হাদির মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল রাজশাহী
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর প্রতিবাদে বৃহস্পতিবার গভীর রাতে রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয় ভেঙে ফেলা হয়েছে। বিক্ষোভকারীরা একটি বুলডোজার ব্যবহার করে কার্যালয়টি গুঁড়িয়ে দেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
সাহেব বাজার থেকে শুরু হয় বিক্ষোভ
প্রথমে বিক্ষোভকারীরা সাহেব বাজার জিরো পয়েন্টে জড়ো হন। সেখান থেকে ‘হেজেমনি বিরোধী শিক্ষার্থীরা’ ব্যানারে রাত প্রায় সাড়ে ১১টার দিকে আওয়ামী লীগের কার্যালয়ের দিকে মিছিল নিয়ে অগ্রসর হন। এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জোহা চত্বর থেকে একটি মিছিল বের করা হয়।

শিক্ষার্থী সংগঠন ও সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণ
এই মিছিলে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন। মিছিলটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে নগরীর বিভিন্ন সড়ক অতিক্রম করে শহরের কেন্দ্রে পৌঁছে।
ন্যায়বিচারের দাবি ও হুঁশিয়ারি
সমাবেশ থেকে বক্তারা হাদির হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে রাজশাহী থেকে ভারতের সহকারী হাইকমিশন অপসারণের হুঁশিয়ারিও দেওয়া হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসভাপতি এবং ইসলামী ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ হাদির হত্যার বিচার দাবি পুনর্ব্যক্ত করেন।

স্লোগান ও প্রতিবাদ
বিক্ষোভ চলাকালে আওয়ামী লীগ ও ভারতের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। পরিস্থিতি ঘিরে নগরজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
হাদির মরদেহ দেশে আনার প্রস্তুতি
এদিকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া শরীফ ওসমান বিন হাদির মরদেহ শুক্রবার সন্ধ্যা প্রায় ছয়টা পাঁচ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

সারাক্ষণ রিপোর্ট 



















