ফেনীর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে অপারেশন থিয়েটারের ভেতরে রান্না করার অভিযোগসহ নানা অনিয়মের ঘটনায় বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় ইতোমধ্যে দুই নার্সকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
তদন্ত কমিটির গঠন ও সরেজমিন কার্যক্রম
চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের নির্দেশে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি সোমবার হাসপাতালে গিয়ে সংশ্লিষ্ট চিকিৎসক ও নার্সদের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ করেছে।
কমিটির প্রধান করা হয়েছে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ফরিদ উদ্দিন চৌধুরীকে। সদস্য হিসেবে রয়েছেন একই হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. রাজিব আহমেদ চৌধুরী। সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন ফেনীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম।

অভিযোগের ধরন ও তদন্তের উদ্দেশ্য
হাসপাতাল সূত্র জানায়, দীর্ঘদিন ধরে চলমান অব্যবস্থাপনা ও অনিয়মের অভিযোগ যাচাই করতেই এই কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে প্রসূতি বিভাগের অপারেশন থিয়েটারের ভেতরে রান্নাঘর স্থাপনের অভিযোগও রয়েছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করবে কমিটি। চলতি সপ্তাহের মধ্যেই প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
দুই নার্সের সাময়িক বরখাস্ত
এ ঘটনার পর রোববার দুইজন জ্যেষ্ঠ স্টাফ নার্সকে সাময়িক বরখাস্ত করা হয়। তারা হলেন নার্সিং সুপারভাইজার কল্পনা রানি মণ্ডল ও সিনিয়র স্টাফ নার্স রানি বালা হালদার। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) এবং স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব মো. আনোয়ার হোসেন আকন্দ পৃথক আদেশে এই বরখাস্তের নির্দেশ দেন।
বরখাস্তের আদেশে উল্লেখ করা হয়
, সামাজিক যোগাযোগমাধ্যমে অপারেশন থিয়েটারের ভেতরে গ্যাসের চুলায় রান্নার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। এই আচরণকে চরম দায়িত্বহীনতা, শৃঙ্খলাভঙ্গ ও সম্পূর্ণ অগ্রহণযোগ্য হিসেবে উল্লেখ করা হয়, যা রোগীর নিরাপত্তা, জনস্বাস্থ্য এবং নার্সিং পেশার সুনামকে মারাত্মকভাবে ঝুঁকির মধ্যে ফেলেছে।
হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য
ফেনী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বরখাস্তের আদেশ তারা পেয়েছেন। তদন্ত কমিটির প্রতিবেদন হাতে পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
জনমনে প্রতিক্রিয়া ও স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা
ঘটনাটি প্রকাশ্যে আসার পর জেলায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। গণমাধ্যমের প্রতিবেদনে অপারেশন থিয়েটারের ভেতরে অস্বাস্থ্যকর পরিবেশে রান্নার কারণে প্রসূতি মা ও নবজাতকের সংক্রমণের ঝুঁকি বেড়ে যাওয়ার আশঙ্কার বিষয়টি সামনে আসে, যা জনস্বাস্থ্য নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
সারাক্ষণ রিপোর্ট 


















