০৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
ডাকসু বিতর্কে উত্তাল দেশ, কটূক্তির জেরে বহিষ্কার জামায়াত নেতা সাংবাদিকদের বহনকারী বাসে হামলা, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাল ঢাকা সাংবাদিক ইউনিয়ন মিয়ানমার সীমান্তের গোলাগুলির আঁচ টেকনাফে, গুলিবিদ্ধ দুই কিশোর চলতি বছর পাঁচ কার্গো তরলীকৃত গ্যাস আমদানির সিদ্ধান্ত সরকারের প্রতিরক্ষা সরঞ্জাম সংগ্রহে সিদ্ধান্ত হয়নি, কেবল জমি বরাদ্দ: ফৌজুল কবির টেন্ডার ছাড়াই র‍্যাবের জন্য একশ তেষট্টি যান কিনছে সরকার, প্রগতির ওপর ভরসা রেকর্ড অতিদরিদ্র্যে যুক্তরাজ্য, সবচেয়ে চাপে বাংলাদেশি ও পাকিস্তানি কমিউনিটি নির্বাচনে ভোটের সুবিধায় দুই দিন বন্ধ সব আদালত রমজান সামনে রেখে এক কোটি লিটার সয়াবিন তেল কিনছে সরকার, ব্যয় প্রায় ১৮৬ কোটি টাকা নারী হেনস্তার অভিযোগে সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের নারী সমাবেশ ৩১ জানুয়ারি

শ্রীনগরে তুষারঝড়ে আকাশপথ বন্ধ, বাতিল সব ফ্লাইট, অচল সড়ক ও রেল যোগাযোগ

টানা তুষারপাত ও বৈরী আবহাওয়ার কারণে শ্রীনগর বিমানবন্দর থেকে আসা–যাওয়ার সব ফ্লাইট বাতিল করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই কাশ্মীর উপত্যকার বিস্তীর্ণ এলাকায় নতুন করে তুষারপাত শুরু হলে বিমান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আবহাওয়া অনুকূলে না আসা পর্যন্ত কোনো ফ্লাইট পরিচালনা সম্ভব নয়।

কাশ্মীরজুড়ে নতুন তুষারপাত

পশ্চিমা ঝঞ্ঝার প্রভাবে রাতভর তুষারপাত হয়েছে কাশ্মীরের বেশির ভাগ এলাকায়। শ্রীনগরসহ উপত্যকার সমতল অঞ্চলে হালকা থেকে মাঝারি তুষার পড়েছে। একই সঙ্গে গুলমার্গ, সোনমার্গ ও পহেলগামের মতো উঁচু পর্যটন এলাকাগুলোতে মাঝারি থেকে ভারী তুষারপাত হয়েছে। পুরো উপত্যকা সাদা চাদরে ঢেকে যাওয়ায় একদিকে যেমন শীতের সৌন্দর্য ফুটে উঠেছে, অন্যদিকে স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

Srinagar receives season's first snowfall, all flights cancelled for the  day - The Hindu

সড়ক ও রেল যোগাযোগে বিপর্যয়

তুষার জমে যাওয়ায় শ্রীনগর–জম্মু জাতীয় সড়কের কাজিগুন্ড থেকে বানিহাল অংশ পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। তুষার সরানোর কাজ চলায় কোনো যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হয়নি। একই কারণে রেল যোগাযোগেও ধাক্কা লেগেছে। বানিহাল থেকে বুদগাম রুটে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে, কারণ লাইনের ওপর জমে থাকা তুষার চলাচলের ঝুঁকি তৈরি করেছে।

বিমান চলাচল পুরোপুরি বন্ধ

শ্রীনগর বিমানবন্দর থেকে মোট পঞ্চাশটি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে পঁচিশটি আগমন ও পঁচিশটি বহির্গমন ফ্লাইট রয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের নিজ নিজ উড়োজাহাজ সংস্থার সঙ্গে যোগাযোগ রেখে বিকল্প ব্যবস্থার খোঁজ নিতে অনুরোধ করেছে। আকস্মিক এই সিদ্ধান্তে বহু পর্যটক ও যাত্রী শ্রীনগর ও আশপাশের এলাকায় আটকা পড়েছেন।

J-K: NH-44 closed, Srinagar flights cancelled due to heavy snowfall

ভ্রমণকারীদের সহায়তায় প্রশাসন

বৈরী আবহাওয়ার মধ্যে সাধারণ মানুষ ও পর্যটকদের সহায়তায় পুলিশ ও জেলা প্রশাসন নিয়ন্ত্রণ কক্ষ ও হেল্পলাইন চালু করেছে। প্রয়োজনীয় তথ্য, জরুরি সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে রয়েছে প্রশাসনের বিভিন্ন দল।

