ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক ডকইয়ার্ডের নিরাপত্তারক্ষীর মৃত্যু হয়েছে। বুধবার ভোরে বাশুন্ধরা রিভার ভিউ বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ও পরিবার।
নিহতের পরিচয়
নিহত ব্যক্তির নাম আহমেদ দেওয়ান। বয়স ৬০ বছর। তিনি দক্ষিণ পাঙ্গাঁও, কেরানীগঞ্জের বাসিন্দা এবং পাঙ্গাঁও ডকইয়ার্ডে নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত ছিলেন। তিনি মরহুম মোফা দেওয়ানের ছেলে।

ঘটনার বিবরণ
নিহতের মেয়ে রেখা জানান, বুধবার ভোর আনুমানিক সাড়ে পাঁচটার দিকে বালুর মাঠ এলাকায় একদল ছিনতাইকারী তার বাবার পথরোধ করে। এ সময় তারা তার বাবার পেটের বাম পাশে ছুরিকাঘাত করে এবং সঙ্গে থাকা মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

হাসপাতালে মৃত্যু
গুরুতর আহত অবস্থায় আহমেদ দেওয়ানকে সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশের বক্তব্য
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কেরানীগঞ্জ দক্ষিণ থানাকে অবহিত করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সারাক্ষণ রিপোর্ট 



















