০৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
মুদ্রাস্ফীতির সময় টিআইপিএস বন্ডের সীমাবদ্ধতা  আফগান-পাকিস্তান আলোচনায় অচলাবস্থা: সীমান্তে আবারও সংঘাতের আশঙ্কা দুবাই মেট্রোর ব্লু লাইন নির্মাণে নতুন ১০টির বেশি সড়ক পরিবর্তন ‘ঠান্ডায় খাও, জ্বরে উপোস’—প্রচলিত ধারণার পেছনের আসল সত্য সালউইন নদীর হত্যাযজ্ঞ: টিকে থাকার লড়াইয়ে কারেন জনগোষ্ঠী বিকল হয়ে যাওয়া কিডনি অর্ধেকই সুস্থ করা যায় ইন্দোনেশিয়ার প্রয়াত স্বৈরশাসক সুহার্তোকে জাতীয় বীর ঘোষণা অস্ট্রেলিয়ার ঘোড়দৌড় প্রশিক্ষক অ্যান্ড্রিয়া লিকের লক্ষ্য ‘কিন এনাফ’-এর কাপ জয় ফিলিপাইনে ফাং-ওয়াংয়ের আঘাতে বিপর্যস্ত লুজন দ্বীপ: এখন প্রবল বৃষ্টি ও পানির মধ্যে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ কমান্ডার নিহত

সকল প্লাটফর্মেই কাজ করতে চাই : ইসরাত জাহান

  • Sarakhon Report
  • ০১:৫৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪
  • 59

রেজাই রাব্বী

ইসরাত জাহান পুতুল।ছোট থেকেই যুক্ত ছিলেন থিয়েটারের সাথে ।যার ভালো লাগতো গান গাইতে, নাচ করতে,অভিনয় দেখতে।সম্প্রতি তার ক্যারিয়ার প্রসঙ্গে কথা হয় সারাক্ষণ’র বিনোদন প্রতিবেদকের সাথে—

অভিনয়ের সঙ্গে যুক্ত হওয়ার গল্প জানতে চাই—

অভিনয় জীবনের যাত্রা শুরু মিরপুরের বর্ণমালা গ্রুপ থিয়েটার থেকে । বাবার চাকরির সুবাদে ফরিদপুর যাওয়া হয়, সেখানেও থিয়েটারে যুক্ত ছিলাম । যেহেতু স্কুলের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হতো সেখানে দেখা যেত প্রতিযোগিতার জন্য হলেও বিভিন্ন কিছু শিখতে হতো এবং আমারও কিছু ইচ্ছে ছিল। সেখানে ফরিদপুর থিয়েটার, বৈশাখী থিয়েটার, ডাউন থিয়েটার গুলোতে কাজ করতাম । ডাউন থিয়েটার আবার প্রত্যেকটা থিয়েটার থেকে কর্মী নিয়ে একটা শো করতেন বছরে । তো ওইখানেও অভিনয় করতাম । খুব ইচ্ছে ছিল আমি ঢাকায় শিল্পকলার যে বড় বড় দলগুলো আছে সেখানে কাজ করব। আমি নিজে নিজেই বড় আপুদের সাথে, বড় ভাইদের সাথে কথা বলে শিল্পকলায় আসি। সেখানে প্রতি বছর বছর নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয় এবং নতুন কর্মী নেয়া হয় । এরকম বিজ্ঞপ্তি দেখে আমি দৃষ্টিপাত নাট্য সংসদ নামে একটা গ্রুপ থিয়েটার দলে ভর্তি ফরম জমা দেই সেখানে এবং গ্রুমিং করা হয়, তারপর সেখানে সদস্য হিসেবে ভর্তি হলাম । এর এক বছর হওয়ার পরে পূর্ণ সদস্য পদ লাভ করি এরপর নিয়মিত কাজ করি ।

সাম্প্রতিক সময়ে কি কি কাজ নিয়ে ব্যস্ত আছেন?

সম্প্রতি টিভি মিডিয়াতে রেগুলার কাজ করছি বর্তমানে আমার একটা ধারাবাহিক যাচ্ছে এনটিভিতে সপ্তাহে তিন দিন সোম, মঙ্গল ও বুধবার রাত ৯ঃ৪০ মিনিটে এবং তার পাশাপাশি বৈশাখীতে একটা ধারাবাহিকের শুটিং শেষ হল এই ধারাবাহিক টার নাম হল ‘বোকা প্রেম’।

বিজ্ঞাপণ চিত্রে কাজ করেছেন?

