০৬:১৩ পূর্বাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫
সুর আর মজায় ভরপুর জাপানের নতুন অ্যানিমে ‘দ্য অবসেসড’ ডিজনিতে ফিরছেন বিটিএসের জিমিন ও জাংকুক, আসছে ‘আর ইউ শিওর?!’ সিজন–২ স্নেক সাও-স্কেলড ভিপার: এক ভয়ঙ্কর সাপের জীবন এবং বৈশিষ্ট্য টেইলর শেরিডান কীভাবে টেলিভিশনের সবচেয়ে নির্ভরযোগ্য হিট–কারখানায় পরিণত হলেন মোবাইলে ক্রোমে এআই মোড আরও সহজ করল গুগল রোলিং স্টোন স্পেশাল ও ডিজে স্নেকের গানে একদিনেই তিন ফ্রন্ট খুলল স্ট্রে কিডস হরর-কমেডি ‘মেকিং আ ব্রাইডসমেইড’ শেষ, এখন স্ট্রিমিং বিক্রির পথে কেক বানানোর কৌশল: ঘরে বসেই নিখুঁত বেকিংয়ের গাইড লস অ্যাঞ্জেলেসে গ্র্যান্ডে–এরিভোর চমক, ক্লাসিক ডুয়েটেই মাত করল হলিউড মুর্শিদাবাদ-কাহিনী (অন্তিম পর্ব-৩৬৫)

স্মার্ট নেতা হবেন কীভাবে? (পর্ব ২২)

  • Sarakhon Report
  • ০২:০০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪
  • 82

পৃথিবীতে মানুষকে সফল হতে হলে সব ক্ষেত্রে নেতৃত্বের গুনাবলী অর্জন করতে হয়। নেতা মানে কখনও এই নয় যে সে অন্যকে নেতৃত্ব দিবে। নিজের প্রতিটি কাজের নেতাও নিজেকে হতে হয়। এ কারণে জীবনে সব থেকে বেশি প্রয়োজন নেতৃত্বের গুনগুলো নিজের জীবনা চারণের মধ্যে নিয়ে আসা। মানুষ দীর্ঘ অভিজ্ঞতা ও সফল মানুষের জীবন বিশ্লেষণ করে নেতৃত্বের নানান গুন বা আচরণ নির্ধারণ করেছে।

সারাক্ষণে ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে তেমনি কিছু স্মার্ট নেতা হবার গুনাবলী ।

 

স্ট্রং লিডার কে

পৃথিবীতে সব সময়ই বলা হয় সাফল্য স্ট্রং লিডারের ঘরে যায়? এখন স্বাভাবিক প্রশ্ন আসে স্ট্রং লিডার কে? প্রথমেই উদাহরণ খোঁজার জন্যে একটু আলেক্সজান্ডারের আমলে যাওয়া যাক।

বীর হিসেবে, যোদ্ধা হিসেবে নিঃসন্দেহে গ্রীক বীর আলেক্সজান্ডার আধ খানা পৃথিবী জয় করেছিলেন। আর তাঁর সময়কালে ধীরে ধীরে একজন ব্যক্তি ভারতবর্ষে বিশাল একটি সাম্রাজ্য গড়ে তোলায় যাবতীয় পরামর্শ দিয়েছিলেন।

তিনি রাষ্ট্রে’র পররাষ্ট্রনীতি, অর্থনীতি, সমাজনীতি সব বিষয়ে দিকনির্দেশনা মূলক নীতিমালা তৈরি করেছিলেন। পৃথিবীর সকলেই তাঁকে দুটি নামে চেনেনে, চানক্য বা কৌটিল্য।

ঠিক তেমনি পৃথিবী চায়নায় একের পর এক ডায়নেষ্টি হাজার বছর বা শত শত বছর ধরে শাসন করে গেছেন। কিন্তু রাষ্ট্রনীতি, কর্মক্ষেত্রের নীতি থেকে জীবনাচারণের নীতি ওই ডায়েনেস্টি’র মধ্যে বসে একজন ব্যক্তি তৈরি করেছিলেন। তার নাম সকলেই জানেন, তিনি কনফুসিয়াস।

আজকের এই আধুনিক পৃথিবী। ন্যানো প্রযুক্তির পৃথিবী। তারপরেও মানব সমাজ এ দুজনকে তার আগামী দিন নির্ধারণ করার জন্যে বাদ দিতে পারেন না।

খুব সহজেই বলা যায়, স্ট্রং শব্দের অর্থ যা টিকে থাকে। ভাঙ্গে না বা সহজে নষ্ট হয় না। তাহলে একটু হিসেব মেলালে নিশ্চয়ই দেখা যাচ্ছে, টিকে থাকছেন, কৌটিল্য। টিকে থাকছেন, কনফুসিয়াস।

এর থেকে নিশ্চয়ই সহজে বোঝা যায়, কে স্ট্রং লিডার। আর কী তার সম্পদ।

বাস্তবে তিনিই স্ট্রং লীডার যিনি এই জাগতিক পৃথিবীর যত বেশি বিষয়ে নিজেকে দক্ষ করে তুলতে পারনে। বা নিজের বিষয়ে নিজেকে দক্ষ করে তুলতে পারেন।

এমনকি এই বিষয়টিকে যদি আরো ছোট পরিসরে নিয়ে আসা হয় যেমন একটি পণ্য বিক্রয়ের ক্ষেত্রে। একজন কোম্পানি মালিক পণ্যটি তৈরি করলেন। কিন্তু তিনি যথাভাবে পণ্যটি নিয়ে সেটা সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারলেন না। কারণ তিনি জানেন না ওই পণ্যটির কোন গুনের কথা বললে মানুষ কিনবে। কোন একজন মার্কেটিং ম্যানেজার সেটা নির্ধারণ করতে সমর্থ হলেন এবং পণ্যটির প্রসারে সফল হলেন। এবং ভবিষ্যতে অন্য মার্কেটিং ম্যানেজাররা তাদের পণ্য বিক্রয়ের জন্যে তাকে অনুসরণ করতে শুরু করলেন।

তিনি কোম্পানির মালিক নন বটে কিন্তু তিনিই কি আসলে ওই কোম্পানির স্ট্রং লিডার নন?

