সিলেটের কানাইঘাট উপজেলায় মাদক কেনার জন্য টাকা না পেয়ে নিজের দাদিকে হত্যার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।
ঘটনার স্থান ও সময়
সোমবার গভীর রাতে কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের কালীনগর ধর্মাটিলা গ্রামে এ ঘটনা ঘটে। রাতে বাড়ির ভেতরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে জানায় স্থানীয়রা।
ভুক্তভোগী ও অভিযুক্তের পরিচয়

নিহত বৃদ্ধার নাম আমিরুন নেছা হারি। তাঁর মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। অভিযুক্ত যুবকের নাম আবদুস সামাদ (২০)। তিনি একই গ্রামের বাসিন্দা আকমল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আবদুস সামাদ দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদকে আসক্ত। তাঁর বাবা-মা বিয়ানীবাজার উপজেলায় থাকেন এবং সেখানে এক প্রবাসীর বাড়িতে দেখাশোনার কাজ করেন।
ঘটনার বিবরণ
সোমবার রাতে আবদুস সামাদ তার দাদির কাছে মাদক কেনার জন্য টাকা চাইলে তিনি তা দিতে অস্বীকৃতি জানান। এতে ক্ষুব্ধ হয়ে ওই যুবক পরে দাদির ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে বলে অভিযোগ রয়েছে।
মঙ্গলবার সকালে প্রতিবেশীরা দীর্ঘ সময় সাড়া না পেয়ে ঘরের ভেতরে ঢুকে আমিরুন নেছা হারিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

পুলিশের পদক্ষেপ
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত আবদুস সামাদকে আটক করা হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
সারাক্ষণ রিপোর্ট 



















