গাজীপুরের টঙ্গীতে সন্ধ্যার ব্যস্ত সময়ে বিকাশ এজেন্টের বিক্রয় প্রতিনিধিকে বুকে গুলি করে প্রায় ১৫ লাখ ৭৭ হাজার টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সময় ও স্থান
শনিবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে টঙ্গীর আনারকলি রোড এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আরিফকে প্রথমে টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানিয়েছেন টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান।

কীভাবে হামলার ঘটনা ঘটে
আহত বিক্রয় প্রতিনিধি আজাদ হোসেন জানান, তিনি ও আরিফ টঙ্গীবাজার ও আশপাশের এলাকার বিভিন্ন বিকাশ এজেন্টের দোকান থেকে টাকা সংগ্রহ করে আনারকলি রোড হয়ে টঙ্গীবাজার সেনাকল্যাণ ভবনের ‘জেএন্ডসন্স’ নামের বিকাশ এজেন্টের অফিসে যাচ্ছিলেন।
মোটরসাইকেলে করে আনারকলি রোডের মাঝামাঝি পৌঁছানোর পর তিনজন দুর্বৃত্ত আরেকটি মোটরসাইকেলে এসে তাদের পথরোধ করে। এ সময় সঙ্গে থাকা টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তারা বাধা দেন।
গুলিবর্ষণ ও লুট
আজাদের ভাষ্য অনুযায়ী, বাধা পেলে দুর্বৃত্তরা আরিফের বুকে একটি গুলি করে। এরপর ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে প্রায় ১৫ লাখ ৭৭ হাজার টাকা ভর্তি ব্যাগটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।

আহতদের অবস্থা
হামলার পর স্থানীয় লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আরিফকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আজাদ প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
পুলিশের বক্তব্য ও তদন্ত
টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান শুরু হয়েছে। তিনি বলেন, অপরাধীদের ধরতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে।
#Gazipur #Tongi #Bikash #Robbery #GunAttack #Crime #Bangladesh #PoliceInvestigation
সারাক্ষণ রিপোর্ট 



