হ্যাঁ, বিজ্ঞাপনে কাজ করেছি । নাদিয়া ফার্নিচারের ওভিসি, ডাচ—বাংলা ব্যাংকের শিক্ষাবৃত্তি সহ আরো অনেক কাজ করেছি ।

উপস্থাপনার পরিকল্পনা আছে কি না?

অনেকেই বলে উপস্থাপক হিসেবে কাজ করতে পারো । আমারও চেষ্টা আছে উপস্থাপক হিসেবে কাজ করার । সম্প্রতি একটা চ্যানেল থেকে ডাক পেয়েছি দেখা যাক বাকিটুকু ।

আপনার ক্যারিয়ারের সেরা কাজ কোনটি?

প্রত্যেকটা কাজই ভালো লাগে। তার পরেও দর্শক যেটা ভালোভাবে নেয় সেটাই আমার কাছে সবচেয়ে সেরা । এখন ইন্টারনেটের যুগ একটা নাটক কাটিং করে ফেসবুকে যখন ওটা ছড়িয়ে দেয় এবং যেটা ভাইরাল হয় অবশ্যই সেটা ভালো লাগে । আমারও এমন দুই—তিনটা নাটকের কাটিং খুব ভাইরাল হয়েছে । দর্শক যখন এগুলো দেখে বলে যে তোমার এই দৃশ্যটা ভালো হয়েছে তখন ভালো লাগে। গ্লোবাল টিভির ‘রূপকথা নয়’ গ্রামের গর্ভবতী মহিলার চরিত্রে অভিনয় করেছি ওই দৃশ্যটা খুব ভালো লেগেছে, আবার মঈন খানের ‘প্রেম করেছি বেশ করেছি’ সেটাও ব্যাপক ভাইরাল হয়েছে।


পাঁচ বছর পর নিজেকে কিভাবে দেখতে চান?

কাজ করছি প্রায় আট বছর হল মাঝখানে করোনায় তিনটা বছর গ্যাপ দিয়েছে। শুরুতে আমি উৎসাহনীয় কাজটা করতাম। এখন রেগুলার কাজ করার ইচ্ছা আছে এবং ভাবছি যে বিভিন্ন গল্পের প্রধান চরিত্রে কাজ করবো । এবং আমি আমার জায়গাটাকে আরও শক্ত করতে চাই। পাঁচ বছর পর আমি চাই সবাই আমাকে চিনুক এবং ভালো গল্পের কাজ করে মানুষের পছন্দের শীর্ষে থাকতে চাই।

জনপ্রিয় সংবাদ

মুদ্রাস্ফীতির সময় টিআইপিএস বন্ডের সীমাবদ্ধতা 

সকল প্লাটফর্মেই কাজ করতে চাই : ইসরাত জাহান

০১:৫৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪

রেজাই রাব্বী

ইসরাত জাহান পুতুল।ছোট থেকেই যুক্ত ছিলেন থিয়েটারের সাথে ।যার ভালো লাগতো গান গাইতে, নাচ করতে,অভিনয় দেখতে।সম্প্রতি তার ক্যারিয়ার প্রসঙ্গে কথা হয় সারাক্ষণ’র বিনোদন প্রতিবেদকের সাথে—

