০২:২০ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
সংযুক্ত আরব আমিরাত–পাকিস্তান সম্পর্ক নতুন উচ্চতায়, বাণিজ্য ও বিনিয়োগে জোর লাইফ এন্ডাওমেন্ট উদ্যোগে গুরুতর রোগীদের নতুন আশার আলো, একশ চল্লিশ রোগীর চিকিৎসায় টেকসই অর্থায়ন শুরু চাঁদপুর–শরীয়তপুর নৌপথে ফেরি চলাচল শুরু, কুয়াশার কারণে ছিল দীর্ঘ বিরতি জুবায়ের রহমান চৌধুরী বাংলাদেশের নতুন প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ ইনকিলাব মঞ্চের রোববার সর্বাত্মক অবরোধ ঘোষণা খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন, চিকিৎসায় কঠিন সময় পার করছেন ঘরে ঢুকে ছাত্রলীগ নেতার বাবা ও চাচাকে কুপিয়ে হত্যা বিজিবির হস্তক্ষেপে জয়পুরহাট সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ করল বিএসএফ জামায়াতের সঙ্গে জোট না করতে নাহিদ ইসলামকে অনুরোধ এনসিপির ৩০ নেতার রিহ্যাব মেলা ২০২৫-এর শেষ দিনে উপচে পড়া ভিড়, স্বপ্নের বাড়ির খোঁজে ক্রেতাদের শেষ মুহূর্তের সিদ্ধান্ত

ভালোবাসায় মোড়া পারিবারিক মুহূর্তে আলিয়ার বড়দিন

ভালোবাসা আর পারিবারিক উষ্ণতায় মোড়া এক আনন্দঘন বড়দিন কাটালেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। স্বামী রণবীর কাপুর ও কন্যা রাহা কাপুরকে সঙ্গে নিয়ে পরিবারের কাছের মানুষদের সান্নিধ্যে উদ্‌যাপিত হলো বড়দিনের দিনটি। মুম্বাইয়ে পরিবারের সঙ্গে কাটানো এই সময়ের ঝলক আলিয়া ভাগ করে নেন সামাজিক মাধ্যমে।

পরিবারের সঙ্গে বড়দিনের উদ্‌যাপন

কালো পোশাকে স্নিগ্ধ ভঙ্গিতে তোলা একগুচ্ছ ছবিতে আলিয়াকে দেখা যায় মায়ের সনি রাজদান, বোন শাহিন ভাট, শাশুড়ি নীতু কাপুর ও ননদ ঋদ্ধিমা কাপুর সাহনির সঙ্গে। ছবির ক্যাপশনে তিনি বড়দিনকে বর্ণনা করেন ভালোবাসায় মোড়া এক মুহূর্ত হিসেবে। পরিবারকে ঘিরে এই নীরব আনন্দই যেন ছিল দিনটির মূল সুর।

দাম্পত্য ও মাতৃত্বের পথে

দুই হাজার বাইশ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন আলিয়া ও রণবীর। একই বছরের নভেম্বরে তাঁদের জীবনে আসে কন্যা রাহা। এরপর থেকে কাজের ব্যস্ততার মাঝেও পরিবারকে সময় দেওয়াই হয়ে উঠেছে তাঁদের অগ্রাধিকার।

সামনে বড় পর্দার নতুন অধ্যায়

সাম্প্রতিক সময়ে আলিয়াকে দেখা গেছে জিগরা ছবিতে। সামনে তাঁর হাতে রয়েছে একাধিক বড় প্রকল্প। ওয়াইআরএফের গুপ্তচর ধারাবাহিকের প্রথম নারী নেতৃত্বাধীন অ্যাকশন ছবি আলফায় তিনি অভিনয় করছেন শর্বরীর সঙ্গে। পাশাপাশি সঞ্জয় লীলা বানসালির মহাকাব্যিক প্রেমকাহিনি লাভ অ্যান্ড ওয়ার ছবিতে রণবীর ও ভিকি কৌশলের সঙ্গে তাঁকে দেখা যাবে। যুদ্ধকালীন প্রেমের টানাপোড়েন ঘিরে নির্মিত এই গল্পে আবেগ ও দ্বন্দ্বের বড় পরিসর থাকছে।

স্টাইল ও উপস্থিতির ধারাবাহিকতা

ডিসেম্বরে এক পুরস্কার অনুষ্ঠানের ছবি ও ভিডিও প্রকাশ করে আলিয়া দেখিয়েছেন সাধারণ দিনেও কীভাবে সহজ স্টাইলে আলাদা হয়ে ওঠা যায়। ক্যামেরার সামনে তাঁর আত্মবিশ্বাসী ভঙ্গি আর নরম সাজ দর্শকদের নজর কেড়েছে।

