প্রবীণ ক্রীড়াপ্রেমী ও বিদ্যুৎ উন্নয়ন খাতের সাবেক শীর্ষ কর্মকর্তা মাসুদ হাসান জামালী আর নেই। সোমবার রাতের দিকে দীর্ঘদিনের শারীরিক জটিলতায় ভুগে তিনি ৯১ বছর বয়সে ইন্তেকাল করেন।
জানাজার ও দাফন
মিডিয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার জোহরের নামাজের পর আজিমপুর কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।
পরিবার ও স্বজন
মৃত্যুকালে তিনি স্ত্রী রওশন আরা মাসুদ, কন্যা রুমানা জামালীসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন।
কর্মজীবন ও অবদান
১৯৫৮ সালে আহসানউল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে তড়িৎ প্রকৌশলে স্নাতক ডিগ্রি অর্জনের পর মাসুদ হাসান জামালী প্রায় তিন দশক পানি ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে দায়িত্ব পালন করেন। কর্মজীবনের শেষ পর্যায়ে তিনি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য জেনারেশন পদ থেকে অবসর নেন।
ক্রীড়াঙ্গনে ভূমিকা
শিক্ষাজীবনে তিনি ফুটবলে ‘ইউনিভার্সিটি ব্লু’ অর্জনের গৌরব লাভ করেন। পরবর্তীতে বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। ক্রীড়া ও প্রশাসন—উভয় ক্ষেত্রেই তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।
সারাক্ষণ রিপোর্ট 


















