মানুষের শহরে প্রাণীর জীবন
গবেষকরা জানাচ্ছেন, শহরে সবুজ করিডর বাড়ার সঙ্গে সঙ্গে পাখি ও ছোট স্তন্যপায়ী প্রাণীরা নতুনভাবে মানিয়ে নিচ্ছে। খাদ্য ও বাসস্থানের আচরণে পরিবর্তন দেখা যাচ্ছে। তবে দূষণ ও যানবাহনের ঝুঁকি এখনো বড় সমস্যা।

সহাবস্থানের পথ
নগর কর্তৃপক্ষ বন্যপ্রাণীবান্ধব অবকাঠামো পরীক্ষা করছে। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘমেয়াদি নীতিই টেকসই সমাধান দিতে পারে।

সারাক্ষণ রিপোর্ট 


















