পৃথিবীতে মানুষকে সফল হতে হলে সব ক্ষেত্রে নেতৃত্বের গুনাবলী অর্জন করতে হয়। নেতা মানে কখনও এই নয় যে সে অন্যকে নেতৃত্ব দিবে। নিজের প্রতিটি কাজের নেতাও নিজেকে হতে হয়। এ কারণে জীবনে সব থেকে বেশি প্রয়োজন নেতৃত্বের গুনগুলো নিজের জীবনা চারণের মধ্যে নিয়ে আসা। মানুষ দীর্ঘ অভিজ্ঞতা ও সফল মানুষের জীবন বিশ্লেষণ করে নেতৃত্বের নানান গুন বা আচরণ নির্ধারণ করেছে।

সারাক্ষণে ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে তেমনি কিছু স্মার্ট নেতা হবার গুনাবলী । 
কাজই আপনাকে নেতা তৈরি করবে
যেখানে আপনি কাজ করুন না কেন, এবং যে কাজই হোক না কেন, সেখানে আপনি নিজেকে একজন সম্পদে পরিণত করুণ। নিজেই সম্পদ হোন।
সাধারণত তিনভাবে এটা করা যেতে পারে, প্রথমত, যে কাজটি আপনি করছেন, ওই কাজটি প্রতিমুহূর্তে ভালো করে শেখার চেষ্টা করুন। প্রতিদিন যা শিখছেন সেটা নিজের কাজে প্রয়োগ করুন।

দ্বিতীয়ত, কখনো অলস হবেন না। নিজের কাজটি কৌশলে অন্যের ঘাড়ে চাপাবেন না। আর কাজ নিয়ে কখনও মানসিক চাপ নেবেন না। এবং সর্বোচ্চ যোগ্যতা দেখানোর চেষ্টা করুন।

তৃতীয়ত, যোগাযোগের ক্ষমতা বাড়ানোর চেষ্টা করুন, অন্যকে বোঝার ও তার কথা মন দিয়ে শোনার চেষ্টা করুণ- এটা যোগাযোগ বাড়ানোর অন্যতম একটি উপায়।

মনে রাখা দরকার যে কাজের মাধ্যমে আপনি ভবিষ্যতে নেতা হবেন সেই কাজের জন্যে টেকনিকাল দক্ষতার থেকে আপনার কাজের প্রতি আন্তরিক হওয়াই মূলত ভবিষ্যতে কাজের মাধ্যমে আপনাকে একজন নেতা তৈরি করবে।
Sarakhon Report 



