আবহাওয়ার পূর্বাভাস ও তুষারধস সতর্কতা

আবহাওয়া দপ্তর জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি কিংবা তুষারপাত হতে পারে। কোথাও কোথাও ঝোড়ো হাওয়াসহ ভারী তুষারপাতের আশঙ্কাও রয়েছে। বুধবার কিছু এলাকায় বিচ্ছিন্নভাবে তুষারপাত অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে প্রশাসন জানিয়েছে, দুই হাজার মিটারের বেশি উচ্চতায় একাধিক জেলায় তুষারধসের ঝুঁকি রয়েছে। স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের সতর্ক থাকতে বলা হয়েছে।

Amid severe snowfall all flights to Srinagar cancelled, railway operations  disrupted, highways jammed - BusinessToday

 

জনপ্রিয় সংবাদ

ডাকসু বিতর্কে উত্তাল দেশ, কটূক্তির জেরে বহিষ্কার জামায়াত নেতা

শ্রীনগরে তুষারঝড়ে আকাশপথ বন্ধ, বাতিল সব ফ্লাইট, অচল সড়ক ও রেল যোগাযোগ

০৬:২২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬

টানা তুষারপাত ও বৈরী আবহাওয়ার কারণে শ্রীনগর বিমানবন্দর থেকে আসা–যাওয়ার সব ফ্লাইট বাতিল করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই কাশ্মীর উপত্যকার বিস্তীর্ণ এলাকায় নতুন করে তুষারপাত শুরু হলে বিমান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আবহাওয়া অনুকূলে না আসা পর্যন্ত কোনো ফ্লাইট পরিচালনা সম্ভব নয়।

কাশ্মীরজুড়ে নতুন তুষারপাত

পশ্চিমা ঝঞ্ঝার প্রভাবে রাতভর তুষারপাত হয়েছে কাশ্মীরের বেশির ভাগ এলাকায়। শ্রীনগরসহ উপত্যকার সমতল অঞ্চলে হালকা থেকে মাঝারি তুষার পড়েছে। একই সঙ্গে গুলমার্গ, সোনমার্গ ও পহেলগামের মতো উঁচু পর্যটন এলাকাগুলোতে মাঝারি থেকে ভারী তুষারপাত হয়েছে। পুরো উপত্যকা সাদা চাদরে ঢেকে যাওয়ায় একদিকে যেমন শীতের সৌন্দর্য ফুটে উঠেছে, অন্যদিকে স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

Srinagar receives season's first snowfall, all flights cancelled for the  day - The Hindu

সড়ক ও রেল যোগাযোগে বিপর্যয়

তুষার জমে যাওয়ায় শ্রীনগর–জম্মু জাতীয় সড়কের কাজিগুন্ড থেকে বানিহাল অংশ পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। তুষার সরানোর কাজ চলায় কোনো যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হয়নি। একই কারণে রেল যোগাযোগেও ধাক্কা লেগেছে। বানিহাল থেকে বুদগাম রুটে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে, কারণ লাইনের ওপর জমে থাকা তুষার চলাচলের ঝুঁকি তৈরি করেছে।

বিমান চলাচল পুরোপুরি বন্ধ

শ্রীনগর বিমানবন্দর থেকে মোট পঞ্চাশটি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে পঁচিশটি আগমন ও পঁচিশটি বহির্গমন ফ্লাইট রয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের নিজ নিজ উড়োজাহাজ সংস্থার সঙ্গে যোগাযোগ রেখে বিকল্প ব্যবস্থার খোঁজ নিতে অনুরোধ করেছে। আকস্মিক এই সিদ্ধান্তে বহু পর্যটক ও যাত্রী শ্রীনগর ও আশপাশের এলাকায় আটকা পড়েছেন।

J-K: NH-44 closed, Srinagar flights cancelled due to heavy snowfall

ভ্রমণকারীদের সহায়তায় প্রশাসন

বৈরী আবহাওয়ার মধ্যে সাধারণ মানুষ ও পর্যটকদের সহায়তায় পুলিশ ও জেলা প্রশাসন নিয়ন্ত্রণ কক্ষ ও হেল্পলাইন চালু করেছে। প্রয়োজনীয় তথ্য, জরুরি সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে রয়েছে প্রশাসনের বিভিন্ন দল।

আবহাওয়ার পূর্বাভাস ও তুষারধস সতর্কতা

আবহাওয়া দপ্তর জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি কিংবা তুষারপাত হতে পারে। কোথাও কোথাও ঝোড়ো হাওয়াসহ ভারী তুষারপাতের আশঙ্কাও রয়েছে। বুধবার কিছু এলাকায় বিচ্ছিন্নভাবে তুষারপাত অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে প্রশাসন জানিয়েছে, দুই হাজার মিটারের বেশি উচ্চতায় একাধিক জেলায় তুষারধসের ঝুঁকি রয়েছে। স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের সতর্ক থাকতে বলা হয়েছে।

Amid severe snowfall all flights to Srinagar cancelled, railway operations  disrupted, highways jammed - BusinessToday