জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসভাপতি মো. রিয়াজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক আবদুল আলিম আরিফ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার যথাক্রমে সভাপতি ও সম্পাদক নির্বাচিত হয়েছেন।

জরুরি সভায় কমিটি গঠন
সোমবার দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সদস্যদের এক জরুরি সভায় দুই হাজার ছাব্বিশ সেশনের জন্য নতুন কমিটি গঠন করা হয়। সভায় শাখার নেতৃত্ব নির্বাচন ও সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়।
নির্বাচন প্রক্রিয়া
নির্বাচন পরিচালনা করেন সংগঠনের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুতাসিম বিল্লাহ শাহেদী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ।

ভোটগ্রহণ ও ফলাফল
সূত্র জানায়, শাখা সভাপতির পদে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়, যেখানে কেন্দ্রীয় সভাপতির স্বাক্ষরযুক্ত ব্যালট ব্যবহার করা হয়। ভোট গণনা শেষে সর্বাধিক ভোট পেয়ে মো. রিয়াজুল ইসলাম সভাপতি নির্বাচিত হন। পরে কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ তাকে শপথ পাঠ করান।
নতুন মনোনয়ন
সদস্যদের সঙ্গে পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি মো. রিয়াজুল ইসলাম শাখা সম্পাদক হিসেবে আবদুল আলিম আরিফকে এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. ইব্রাহিম খলিলকে মনোনীত করেন।
সারাক্ষণ রিপোর্ট 



















