয়টি নিয়ে কয়েক দফা সমঝোতার চেষ্টা করেও সফল হয়নি বিসিবি। তবে এবার আর ব্যর্থ হতে চান না বোর্ডের এই পরিচালক।

কেন বারবার পেছাচ্ছে লিগ
প্রতি বছর তৃতীয় বিভাগ দিয়ে ঘরোয়া ক্রিকেটের মৌসুম শুরু হলেও এবার পরিস্থিতি ভিন্ন। বিদ্রোহী ৪৫টি ক্লাবের মধ্যে ১৪টি তৃতীয় বিভাগের এবং ৮টি প্রথম বিভাগের। প্রথম বিভাগের বেশির ভাগ ক্লাব লিগ আয়োজনের পক্ষে থাকায় বিসিবি আগে প্রথম বিভাগ ক্রিকেট শুরু করার চেষ্টা করে। কিন্তু বিদ্রোহী ক্লাবগুলোর লিগ বয়কটের সিদ্ধান্তে দুবার তারিখ ঘোষণা করেও খেলা শুরু করা যায়নি। তৃতীয় দফায় আগামীকাল লিগ শুরুর দিন নির্ধারণ করা হয়েছে।

বিদ্রোহী ক্লাবগুলোর অবস্থান
বাস্তবতা হলো, প্রথম বিভাগের ২০টি ক্লাবের মধ্যে ৮টি দলবদলে অংশ নেয়নি। এই ক্লাবগুলোর লিগে খেলার সম্ভাবনাও নেই। বিদ্রোহী ক্লাবগুলোর পক্ষে থাকা সংগঠক ও আম্বার স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা জিয়াউর রহমান জানিয়েছেন, বর্তমান বোর্ডের অধীনে তারা খেলবে না এবং সিদ্ধান্তে তারা এখনো অনড়।

প্ল্যান-বি নিয়ে প্রস্তুতি
পরশু সূচি ঘোষণা হলেও বিসিবির ভেতরেও আশঙ্কা আছে—শেষ পর্যন্ত লিগ আয়োজন নাও হতে পারে। বিদ্রোহী ক্লাবগুলোর মত উপেক্ষা করে লিগ করতে গেলে আইনি জটিলতাও তৈরি হতে পারে। সে কারণেই লিগ পুরোপুরি ভেস্তে গেলে বা শুরু হয়ে বন্ধ হয়ে গেলে বিকল্প পরিকল্পনা বা ‘প্ল্যান-বি’ নিয়ে এগোতে চায় বিসিবি।

বিকল্প টুর্নামেন্টের লক্ষ্য
এই পরিকল্পনার মূল লক্ষ্য খেলোয়াড়দের খেলা ও আর্থিক ক্ষতি পুষিয়ে দেওয়া। বিকল্প কোনো টুর্নামেন্ট আয়োজন করে বোর্ড দেখতে চায়, ক্লাবগুলো ছাড়া দেশের ক্রিকেট চালানো সম্ভব কি না। একই সঙ্গে খেলাটিকে জিম্মি করার চেষ্টা করা ক্লাবগুলোর প্রতিও একটি বার্তা দিতে চায় বিসিবি।

পরিচালকদের মনোভাব বদল
পরিচালনা পর্ষদে ক্লাব থেকে আসা অনেক পরিচালক শুরুতে এই ভাবনায় সায় না দিলেও এখন তাঁদের অবস্থান বদলাচ্ছে। সংগঠকদের দ্বন্দ্বে ক্রিকেটাররা ক্ষতিগ্রস্ত হোক, সেটি কেউই চান না। বিসিবির পরিচালক মোখছেদুল কামাল বলেন, লিগই সবার প্রথম পছন্দ, তবে লিগ না হলে বিকল্প টুর্নামেন্ট ছাড়া উপায় থাকবে না।

প্রণোদনা নিয়ে প্রশ্ন
এদিকে ক্লাবগুলোকে আর্থিক প্রণোদনা দেওয়ার রীতি বহুদিনের। বর্তমান বোর্ড সেই প্রণোদনা ৫০ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে। প্রথম বিভাগের ক্লাবগুলো যেখানে আগে ৯ লাখ টাকা পেত, সেখানে এবার পাচ্ছে সাড়ে ১৩ লাখ টাকা। এর সঙ্গে খেলার পোশাকের জন্য বাড়তি অর্থও দেওয়া হচ্ছে। তবে লিগ না খেলার সিদ্ধান্তে অটল থেকেও কিছু ক্লাব এই প্রণোদনা নিয়েছে, যা নিয়ে প্রশ্ন উঠেছে।

ক্রিকেটারদের প্রত্যাশা
ক্রিকেটারদের দৃষ্টিতে লিগ না হলেও খেলায় ফেরার সুযোগটাই মুখ্য। ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন বলেছেন, আর্থিক নিরাপত্তা ও খেলার নিশ্চয়তা থাকলেই তারা সন্তুষ্ট। কোন লিগ বা কোন দলের হয়ে খেলছেন, সেটি তখন গৌণ হয়ে যায়।

জনপ্রিয় সংবাদ

বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দিলে ‘সেভেন সিস্টার্স’ আলাদা করার হুঁশিয়ারি

লিগ অনিশ্চিত হলে বিকল্প টুর্নামেন্টে ভাবছে বিসিবি

১২:৪৩:১৭ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

ঢাকার ক্লাব ক্রিকেটে লিগ আয়োজন নিয়ে অনিশ্চয়তা কাটছে না। বিদ্রোহী ক্লাবগুলোর অনড় অবস্থানের কারণে নির্ধারিত সময়ে লিগ শুরু করা যাচ্ছে না। এমন পরিস্থিতিতে খেলোয়াড়দের খেলা ও আর্থিক স্বার্থ রক্ষায় বিকল্প টুর্নামেন্ট আয়োজনের চিন্তা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

