কক্সবাজার ও হাতিয়ার মধ্যবর্তী সমুদ্রপথে নির্ধারিত ক্ষেপণাস্ত্র মহড়াকে কেন্দ্র করে নৌ চলাচলে সতর্কতা জারি করা হয়েছে। নির্দিষ্ট সময়ে ওই এলাকায় সব ধরনের মাছ ধরার ট্রলার ও নৌযান চলাচল সীমিত রাখতে বলা হয়েছে।
এই সতর্কতার ফলে উপকূলীয় এলাকার জেলেদের স্বাভাবিক মাছ ধরার কার্যক্রম সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। নিরাপত্তার স্বার্থে সমুদ্র এলাকায় অবস্থান না করার অনুরোধ জানানো হয়েছে।
নিরাপত্তা নির্দেশনা জোরদার
নৌযান ও ট্রলার মালিকদের বিকল্প সময় ও রুট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
সারাক্ষণ রিপোর্ট 


