জনপ্রিয় সংবাদ

সুর আর মজায় ভরপুর জাপানের নতুন অ্যানিমে ‘দ্য অবসেসড’

স্মার্ট নেতা হবেন কীভাবে? (পর্ব ২২)

০২:০০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪

পৃথিবীতে মানুষকে সফল হতে হলে সব ক্ষেত্রে নেতৃত্বের গুনাবলী অর্জন করতে হয়। নেতা মানে কখনও এই নয় যে সে অন্যকে নেতৃত্ব দিবে। নিজের প্রতিটি কাজের নেতাও নিজেকে হতে হয়। এ কারণে জীবনে সব থেকে বেশি প্রয়োজন নেতৃত্বের গুনগুলো নিজের জীবনা চারণের মধ্যে নিয়ে আসা। মানুষ দীর্ঘ অভিজ্ঞতা ও সফল মানুষের জীবন বিশ্লেষণ করে নেতৃত্বের নানান গুন বা আচরণ নির্ধারণ করেছে।

সারাক্ষণে ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে তেমনি কিছু স্মার্ট নেতা হবার গুনাবলী ।

 

স্ট্রং লিডার কে

পৃথিবীতে সব সময়ই বলা হয় সাফল্য স্ট্রং লিডারের ঘরে যায়? এখন স্বাভাবিক প্রশ্ন আসে স্ট্রং লিডার কে? প্রথমেই উদাহরণ খোঁজার জন্যে একটু আলেক্সজান্ডারের আমলে যাওয়া যাক।

বীর হিসেবে, যোদ্ধা হিসেবে নিঃসন্দেহে গ্রীক বীর আলেক্সজান্ডার আধ খানা পৃথিবী জয় করেছিলেন। আর তাঁর সময়কালে ধীরে ধীরে একজন ব্যক্তি ভারতবর্ষে বিশাল একটি সাম্রাজ্য গড়ে তোলায় যাবতীয় পরামর্শ দিয়েছিলেন।

তিনি রাষ্ট্রে’র পররাষ্ট্রনীতি, অর্থনীতি, সমাজনীতি সব বিষয়ে দিকনির্দেশনা মূলক নীতিমালা তৈরি করেছিলেন। পৃথিবীর সকলেই তাঁকে দুটি নামে চেনেনে, চানক্য বা কৌটিল্য।

ঠিক তেমনি পৃথিবী চায়নায় একের পর এক ডায়নেষ্টি হাজার বছর বা শত শত বছর ধরে শাসন করে গেছেন। কিন্তু রাষ্ট্রনীতি, কর্মক্ষেত্রের নীতি থেকে জীবনাচারণের নীতি ওই ডায়েনেস্টি’র মধ্যে বসে একজন ব্যক্তি তৈরি করেছিলেন। তার নাম সকলেই জানেন, তিনি কনফুসিয়াস।

আজকের এই আধুনিক পৃথিবী। ন্যানো প্রযুক্তির পৃথিবী। তারপরেও মানব সমাজ এ দুজনকে তার আগামী দিন নির্ধারণ করার জন্যে বাদ দিতে পারেন না।

খুব সহজেই বলা যায়, স্ট্রং শব্দের অর্থ যা টিকে থাকে। ভাঙ্গে না বা সহজে নষ্ট হয় না। তাহলে একটু হিসেব মেলালে নিশ্চয়ই দেখা যাচ্ছে, টিকে থাকছেন, কৌটিল্য। টিকে থাকছেন, কনফুসিয়াস।

এর থেকে নিশ্চয়ই সহজে বোঝা যায়, কে স্ট্রং লিডার। আর কী তার সম্পদ।

বাস্তবে তিনিই স্ট্রং লীডার যিনি এই জাগতিক পৃথিবীর যত বেশি বিষয়ে নিজেকে দক্ষ করে তুলতে পারনে। বা নিজের বিষয়ে নিজেকে দক্ষ করে তুলতে পারেন।

এমনকি এই বিষয়টিকে যদি আরো ছোট পরিসরে নিয়ে আসা হয় যেমন একটি পণ্য বিক্রয়ের ক্ষেত্রে। একজন কোম্পানি মালিক পণ্যটি তৈরি করলেন। কিন্তু তিনি যথাভাবে পণ্যটি নিয়ে সেটা সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারলেন না। কারণ তিনি জানেন না ওই পণ্যটির কোন গুনের কথা বললে মানুষ কিনবে। কোন একজন মার্কেটিং ম্যানেজার সেটা নির্ধারণ করতে সমর্থ হলেন এবং পণ্যটির প্রসারে সফল হলেন। এবং ভবিষ্যতে অন্য মার্কেটিং ম্যানেজাররা তাদের পণ্য বিক্রয়ের জন্যে তাকে অনুসরণ করতে শুরু করলেন।

তিনি কোম্পানির মালিক নন বটে কিন্তু তিনিই কি আসলে ওই কোম্পানির স্ট্রং লিডার নন?