বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু হওয়ার ঠিক এক দিন আগে বড় সংকটে পড়েছে চট্টগ্রাম রয়্যালস। দলটির মালিকানা ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন ফ্র্যাঞ্চাইজিটির মালিকপক্ষ। খেলোয়াড়দের পাওনা অর্থ পরিশোধে ব্যর্থ হওয়ায় বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
মালিকানা ছাড়ার সিদ্ধান্ত
চট্টগ্রাম রয়্যালসের মালিক আবদুল কাইয়ুম বাংলাদেশ প্রিমিয়ার লিগ গভর্নিং কাউন্সিলকে পাঠানো এক চিঠিতে দলটির দায়িত্ব ছেড়ে দেওয়ার কথা জানান। চিঠিতে তিনি স্পষ্ট করেন, স্পনসর জোগাড় করতে না পারা এবং খেলোয়াড়দের বেতন পরিশোধে অক্ষমতার কারণেই তারা আর ফ্র্যাঞ্চাইজি পরিচালনা করতে পারছেন না।
বোর্ডের হাতে দায়িত্ব
বিপিএলের নিয়ম অনুযায়ী, কোনো ফ্র্যাঞ্চাইজি দায়িত্ব পালনে ব্যর্থ হলে সেই দায়িত্ব স্বয়ংক্রিয়ভাবে বোর্ডের ওপর বর্তায়। বিষয়টি নিশ্চিত করে গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান বলেন, তারা ইতোমধ্যে খেলোয়াড়দের সঙ্গে আলোচনা শুরু করেছেন এবং পরিস্থিতি পর্যালোচনা করছেন। নিয়ম অনুযায়ী এখন বোর্ডই দলটির দায়িত্ব নেবে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া ও যোগাযোগ বিভাগের চেয়ারম্যান আমজাদ হোসেনও বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মালিকপক্ষ প্রয়োজনীয় অর্থ পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় বোর্ড বাধ্য হয়ে দলটির নিয়ন্ত্রণ নিচ্ছে। টুর্নামেন্ট শুরুর এত কাছাকাছি সময়ে নতুন মালিক নিয়োগের সুযোগ না থাকায় এটিই একমাত্র বাস্তবসম্মত সিদ্ধান্ত।
শুরুর দিক থেকেই অনিশ্চয়তা
বাংলাদেশ ক্রিকেট বোর্ড চট্টগ্রাম রয়্যালসের ফ্র্যাঞ্চাইজি ত্রিভুজাকার সার্ভিসেসের হাতে দিলেও শুরু থেকেই দলটি নানা অনিশ্চয়তায় ঘেরা ছিল। বিপিএলের নিয়ম অনুযায়ী, টুর্নামেন্ট শুরুর আগে খেলোয়াড়দের চুক্তির অন্তত ২৫ শতাংশ অর্থ পরিশোধ করার বাধ্যবাধকতা রয়েছে। কর্মকর্তাদের মতে, সেই অর্থ পরিশোধ করা হয়নি, যা শেষ পর্যন্ত এই সংকটের মূল কারণ হয়ে দাঁড়ায়।
বিপিএল শুরুর মুখে এমন ঘটনায় দলটির ভবিষ্যৎ এবং খেলোয়াড়দের মানসিক প্রস্তুতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
সারাক্ষণ রিপোর্ট 



















