থাইল্যান্ডকে ৩৯ রানে হারিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল মঞ্চ থেকে মাত্র এক ধাপ দূরে পৌঁছে গেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। বাছাইপর্বের সুপার সিক্স পর্বে টানা পঞ্চম জয় তুলে নিয়ে নিগার সুলতানার দল এখন বিশ্বকাপের টিকিট প্রায় নিশ্চিত করার অবস্থানে।
অপরাজেয় ধারায় টাইগ্রেসরা
মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। প্রথম বলেই শূন্য রানে ফিরেন দিলারা আক্তার, অল্প সময়ের ব্যবধানে সাজঘরে ফেরেন শারমিন আক্তারও। মাত্র বারো রানে দুই উইকেট হারিয়ে ধাক্কা খায় ইনিংস।
সেই সংকট মুহূর্তে দায়িত্ব নেন সোবহানা মোস্তারি ও জুয়ারিয়া ফেরদৌস। দুজনের দৃঢ় ও সাহসী জুটিতে ঘুরে দাঁড়ায় দল। তৃতীয় উইকেটে তাদের শতাধিক রানের জুটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।

ব্যাটে সোবহানা–জুয়ারিয়ার দৃঢ়তা
ম্যাচসেরার পুরস্কার জেতা সোবহানা মোস্তারি খেলেন ঝকঝকে ৫৯ রানের ইনিংস। মাত্র বেয়াল্লিশ বলের এই ইনিংসে ছিল চারটি চার ও দুটি ছক্কা। অন্য প্রান্তে শান্ত ও পরিপক্ক ব্যাটিংয়ে ৫৬ রান করেন উইকেটকিপার জুয়ারিয়া ফেরদৌস। শেষ দিকে ঋতু মনির ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৮ উইকেটে ১৬৫ রান।
বোলিংয়ে দাপট, থাইল্যান্ড থামল ১২৬-এ
লক্ষ্য তাড়া করতে নেমেই চাপে পড়ে থাইল্যান্ড। ইনিংসের প্রথম বলেই মারুফা আক্তারের শিকার হন সুয়ানান খিয়াওতো। মাঝখানে নাথাকান চন্থাম ও অধিনায়ক নারুয়েমল চাইওয়াই কিছুটা লড়াই করলেও বাড়তে থাকা রানরেটের চাপ সামলাতে পারেনি থাই ব্যাটিং লাইনআপ।
মারুফা আক্তার তিন উইকেট নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখেন। স্পিন আক্রমণে শর্ণা আক্তার ও ঋতু মনি নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে জয় নিশ্চিত করেন।

বিশ্বকাপ নিশ্চিত হওয়ার অপেক্ষা
এই জয়ে বাংলাদেশ নারী দল বিশ্বকাপের মূল পর্বে ওঠার দোরগোড়ায়। নেদারল্যান্ডস যদি যুক্তরাষ্ট্রকে হারায়, তাহলে আর কোনো হিসাব ছাড়াই নিশ্চিত হবে বিশ্বকাপ। অন্যথায় বাকি দুই ম্যাচের একটি জয় কিংবা একটি ম্যাচ ভেসে গেলে ও টিকিট মিলবে টাইগ্রেসদের।
সারাক্ষণ রিপোর্ট 



















