০২:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬
ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের অভিযান নিন্দা করল মেক্সিকো, ‘পরের টার্গেট’ হওয়া এড়াতে সতর্ক শেইনবাউম প্রাচীন ভারতে গণিতচর্চা (পর্ব-৩৫১) সাত বিষয়ে ফেল করায় প্রধান শিক্ষকের কক্ষে তালা দিল বিএনপি নেতার ছেলে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গলা কাটা অবস্থায় স্কুলছাত্রের মরদেহ উদ্ধার রমজান বাজার স্থিতিশীল রাখতে ডাল ও ভোজ্যতেল আমদানির অনুমোদন সরকারের ভেনেজুয়েলার শান্তির নোবেলের বয়ান  শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশায় স্থবির উত্তরাঞ্চল, রংপুর মেডিক্যালে রোগীর চাপ বাড়ছে চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মাছ ব্যবসায়ী নিহত ১৮৪ দেশ পেরিয়ে বাংলাদেশের ইতিহাস গড়লেন নাজমুন নাহার বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর পরিকল্পনা নেই: জাতিসংঘ

বাংলাদেশে চলতি বছরে প্রথমবার বাড়ল স্বর্ণের দাম

টানা তিন দফা মূল্য কমার পর চলতি বছরে প্রথমবারের মতো দেশে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। রোববার রাতে নতুন দামের ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স সমিতি। সোমবার থেকে এই নতুন দর কার্যকর হবে।

নতুন দামে কত বেড়েছে
সমিতির ঘোষণায় জানানো হয়েছে, প্রতি ভরি বাইশ ক্যারেট স্বর্ণের দাম দুই হাজার দুইশ ষোল টাকা বাড়ানো হয়েছে। এতে নতুন দর নির্ধারণ করা হয়েছে দুই লাখ চব্বিশ হাজার নয়শ চল্লিশ টাকা। এক ভরি স্বর্ণের ওজন ধরা হয়েছে এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম।

দাম বাড়ানোর কারণ
বাংলাদেশ জুয়েলার্স সমিতির ভাষ্য অনুযায়ী, স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণের মূল্য বৃদ্ধির প্রভাব বিবেচনায় নিয়ে এই দাম সমন্বয় করা হয়েছে। বাজার পরিস্থিতি ও কাঁচামালের দরের পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রাখতেই নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিভিন্ন ক্যারেটের নতুন দর
নতুন তালিকা অনুযায়ী এক ভরি একুশ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ চৌদ্দ হাজার সাতশ চৌত্রিশ টাকা। আঠারো ক্যারেট স্বর্ণের দাম দাঁড়িয়েছে এক লাখ চুরাশি হাজার আটান্ন টাকা এবং সনাতন স্বর্ণের দাম এক লাখ তিপ্পান্ন হাজার তিনশ তেইশ টাকা।

অতিরিক্ত খরচের বিষয়
স্বর্ণ কেনার সময় ঘোষিত দামের সঙ্গে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ভ্যাট যোগ হবে। পাশাপাশি বাংলাদেশ জুয়েলার্স সমিতি নির্ধারিত ন্যূনতম ছয় শতাংশ মজুরি বা মেকিং চার্জ দিতে হবে। তবে গহনার নকশা ও মানভেদে এই মজুরি ভিন্ন হতে পারে।

চলতি বছরের আগের পরিবর্তন
এর আগে চলতি বছরের এক জানুয়ারি সর্বশেষ স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। সে সময় প্রতি ভরি বাইশ ক্যারেট স্বর্ণের দাম এক হাজার চারশ আটান্ন টাকা কমিয়ে দুই লাখ বাইশ হাজার সাতশ চব্বিশ টাকায় নামানো হয়। নতুন ঘোষণার ফলে এ বছর এখন পর্যন্ত একবার দাম কমেছে এবং একবার বেড়েছে।

গত বছরের চিত্র
দুই হাজার পঁচিশ সালে স্বর্ণের দাম সবচেয়ে বেশি বার সমন্বয় করা হয়। ওই বছরে মোট তিরানব্বই বার দাম পরিবর্তন করা হয়েছিল, যার মধ্যে চৌষট্টি বার দাম বেড়েছে এবং ঊনত্রিশ বার কমেছে।

