উত্তাল সমুদ্রে তাকিয়ে কি দেখো-
জল-তরঙ্গ?
ঠোঁটের কোণের ঢেউ
দেখেছে কি-কেউ?
স্নিগ্ধ চুলে শীতল বাতাস,
খেলে যায়-
দুলে ওঠে দুল কানে।
উচু পাহাড়ে দাঁড়িয়ে,
ইচ্ছে কি করে-পাখিদের মত,
নীল আকাশে মেলি ডানা-
গুনে ফিরি অসীম নীল জলরাশির-
অশান্ত ঢেউ?
কি শোনো সমুদ্র শিয়রে
পড়ন্ত বিকেলে- ,
সোনালী আভায় ।
আনমনা কেন করে-
ঐ দূর সমুদ্দুর?
শিবলী আহম্মেদ সুজন 


















