০৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
পিপিপি তালিকা থেকে খুলনার ২৫০ শয্যার হাসপাতাল প্রকল্প প্রত্যাহার জামায়াত নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়ায় দুঃখ প্রকাশ করলেন এবি পার্টির মনজু সুন্দরবন থেকে উদ্ধার হওয়া বাঘটির অবস্থার উন্নতি, চিকিৎসা চলছে টেকনাফে সীমান্ত পেরিয়ে গুলিবর্ষণ: মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করল বাংলাদেশ টঙ্গীর পোশাক কারখানায় হঠাৎ অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক, আতঙ্ক পে কমিশনের প্রতিবেদন জমার তারিখ শিগগিরই জানানো হবে, কাজ চলমান: ড. সালেহউদ্দিন জামায়াত প্রার্থীর বাসার সামনে বোমা বিস্ফোরণ ২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড সাফল্য,পরিচালন মুনাফা ৮ হাজার কোটি টাকা ছাড়াল সিলেটে মাদক কেনার টাকা না পেয়ে দাদিকে হত্যা, নাতি আটক শেরপুর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ বহিষ্কার

নেপালে অস্থিরতার নেপথ্যে বিদেশি গভীর শক্তি, সাবেক পররাষ্ট্রমন্ত্রীর বিস্ফোরক দাবি

নেপালের সাম্প্রতিক সহিংস রাজনৈতিক অস্থিরতার পেছনে বিদেশ থেকে পরিচালিত গভীর শক্তির সক্রিয় ভূমিকা ছিল বলে দাবি করেছেন দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ কুমার গ্যাওয়ালি। তাঁর বক্তব্যে উঠে এসেছে, পরিকল্পিতভাবে বিভ্রান্তি ও গুজব ছড়িয়ে তরুণদের আন্দোলনকে সহিংস রূপ দেওয়া হয়েছিল, যার ফলেই সরকার পতনের পথ তৈরি হয়।

সহিংস আন্দোলন ও সরকারের পতন

গত বছরের সেপ্টেম্বর মাসে নেপালে যে তরুণ প্রজন্মের আন্দোলন ছড়িয়ে পড়ে, তা এক পর্যায়ে ভয়াবহ সহিংসতায় রূপ নেয়। সেই সংঘর্ষে সাতাত্তর জন নিহত হন এবং দুই হাজারের বেশি মানুষ আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি পদত্যাগে বাধ্য হন। সাবেক পররাষ্ট্রমন্ত্রী গ্যাওয়ালি এখন ওলির সেই অভিযোগকেই জোরালোভাবে সমর্থন করছেন যে এই আন্দোলনের পেছনে ছিল বাইরের শক্তির প্রত্যক্ষ মদদ।

New vistas of cooperation will open: Gyawali - The Himalayan Times -  Nepal's No.1 English Daily Newspaper | Nepal News, Latest Politics,  Business, World, Sports, Entertainment, Travel, Life Style News

ভুল তথ্য ছড়িয়ে সহিংসতা উসকে দেওয়ার অভিযোগ

একান্ত সাক্ষাৎকারে গ্যাওয়ালি বলেন, সীমান্ত পেরিয়ে ভুল তথ্য ও বিভ্রান্তিকর প্রচারণা চালিয়ে সহিংসতা উসকে দেওয়া হয়েছে। তাঁর ভাষায়, যেসব গোষ্ঠী বিদেশি গভীর শক্তির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিল, তারাই পরিকল্পিতভাবে পরিস্থিতি ঘোলাটে করে তোলে। তরুণদের আবেগকে কাজে লাগিয়ে রাষ্ট্রের ভেতরে অস্থিতিশীলতা তৈরি করাই ছিল তাদের লক্ষ্য।

ভারত ও চীনের সঙ্গে ঘনিষ্ঠতায় অস্বস্তি

গ্যাওয়ালির মতে, নেপালের কূটনৈতিক অবস্থান বদলানোই কিছু বড় শক্তিকে অস্বস্তিতে ফেলেছিল। ভারত ও চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সেতুবন্ধন হওয়ার যে আকাঙ্ক্ষা কাঠমান্ডু প্রকাশ করছিল, তা সবার পছন্দ হয়নি। নেপালের ভৌগোলিক কৌশলগত অবস্থান নিজেদের স্বার্থে ব্যবহার করতে চাওয়া শক্তিগুলো এই নীতিতে ক্ষুব্ধ হয়েছিল বলেও ইঙ্গিত দেন তিনি।

Nepal's parliament set on fire after PM resigns over anti-corruption  protests - BBC News

তরুণ আন্দোলনে বিদেশি অর্থের অভিযোগ

অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্রভিত্তিক একটি প্রতিষ্ঠানের মাধ্যমে নেপালের তরুণদের প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা দেওয়া হয়েছিল। এসব উদ্যোগের উদ্দেশ্য ছিল তরুণ সমাজকে সংগঠিত করে সরকারবিরোধী আন্দোলন জোরদার করা। অভিযোগ রয়েছে, এই তৎপরতা ভারত ও চীনের প্রভাব কমানোর বৃহত্তর কৌশলের অংশ ছিল।