রুপার দামে কোনো পরিবর্তন নেই
স্বর্ণের দাম বাড়লেও রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে প্রতি ভরি বাইশ ক্যারেট রুপা বিক্রি হচ্ছে পাঁচ হাজার পাঁচশ চল্লিশ টাকায়। একুশ ক্যারেট রুপার দাম পাঁচ হাজার তিনশ সাত টাকা, আঠারো ক্যারেট চার হাজার পাঁচশ ঊনপঞ্চাশ টাকা এবং সনাতন রুপার দাম তিন হাজার তিনশ তিরাশি টাকা নির্ধারিত রয়েছে।

জনপ্রিয় সংবাদ

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের অভিযান নিন্দা করল মেক্সিকো, ‘পরের টার্গেট’ হওয়া এড়াতে সতর্ক শেইনবাউম

বাংলাদেশে চলতি বছরে প্রথমবার বাড়ল স্বর্ণের দাম

১১:৫০:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬

টানা তিন দফা মূল্য কমার পর চলতি বছরে প্রথমবারের মতো দেশে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। রোববার রাতে নতুন দামের ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স সমিতি। সোমবার থেকে এই নতুন দর কার্যকর হবে।

নতুন দামে কত বেড়েছে
সমিতির ঘোষণায় জানানো হয়েছে, প্রতি ভরি বাইশ ক্যারেট স্বর্ণের দাম দুই হাজার দুইশ ষোল টাকা বাড়ানো হয়েছে। এতে নতুন দর নির্ধারণ করা হয়েছে দুই লাখ চব্বিশ হাজার নয়শ চল্লিশ টাকা। এক ভরি স্বর্ণের ওজন ধরা হয়েছে এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম।

দাম বাড়ানোর কারণ
বাংলাদেশ জুয়েলার্স সমিতির ভাষ্য অনুযায়ী, স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণের মূল্য বৃদ্ধির প্রভাব বিবেচনায় নিয়ে এই দাম সমন্বয় করা হয়েছে। বাজার পরিস্থিতি ও কাঁচামালের দরের পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রাখতেই নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিভিন্ন ক্যারেটের নতুন দর
নতুন তালিকা অনুযায়ী এক ভরি একুশ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ চৌদ্দ হাজার সাতশ চৌত্রিশ টাকা। আঠারো ক্যারেট স্বর্ণের দাম দাঁড়িয়েছে এক লাখ চুরাশি হাজার আটান্ন টাকা এবং সনাতন স্বর্ণের দাম এক লাখ তিপ্পান্ন হাজার তিনশ তেইশ টাকা।

অতিরিক্ত খরচের বিষয়
স্বর্ণ কেনার সময় ঘোষিত দামের সঙ্গে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ভ্যাট যোগ হবে। পাশাপাশি বাংলাদেশ জুয়েলার্স সমিতি নির্ধারিত ন্যূনতম ছয় শতাংশ মজুরি বা মেকিং চার্জ দিতে হবে। তবে গহনার নকশা ও মানভেদে এই মজুরি ভিন্ন হতে পারে।

চলতি বছরের আগের পরিবর্তন
এর আগে চলতি বছরের এক জানুয়ারি সর্বশেষ স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। সে সময় প্রতি ভরি বাইশ ক্যারেট স্বর্ণের দাম এক হাজার চারশ আটান্ন টাকা কমিয়ে দুই লাখ বাইশ হাজার সাতশ চব্বিশ টাকায় নামানো হয়। নতুন ঘোষণার ফলে এ বছর এখন পর্যন্ত একবার দাম কমেছে এবং একবার বেড়েছে।

গত বছরের চিত্র
দুই হাজার পঁচিশ সালে স্বর্ণের দাম সবচেয়ে বেশি বার সমন্বয় করা হয়। ওই বছরে মোট তিরানব্বই বার দাম পরিবর্তন করা হয়েছিল, যার মধ্যে চৌষট্টি বার দাম বেড়েছে এবং ঊনত্রিশ বার কমেছে।

রুপার দামে কোনো পরিবর্তন নেই
স্বর্ণের দাম বাড়লেও রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে প্রতি ভরি বাইশ ক্যারেট রুপা বিক্রি হচ্ছে পাঁচ হাজার পাঁচশ চল্লিশ টাকায়। একুশ ক্যারেট রুপার দাম পাঁচ হাজার তিনশ সাত টাকা, আঠারো ক্যারেট চার হাজার পাঁচশ ঊনপঞ্চাশ টাকা এবং সনাতন রুপার দাম তিন হাজার তিনশ তিরাশি টাকা নির্ধারিত রয়েছে।