ড. সুবীর বন্দ্যোপাধ্যায়
বল গেম ভারতবর্ষে
বল গেম মায়াদের মধ্যে যেমন চালু ছিল তেমনি এই বল গেম-এর মতই এক খেলা আমাদের দেশে চালু ছিল। খুব আনুষ্ঠানিক দৃষ্টিভঙ্গিতে বলা যায় এই বল গেম উভয় ক্ষেত্রেই এক ধরনের লোক ক্রীড়া (Folk game)।সাধারণ মানুষের অংশগ্রহণ, আনন্দ কিছুটা বিশ্বাসের মধ্যে মিশে ছিল। অন্য একদিক দিয়ে আমরা বলতে পারি মায়া-ভারতীয় এবং ভারতবর্ষের মধ্যে যে মিলের অংশ আছে এই খেলা সেই ব্যাপারটিকেও ইঙ্গিত করে (পরবর্তী পর্বে আলোচিত)।
আমাদের দেশের প্রধানত গ্রামাঞ্চলে ছেলে এবং যুবকরা একটি বল নিয়ে এই খেলা খেলত। এই খেলার বর্ণনা আমরা গণেশ পুরাণে পেয়েছি। সেক্ষেত্রে বিষয়টি এরকম যে একজন বল উপরের দিকে ছুঁড়ে দিচ্ছে এবং অপর একজন সেই ছোঁড়া বল লুফে নিচ্ছে।
যে বলটি ধরে বা লুফে নিচ্ছে সে যে বল প্রথমে ছুঁড়েছিল তার কাঁধের উপর চড়ে বসছে। তখন সেই দ্বিতীয় মানুষটি বল মাটির উপর আছড়ে ফেলার মত ছুঁড়ছে। এই মাটিতে আছাড় দেওয়া বল অপর, একজন ধরছে। এবং এই ব্যক্তিটি তখন বল ছোঁড়া মানুষটির পিছনে চড়ে বসবে।
এক্ষেত্রে বল কেউ যদি ধরতে না পারে, তবে একজন ধরলে অন্য সবাই দৌড়বে এবং তখন একজন বল ধরে অন্য খেলোয়াড়দের দিক ছুঁড়বে। এইভাবেই খেলাটি চলতে থাকবে। তবে এক্ষেত্রে অবশ্যই উল্লেখ করা দরকার এই বলগেম ছিল ভারতবর্ষে ছেলে ও মেয়ে উভয়েরই মজার খেলা।
(চলবে)
মায়া সভ্যতার ইতিহাস (পর্ব-৪৮)