গভীর শক্তির ভূমিকায় নতুন বিতর্ক

এই সব অভিযোগ সামনে আসার পর নেপালের রাজনীতিতে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। দেশটির অভ্যন্তরীণ আন্দোলনে বিদেশি হস্তক্ষেপ কতটা গভীর ছিল, তা নিয়ে প্রশ্ন উঠছে। সাবেক পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট, নেপালের সাম্প্রতিক অস্থিরতা শুধু ঘরোয়া রাজনীতির ফল নয়, বরং আন্তর্জাতিক শক্তির জটিল হিসাবনিকাশের সঙ্গেও জড়িয়ে আছে।

 

জনপ্রিয় সংবাদ

পিপিপি তালিকা থেকে খুলনার ২৫০ শয্যার হাসপাতাল প্রকল্প প্রত্যাহার

নেপালে অস্থিরতার নেপথ্যে বিদেশি গভীর শক্তি, সাবেক পররাষ্ট্রমন্ত্রীর বিস্ফোরক দাবি

০১:৩৬:১৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬

নেপালের সাম্প্রতিক সহিংস রাজনৈতিক অস্থিরতার পেছনে বিদেশ থেকে পরিচালিত গভীর শক্তির সক্রিয় ভূমিকা ছিল বলে দাবি করেছেন দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ কুমার গ্যাওয়ালি। তাঁর বক্তব্যে উঠে এসেছে, পরিকল্পিতভাবে বিভ্রান্তি ও গুজব ছড়িয়ে তরুণদের আন্দোলনকে সহিংস রূপ দেওয়া হয়েছিল, যার ফলেই সরকার পতনের পথ তৈরি হয়।

সহিংস আন্দোলন ও সরকারের পতন

গত বছরের সেপ্টেম্বর মাসে নেপালে যে তরুণ প্রজন্মের আন্দোলন ছড়িয়ে পড়ে, তা এক পর্যায়ে ভয়াবহ সহিংসতায় রূপ নেয়। সেই সংঘর্ষে সাতাত্তর জন নিহত হন এবং দুই হাজারের বেশি মানুষ আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি পদত্যাগে বাধ্য হন। সাবেক পররাষ্ট্রমন্ত্রী গ্যাওয়ালি এখন ওলির সেই অভিযোগকেই জোরালোভাবে সমর্থন করছেন যে এই আন্দোলনের পেছনে ছিল বাইরের শক্তির প্রত্যক্ষ মদদ।

New vistas of cooperation will open: Gyawali - The Himalayan Times -  Nepal's No.1 English Daily Newspaper | Nepal News, Latest Politics,  Business, World, Sports, Entertainment, Travel, Life Style News

ভুল তথ্য ছড়িয়ে সহিংসতা উসকে দেওয়ার অভিযোগ

একান্ত সাক্ষাৎকারে গ্যাওয়ালি বলেন, সীমান্ত পেরিয়ে ভুল তথ্য ও বিভ্রান্তিকর প্রচারণা চালিয়ে সহিংসতা উসকে দেওয়া হয়েছে। তাঁর ভাষায়, যেসব গোষ্ঠী বিদেশি গভীর শক্তির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিল, তারাই পরিকল্পিতভাবে পরিস্থিতি ঘোলাটে করে তোলে। তরুণদের আবেগকে কাজে লাগিয়ে রাষ্ট্রের ভেতরে অস্থিতিশীলতা তৈরি করাই ছিল তাদের লক্ষ্য।

ভারত ও চীনের সঙ্গে ঘনিষ্ঠতায় অস্বস্তি

গ্যাওয়ালির মতে, নেপালের কূটনৈতিক অবস্থান বদলানোই কিছু বড় শক্তিকে অস্বস্তিতে ফেলেছিল। ভারত ও চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সেতুবন্ধন হওয়ার যে আকাঙ্ক্ষা কাঠমান্ডু প্রকাশ করছিল, তা সবার পছন্দ হয়নি। নেপালের ভৌগোলিক কৌশলগত অবস্থান নিজেদের স্বার্থে ব্যবহার করতে চাওয়া শক্তিগুলো এই নীতিতে ক্ষুব্ধ হয়েছিল বলেও ইঙ্গিত দেন তিনি।

Nepal's parliament set on fire after PM resigns over anti-corruption  protests - BBC News

তরুণ আন্দোলনে বিদেশি অর্থের অভিযোগ

অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্রভিত্তিক একটি প্রতিষ্ঠানের মাধ্যমে নেপালের তরুণদের প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা দেওয়া হয়েছিল। এসব উদ্যোগের উদ্দেশ্য ছিল তরুণ সমাজকে সংগঠিত করে সরকারবিরোধী আন্দোলন জোরদার করা। অভিযোগ রয়েছে, এই তৎপরতা ভারত ও চীনের প্রভাব কমানোর বৃহত্তর কৌশলের অংশ ছিল।

গভীর শক্তির ভূমিকায় নতুন বিতর্ক

এই সব অভিযোগ সামনে আসার পর নেপালের রাজনীতিতে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। দেশটির অভ্যন্তরীণ আন্দোলনে বিদেশি হস্তক্ষেপ কতটা গভীর ছিল, তা নিয়ে প্রশ্ন উঠছে। সাবেক পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট, নেপালের সাম্প্রতিক অস্থিরতা শুধু ঘরোয়া রাজনীতির ফল নয়, বরং আন্তর্জাতিক শক্তির জটিল হিসাবনিকাশের সঙ্গেও জড়িয়ে আছে।