নির্বাচনী মাঠে ধর্মীয় আবেগকে পুঁজি করে ভোট আদায়ের অভিযোগে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে সরব হয়েছে বিএনপি। দলটির দাবি, ভোটের সময় ধর্মকে হাতিয়ার বানানো এবং অর্থের প্রলোভন দেখিয়ে ভোট কেনার চেষ্টা গণতান্ত্রিক রাজনীতির জন্য বিপজ্জনক ইঙ্গিত।
বুধবার গুলশানে বিএনপির নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন বলেন, জামায়াত একসময় ক্ষমতায় থেকেও দুর্নীতি নিয়ে নীরব ছিল। অথচ এখন তারাই নৈতিকতার কথা বলছে, যা রাজনৈতিক দ্বিচারিতার স্পষ্ট উদাহরণ।
বিএনপির অভিযোগ, নির্বাচনী প্রচারে ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা চলছে। কোথাও পবিত্র কোরআনে শপথ করানো, কোথাও স্বর্গের প্রলোভন, আবার কোথাও মোবাইল আর্থিক সেবার মাধ্যমে অর্থ দেওয়ার প্রস্তাব—সব মিলিয়ে পরিস্থিতি উদ্বেগজনক বলে মনে করছে দলটি।
এদিকে বগুড়ায় একটি জনসভায় দেওয়া কিছু প্রতিশ্রুতিকেও বিভ্রান্তিকর বলে দাবি করেছে বিএনপি। তাদের ভাষ্য, যেসব উন্নয়ন সিদ্ধান্ত ইতোমধ্যে সরকারের অনুমোদন পেয়েছে, সেগুলোকে নতুন প্রতিশ্রুতি হিসেবে উপস্থাপন করে ভোটারদের বিভ্রান্ত করা হচ্ছে।
একই সঙ্গে নওগাঁর সাপাহারে এক মসজিদের মুয়াজ্জিনকে রাজনৈতিক চাপের মুখে চাকরি থেকে সরিয়ে দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে বিএনপি। দলটি বলছে, এটি একজন নাগরিকের গণতান্ত্রিক অধিকার লঙ্ঘনের নজির।
সব মিলিয়ে বিএনপির বক্তব্য, নির্বাচনকে ঘিরে এমন কর্মকাণ্ড শুধু আচরণবিধির লঙ্ঘন নয়, বরং গণতান্ত্রিক পরিবেশের জন্যও হুমকি। পরিস্থিতি সামাল দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও নিরপেক্ষ পদক্ষেপের আহ্বান জানিয়েছে দলটি।
সারাক্ষণ রিপোর্ট 


