অভিনয়ের সঙ্গে যুক্ত হওয়ার গল্প জানতে চাই—

অভিনয় জীবনের যাত্রা শুরু মিরপুরের বর্ণমালা গ্রুপ থিয়েটার থেকে । বাবার চাকরির সুবাদে ফরিদপুর যাওয়া হয়, সেখানেও থিয়েটারে যুক্ত ছিলাম । যেহেতু স্কুলের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হতো সেখানে দেখা যেত প্রতিযোগিতার জন্য হলেও বিভিন্ন কিছু শিখতে হতো এবং আমারও কিছু ইচ্ছে ছিল। সেখানে ফরিদপুর থিয়েটার, বৈশাখী থিয়েটার, ডাউন থিয়েটার গুলোতে কাজ করতাম । ডাউন থিয়েটার আবার প্রত্যেকটা থিয়েটার থেকে কর্মী নিয়ে একটা শো করতেন বছরে । তো ওইখানেও অভিনয় করতাম । খুব ইচ্ছে ছিল আমি ঢাকায় শিল্পকলার যে বড় বড় দলগুলো আছে সেখানে কাজ করব। আমি নিজে নিজেই বড় আপুদের সাথে, বড় ভাইদের সাথে কথা বলে শিল্পকলায় আসি। সেখানে প্রতি বছর বছর নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয় এবং নতুন কর্মী নেয়া হয় । এরকম বিজ্ঞপ্তি দেখে আমি দৃষ্টিপাত নাট্য সংসদ নামে একটা গ্রুপ থিয়েটার দলে ভর্তি ফরম জমা দেই সেখানে এবং গ্রুমিং করা হয়, তারপর সেখানে সদস্য হিসেবে ভর্তি হলাম । এর এক বছর হওয়ার পরে পূর্ণ সদস্য পদ লাভ করি এরপর নিয়মিত কাজ করি ।

সাম্প্রতিক সময়ে কি কি কাজ নিয়ে ব্যস্ত আছেন?

সম্প্রতি টিভি মিডিয়াতে রেগুলার কাজ করছি বর্তমানে আমার একটা ধারাবাহিক যাচ্ছে এনটিভিতে সপ্তাহে তিন দিন সোম, মঙ্গল ও বুধবার রাত ৯ঃ৪০ মিনিটে এবং তার পাশাপাশি বৈশাখীতে একটা ধারাবাহিকের শুটিং শেষ হল এই ধারাবাহিক টার নাম হল ‘বোকা প্রেম’।

বিজ্ঞাপণ চিত্রে কাজ করেছেন?

হ্যাঁ, বিজ্ঞাপনে কাজ করেছি । নাদিয়া ফার্নিচারের ওভিসি, ডাচ—বাংলা ব্যাংকের শিক্ষাবৃত্তি সহ আরো অনেক কাজ করেছি ।

উপস্থাপনার পরিকল্পনা আছে কি না?

অনেকেই বলে উপস্থাপক হিসেবে কাজ করতে পারো । আমারও চেষ্টা আছে উপস্থাপক হিসেবে কাজ করার । সম্প্রতি একটা চ্যানেল থেকে ডাক পেয়েছি দেখা যাক বাকিটুকু ।

আপনার ক্যারিয়ারের সেরা কাজ কোনটি?

প্রত্যেকটা কাজই ভালো লাগে। তার পরেও দর্শক যেটা ভালোভাবে নেয় সেটাই আমার কাছে সবচেয়ে সেরা । এখন ইন্টারনেটের যুগ একটা নাটক কাটিং করে ফেসবুকে যখন ওটা ছড়িয়ে দেয় এবং যেটা ভাইরাল হয় অবশ্যই সেটা ভালো লাগে । আমারও এমন দুই—তিনটা নাটকের কাটিং খুব ভাইরাল হয়েছে । দর্শক যখন এগুলো দেখে বলে যে তোমার এই দৃশ্যটা ভালো হয়েছে তখন ভালো লাগে। গ্লোবাল টিভির ‘রূপকথা নয়’ গ্রামের গর্ভবতী মহিলার চরিত্রে অভিনয় করেছি ওই দৃশ্যটা খুব ভালো লেগেছে, আবার মঈন খানের ‘প্রেম করেছি বেশ করেছি’ সেটাও ব্যাপক ভাইরাল হয়েছে।


পাঁচ বছর পর নিজেকে কিভাবে দেখতে চান?

কাজ করছি প্রায় আট বছর হল মাঝখানে করোনায় তিনটা বছর গ্যাপ দিয়েছে। শুরুতে আমি উৎসাহনীয় কাজটা করতাম। এখন রেগুলার কাজ করার ইচ্ছা আছে এবং ভাবছি যে বিভিন্ন গল্পের প্রধান চরিত্রে কাজ করবো । এবং আমি আমার জায়গাটাকে আরও শক্ত করতে চাই। পাঁচ বছর পর আমি চাই সবাই আমাকে চিনুক এবং ভালো গল্পের কাজ করে মানুষের পছন্দের শীর্ষে থাকতে চাই।