টানা তুষারপাত ও বৈরী আবহাওয়ার কারণে শ্রীনগর বিমানবন্দর থেকে আসা–যাওয়ার সব ফ্লাইট বাতিল করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই কাশ্মীর উপত্যকার বিস্তীর্ণ এলাকায় নতুন করে তুষারপাত শুরু হলে বিমান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আবহাওয়া অনুকূলে না আসা পর্যন্ত কোনো ফ্লাইট পরিচালনা সম্ভব নয়।
কাশ্মীরজুড়ে নতুন তুষারপাত
পশ্চিমা ঝঞ্ঝার প্রভাবে রাতভর তুষারপাত হয়েছে কাশ্মীরের বেশির ভাগ এলাকায়। শ্রীনগরসহ উপত্যকার সমতল অঞ্চলে হালকা থেকে মাঝারি তুষার পড়েছে। একই সঙ্গে গুলমার্গ, সোনমার্গ ও পহেলগামের মতো উঁচু পর্যটন এলাকাগুলোতে মাঝারি থেকে ভারী তুষারপাত হয়েছে। পুরো উপত্যকা সাদা চাদরে ঢেকে যাওয়ায় একদিকে যেমন শীতের সৌন্দর্য ফুটে উঠেছে, অন্যদিকে স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

সড়ক ও রেল যোগাযোগে বিপর্যয়
তুষার জমে যাওয়ায় শ্রীনগর–জম্মু জাতীয় সড়কের কাজিগুন্ড থেকে বানিহাল অংশ পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। তুষার সরানোর কাজ চলায় কোনো যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হয়নি। একই কারণে রেল যোগাযোগেও ধাক্কা লেগেছে। বানিহাল থেকে বুদগাম রুটে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে, কারণ লাইনের ওপর জমে থাকা তুষার চলাচলের ঝুঁকি তৈরি করেছে।
বিমান চলাচল পুরোপুরি বন্ধ
শ্রীনগর বিমানবন্দর থেকে মোট পঞ্চাশটি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে পঁচিশটি আগমন ও পঁচিশটি বহির্গমন ফ্লাইট রয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের নিজ নিজ উড়োজাহাজ সংস্থার সঙ্গে যোগাযোগ রেখে বিকল্প ব্যবস্থার খোঁজ নিতে অনুরোধ করেছে। আকস্মিক এই সিদ্ধান্তে বহু পর্যটক ও যাত্রী শ্রীনগর ও আশপাশের এলাকায় আটকা পড়েছেন।
![]()
ভ্রমণকারীদের সহায়তায় প্রশাসন
বৈরী আবহাওয়ার মধ্যে সাধারণ মানুষ ও পর্যটকদের সহায়তায় পুলিশ ও জেলা প্রশাসন নিয়ন্ত্রণ কক্ষ ও হেল্পলাইন চালু করেছে। প্রয়োজনীয় তথ্য, জরুরি সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে রয়েছে প্রশাসনের বিভিন্ন দল।
আবহাওয়ার পূর্বাভাস ও তুষারধস সতর্কতা
আবহাওয়া দপ্তর জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি কিংবা তুষারপাত হতে পারে। কোথাও কোথাও ঝোড়ো হাওয়াসহ ভারী তুষারপাতের আশঙ্কাও রয়েছে। বুধবার কিছু এলাকায় বিচ্ছিন্নভাবে তুষারপাত অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে প্রশাসন জানিয়েছে, দুই হাজার মিটারের বেশি উচ্চতায় একাধিক জেলায় তুষারধসের ঝুঁকি রয়েছে। স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের সতর্ক থাকতে বলা হয়েছে।

সারাক্ষণ রিপোর্ট 



