দীর্ঘ সফল যাত্রার ছাপ

পরিচালক মহেশ ভাট ও অভিনেত্রী সনি রাজদানের কন্যা আলিয়া শিশু শিল্পী হিসেবে পথচলা শুরু করেন। সময়ের সঙ্গে তিনি নিজেকে প্রতিষ্ঠা করেছেন অভিনয়ের বহুমাত্রিকতায়। সমালোচক ও দর্শকপ্রিয়তা দুই দিকেই তাঁর অর্জন উল্লেখযোগ্য, জাতীয় পুরস্কারসহ একাধিক ফিল্মফেয়ার পুরস্কার সেই স্বীকৃতির সাক্ষ্য বহন করে।

জনপ্রিয় সংবাদ

সংযুক্ত আরব আমিরাত–পাকিস্তান সম্পর্ক নতুন উচ্চতায়, বাণিজ্য ও বিনিয়োগে জোর

ভালোবাসায় মোড়া পারিবারিক মুহূর্তে আলিয়ার বড়দিন

১২:১৯:৫০ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫

ভালোবাসা আর পারিবারিক উষ্ণতায় মোড়া এক আনন্দঘন বড়দিন কাটালেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। স্বামী রণবীর কাপুর ও কন্যা রাহা কাপুরকে সঙ্গে নিয়ে পরিবারের কাছের মানুষদের সান্নিধ্যে উদ্‌যাপিত হলো বড়দিনের দিনটি। মুম্বাইয়ে পরিবারের সঙ্গে কাটানো এই সময়ের ঝলক আলিয়া ভাগ করে নেন সামাজিক মাধ্যমে।

পরিবারের সঙ্গে বড়দিনের উদ্‌যাপন

কালো পোশাকে স্নিগ্ধ ভঙ্গিতে তোলা একগুচ্ছ ছবিতে আলিয়াকে দেখা যায় মায়ের সনি রাজদান, বোন শাহিন ভাট, শাশুড়ি নীতু কাপুর ও ননদ ঋদ্ধিমা কাপুর সাহনির সঙ্গে। ছবির ক্যাপশনে তিনি বড়দিনকে বর্ণনা করেন ভালোবাসায় মোড়া এক মুহূর্ত হিসেবে। পরিবারকে ঘিরে এই নীরব আনন্দই যেন ছিল দিনটির মূল সুর।

দাম্পত্য ও মাতৃত্বের পথে

দুই হাজার বাইশ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন আলিয়া ও রণবীর। একই বছরের নভেম্বরে তাঁদের জীবনে আসে কন্যা রাহা। এরপর থেকে কাজের ব্যস্ততার মাঝেও পরিবারকে সময় দেওয়াই হয়ে উঠেছে তাঁদের অগ্রাধিকার।

সামনে বড় পর্দার নতুন অধ্যায়

সাম্প্রতিক সময়ে আলিয়াকে দেখা গেছে জিগরা ছবিতে। সামনে তাঁর হাতে রয়েছে একাধিক বড় প্রকল্প। ওয়াইআরএফের গুপ্তচর ধারাবাহিকের প্রথম নারী নেতৃত্বাধীন অ্যাকশন ছবি আলফায় তিনি অভিনয় করছেন শর্বরীর সঙ্গে। পাশাপাশি সঞ্জয় লীলা বানসালির মহাকাব্যিক প্রেমকাহিনি লাভ অ্যান্ড ওয়ার ছবিতে রণবীর ও ভিকি কৌশলের সঙ্গে তাঁকে দেখা যাবে। যুদ্ধকালীন প্রেমের টানাপোড়েন ঘিরে নির্মিত এই গল্পে আবেগ ও দ্বন্দ্বের বড় পরিসর থাকছে।

স্টাইল ও উপস্থিতির ধারাবাহিকতা

ডিসেম্বরে এক পুরস্কার অনুষ্ঠানের ছবি ও ভিডিও প্রকাশ করে আলিয়া দেখিয়েছেন সাধারণ দিনেও কীভাবে সহজ স্টাইলে আলাদা হয়ে ওঠা যায়। ক্যামেরার সামনে তাঁর আত্মবিশ্বাসী ভঙ্গি আর নরম সাজ দর্শকদের নজর কেড়েছে।

দীর্ঘ সফল যাত্রার ছাপ

পরিচালক মহেশ ভাট ও অভিনেত্রী সনি রাজদানের কন্যা আলিয়া শিশু শিল্পী হিসেবে পথচলা শুরু করেন। সময়ের সঙ্গে তিনি নিজেকে প্রতিষ্ঠা করেছেন অভিনয়ের বহুমাত্রিকতায়। সমালোচক ও দর্শকপ্রিয়তা দুই দিকেই তাঁর অর্জন উল্লেখযোগ্য, জাতীয় পুরস্কারসহ একাধিক ফিল্মফেয়ার পুরস্কার সেই স্বীকৃতির সাক্ষ্য বহন করে।