শহরে বদলে যাচ্ছে প্রাণীদের আচরণ
নতুন গবেষণায় দেখা গেছে, শহরের বিস্তারের সঙ্গে সঙ্গে বন্যপ্রাণীর আচরণ দ্রুত বদলাচ্ছে। শিয়াল, পাখি ও ছোট স্তন্যপায়ী প্রাণীরা খাদ্য সংগ্রহ ও চলাচলের ধরনে পরিবর্তন আনছে। অনেক প্রাণী দিনে সক্রিয় হচ্ছে, যখন শহর তুলনামূলকভাবে শান্ত থাকে।
বিশেষজ্ঞদের মতে, এই অভিযোজন বাধ্যতামূলক। নির্মাণকাজ, যানবাহন ও আলো দূষণ প্রাকৃতিক পরিবেশ বদলে দিয়েছে। কিছু প্রাণী মানুষের ফেলে দেওয়া খাবারের ওপর নির্ভর করে টিকে থাকলেও অন্যরা ঝুঁকির মুখে পড়ছে।
নগর পরিকল্পনায় সবুজ করিডর ও পরিবেশবান্ধব নকশার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হচ্ছে। সংরক্ষণবিদরা বলছেন, শহরকে যৌথ বাস্তুতন্ত্র হিসেবে দেখতে হবে।
সারাক্ষণ রিপোর্ট 


















