সারাক্ষণ ডেস্ক
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে ঢাকার নয়াপল্টনে বিএনপির সমাবেশ চলছে। নয়াপল্টনে বিএনপির সমাবেশে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত আছেন। বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আজকের এই সমাবেশটিতে এসে উপস্থিত হয়েছেন।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতারা বলেন, খালেদা জিয়া হল জাতীয়তাবাদী ঐক্যের প্রতীক,তাকে ঘিরেই আবর্তিত হচ্ছে বিএনপির সামগ্রীক রাজনীতি। নেত্রীকে নিয়ে বাড়তি আবেগ রয়েছে নেতাকর্মীদের মাঝে।
বিএনপির নেতারা সমাবেশে আরও অভিযোগ করছেন ,মিথ্যা মামলায় খালেদা জিয়া সাজা দেওয়া হয়েছে এবং খালেদা জিয়া রাজনৈতিক প্রতিহিংসার স্বীকার।এই রাজনৈতিক প্রতিহিংসার কারণে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বেগম খালেদা জিয়া।