লিগ নিয়ে অনড় অবস্থান
‘খেলা এবার মাঠে গড়াতেই হবে’—দৃঢ় কণ্ঠে এমন মন্তব্য করেছেন বিসিবির পরিচালক ও সিসিডিএমের ভাইস চেয়ারম্যান ফায়াজুর রহমান। ঢাকার ৪৫টি বিদ্রোহী ক্লাব বর্তমান পরিচালনা পর্ষদকে অবৈধ দাবি করে লিগে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে। বিষয়টি নিয়ে কয়েক দফা সমঝোতার চেষ্টা করেও সফল হয়নি বিসিবি। তবে এবার আর ব্যর্থ হতে চান না বোর্ডের এই পরিচালক।

কেন বারবার পেছাচ্ছে লিগ
প্রতি বছর তৃতীয় বিভাগ দিয়ে ঘরোয়া ক্রিকেটের মৌসুম শুরু হলেও এবার পরিস্থিতি ভিন্ন। বিদ্রোহী ৪৫টি ক্লাবের মধ্যে ১৪টি তৃতীয় বিভাগের এবং ৮টি প্রথম বিভাগের। প্রথম বিভাগের বেশির ভাগ ক্লাব লিগ আয়োজনের পক্ষে থাকায় বিসিবি আগে প্রথম বিভাগ ক্রিকেট শুরু করার চেষ্টা করে। কিন্তু বিদ্রোহী ক্লাবগুলোর লিগ বয়কটের সিদ্ধান্তে দুবার তারিখ ঘোষণা করেও খেলা শুরু করা যায়নি। তৃতীয় দফায় আগামীকাল লিগ শুরুর দিন নির্ধারণ করা হয়েছে।

বিদ্রোহী ক্লাবগুলোর অবস্থান
বাস্তবতা হলো, প্রথম বিভাগের ২০টি ক্লাবের মধ্যে ৮টি দলবদলে অংশ নেয়নি। এই ক্লাবগুলোর লিগে খেলার সম্ভাবনাও নেই। বিদ্রোহী ক্লাবগুলোর পক্ষে থাকা সংগঠক ও আম্বার স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা জিয়াউর রহমান জানিয়েছেন, বর্তমান বোর্ডের অধীনে তারা খেলবে না এবং সিদ্ধান্তে তারা এখনো অনড়।

প্ল্যান-বি নিয়ে প্রস্তুতি
পরশু সূচি ঘোষণা হলেও বিসিবির ভেতরেও আশঙ্কা আছে—শেষ পর্যন্ত লিগ আয়োজন নাও হতে পারে। বিদ্রোহী ক্লাবগুলোর মত উপেক্ষা করে লিগ করতে গেলে আইনি জটিলতাও তৈরি হতে পারে। সে কারণেই লিগ পুরোপুরি ভেস্তে গেলে বা শুরু হয়ে বন্ধ হয়ে গেলে বিকল্প পরিকল্পনা বা ‘প্ল্যান-বি’ নিয়ে এগোতে চায় বিসিবি।

বিকল্প টুর্নামেন্টের লক্ষ্য
এই পরিকল্পনার মূল লক্ষ্য খেলোয়াড়দের খেলা ও আর্থিক ক্ষতি পুষিয়ে দেওয়া। বিকল্প কোনো টুর্নামেন্ট আয়োজন করে বোর্ড দেখতে চায়, ক্লাবগুলো ছাড়া দেশের ক্রিকেট চালানো সম্ভব কি না। একই সঙ্গে খেলাটিকে জিম্মি করার চেষ্টা করা ক্লাবগুলোর প্রতিও একটি বার্তা দিতে চায় বিসিবি।

পরিচালকদের মনোভাব বদল
পরিচালনা পর্ষদে ক্লাব থেকে আসা অনেক পরিচালক শুরুতে এই ভাবনায় সায় না দিলেও এখন তাঁদের অবস্থান বদলাচ্ছে। সংগঠকদের দ্বন্দ্বে ক্রিকেটাররা ক্ষতিগ্রস্ত হোক, সেটি কেউই চান না। বিসিবির পরিচালক মোখছেদুল কামাল বলেন, লিগই সবার প্রথম পছন্দ, তবে লিগ না হলে বিকল্প টুর্নামেন্ট ছাড়া উপায় থাকবে না।

প্রণোদনা নিয়ে প্রশ্ন
এদিকে ক্লাবগুলোকে আর্থিক প্রণোদনা দেওয়ার রীতি বহুদিনের। বর্তমান বোর্ড সেই প্রণোদনা ৫০ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে। প্রথম বিভাগের ক্লাবগুলো যেখানে আগে ৯ লাখ টাকা পেত, সেখানে এবার পাচ্ছে সাড়ে ১৩ লাখ টাকা। এর সঙ্গে খেলার পোশাকের জন্য বাড়তি অর্থও দেওয়া হচ্ছে। তবে লিগ না খেলার সিদ্ধান্তে অটল থেকেও কিছু ক্লাব এই প্রণোদনা নিয়েছে, যা নিয়ে প্রশ্ন উঠেছে।

ক্রিকেটারদের প্রত্যাশা
ক্রিকেটারদের দৃষ্টিতে লিগ না হলেও খেলায় ফেরার সুযোগটাই মুখ্য। ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন বলেছেন, আর্থিক নিরাপত্তা ও খেলার নিশ্চয়তা থাকলেই তারা সন্তুষ্ট। কোন লিগ বা কোন দলের হয়ে খেলছেন, সেটি তখন গৌণ হয়ে যায়।