বাংলাদেশের স্বাধীনতার পর থেকে দীর্ঘ ৫৪ বছর ধরে দেশটি লুটপাট ও দুর্নীতির শিকার হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি দাবি করেন, এ সময়ের মধ্যে তিনটি রাজনৈতিক দল দেশ শাসন করে জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। আসন্ন জাতীয় নির্বাচনে জামায়াতকে রাষ্ট্র পরিচালনার সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।
চাঁদপুরে নির্বাচনী সমাবেশ
শনিবার চাঁদপুরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন মিয়া গোলাম পরওয়ার। এই সমাবেশটি অনুষ্ঠিত হয় চাঁদপুর-৩ (সদর–হাইমচর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী মো. শাহজাহান মিয়ার পক্ষে। তিনি ভোটারদের আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জামায়াতের প্রতীক ‘দাঁড়িপাল্লা’তে ভোট দেওয়ার আহ্বান জানান।
নারী সমর্থকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ
পরওয়ার অভিযোগ করেন, জামায়াতের নারী সমর্থকদের বিরুদ্ধে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। তিনি বলেন, নির্বাচনের আগে যদি মায়েদের সম্মানহানি করা হয়, তাহলে নির্বাচনের পর পুরো দেশই নিরাপদ থাকবে না। তিনি দাবি করেন, দেশের মা-বোনদের মর্যাদা রক্ষা ও দেশের নিরাপত্তা নিশ্চিত করতে জামায়াতকে ভোট দেওয়া প্রয়োজন।
জুলাই আন্দোলনের প্রসঙ্গ ও জনসমর্থন
তিনি জুলাই আন্দোলনের কথা উল্লেখ করে বলেন, নিহত ও আহতদের আত্মত্যাগ যেন বৃথা না যায়, সেদিকে সবাইকে সচেতন থাকতে হবে। তার দাবি, গ্রামাঞ্চলে দিন দিন জামায়াতে ইসলামীর প্রতি জনসমর্থন বাড়ছে।
শাসক দলগুলোর বিরুদ্ধে অভিযোগ
মিয়া গোলাম পরওয়ার তিনটি প্রধান রাজনৈতিক দলের বিরুদ্ধে নৈতিকতা, দেশপ্রেম ও প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ তোলেন। তিনি বলেন, দুর্নীতি, রাজনৈতিক দমন-পীড়ন, বিচার বিভাগের দুর্বলতা এবং বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচারের মাধ্যমে দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তার ভাষায়, ৫৪ বছরের অপশাসনের পর জনগণ পরিবর্তন চায় এবং জামায়াত ন্যায় ও ইনসাফভিত্তিক সরকার প্রতিষ্ঠা করবে, যেখানে সবাই নিরাপদে বসবাস করতে পারবে।
ভোটের দিন সতর্ক থাকার আহ্বান
তিনি ভোটারদের ভোটের দিন সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, প্রতিটি ভোটকেন্দ্রে অন্তত ২০০ জনের উপস্থিতি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে নির্বাচন কমিশনের প্রতি সিসিটিভি ক্যামেরা, পুলিশের বডি ক্যামেরা ব্যবহার এবং সেনাবাহিনী মোতায়েনের দাবি জানান, যাতে ব্যালট ছিনতাই বা কেন্দ্র দখলের ঘটনা না ঘটে।
অন্যান্য বক্তাদের বক্তব্য
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। তিনি বলেন, যেসব দল দুর্নীতিতে জড়িত, তারা দেশের নিরাপত্তা নিশ্চিত করতে অক্ষম। তার মতে, ইসলাম ও ন্যায়বিচারের প্রতি প্রতিশ্রুতিবদ্ধরাই কেবল দেশ রক্ষা করতে পারে।
সমাবেশের আয়োজন ও অন্যান্য কর্মসূচি
সমাবেশে সভাপতিত্ব করেন চাঁদপুর শহর জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খান। এতে ১১ দলীয় জোটের স্থানীয় নেতাকর্মী ও প্রার্থীরা উপস্থিত ছিলেন। এর আগে মিয়া গোলাম পরওয়ার ফরিদগঞ্জে আরেকটি নির্বাচনী সমাবেশে বক্তব্য দেন এবং একই দিনে চাঁদপুর-১ আসনে আরও একটি সমাবেশে যোগ দেওয়ার কথা ছিল।
সারাক্ষণ রিপোর্ট 


















