১১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
ভারতে স্টিল পাইপ নির্মাতায় হানা—বিড রিগিং তদন্তে তল্লাশি” পান্থকুঞ্জ ও হাতিরঝিল অংশে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ নিষেধাজ্ঞার আদেশ স্থগিত করেননি চেম্বার আদালত জাতিসংঘের উদ্ভাবন সূচকে শীর্ষ-১০—জার্মানিকে সরিয়ে চীন ইইউর ১৯তম রাশিয়া নিষেধাজ্ঞা প্যাকেজ স্থগিত—পরিধি নিয়ে মতভেদ অ্যামাজনের হার্ডওয়্যার ইভেন্ট ৩০ সেপ্টেম্বর—ইকো, ফায়ার টিভি, কিন্ডলে চমক টিকটক সমাধানে ‘ফ্রেমওয়ার্ক’—যুক্তরাষ্ট্রে চালু রাখতে অরাকলসহ কনসোর্টিয়াম স্কারবরো শোলে ফিলিপাইনি জাহাজে চীনের ওয়াটার ক্যানন রুশ হামলায় জাপোরিঝিয়ায় একজন নিহত, বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত ফেড সুদ কমাতে পারে—এশিয়া শেয়ারে নতুন উত্থান চীনের বৈশ্বিক বন্দর প্রভাব কমাতে যুক্তরাষ্ট্রের বড়সড় সামুদ্রিক উদ্যোগ

স্মার্ট নেতা হবেন কীভাবে? (পর্ব ২২)

  • Sarakhon Report
  • ০২:০০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪
  • 68

পৃথিবীতে মানুষকে সফল হতে হলে সব ক্ষেত্রে নেতৃত্বের গুনাবলী অর্জন করতে হয়। নেতা মানে কখনও এই নয় যে সে অন্যকে নেতৃত্ব দিবে। নিজের প্রতিটি কাজের নেতাও নিজেকে হতে হয়। এ কারণে জীবনে সব থেকে বেশি প্রয়োজন নেতৃত্বের গুনগুলো নিজের জীবনা চারণের মধ্যে নিয়ে আসা। মানুষ দীর্ঘ অভিজ্ঞতা ও সফল মানুষের জীবন বিশ্লেষণ করে নেতৃত্বের নানান গুন বা আচরণ নির্ধারণ করেছে।

সারাক্ষণে ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে তেমনি কিছু স্মার্ট নেতা হবার গুনাবলী ।

 

স্ট্রং লিডার কে

পৃথিবীতে সব সময়ই বলা হয় সাফল্য স্ট্রং লিডারের ঘরে যায়? এখন স্বাভাবিক প্রশ্ন আসে স্ট্রং লিডার কে? প্রথমেই উদাহরণ খোঁজার জন্যে একটু আলেক্সজান্ডারের আমলে যাওয়া যাক।

বীর হিসেবে, যোদ্ধা হিসেবে নিঃসন্দেহে গ্রীক বীর আলেক্সজান্ডার আধ খানা পৃথিবী জয় করেছিলেন। আর তাঁর সময়কালে ধীরে ধীরে একজন ব্যক্তি ভারতবর্ষে বিশাল একটি সাম্রাজ্য গড়ে তোলায় যাবতীয় পরামর্শ দিয়েছিলেন।

তিনি রাষ্ট্রে’র পররাষ্ট্রনীতি, অর্থনীতি, সমাজনীতি সব বিষয়ে দিকনির্দেশনা মূলক নীতিমালা তৈরি করেছিলেন। পৃথিবীর সকলেই তাঁকে দুটি নামে চেনেনে, চানক্য বা কৌটিল্য।

ঠিক তেমনি পৃথিবী চায়নায় একের পর এক ডায়নেষ্টি হাজার বছর বা শত শত বছর ধরে শাসন করে গেছেন। কিন্তু রাষ্ট্রনীতি, কর্মক্ষেত্রের নীতি থেকে জীবনাচারণের নীতি ওই ডায়েনেস্টি’র মধ্যে বসে একজন ব্যক্তি তৈরি করেছিলেন। তার নাম সকলেই জানেন, তিনি কনফুসিয়াস।

আজকের এই আধুনিক পৃথিবী। ন্যানো প্রযুক্তির পৃথিবী। তারপরেও মানব সমাজ এ দুজনকে তার আগামী দিন নির্ধারণ করার জন্যে বাদ দিতে পারেন না।

খুব সহজেই বলা যায়, স্ট্রং শব্দের অর্থ যা টিকে থাকে। ভাঙ্গে না বা সহজে নষ্ট হয় না। তাহলে একটু হিসেব মেলালে নিশ্চয়ই দেখা যাচ্ছে, টিকে থাকছেন, কৌটিল্য। টিকে থাকছেন, কনফুসিয়াস।

এর থেকে নিশ্চয়ই সহজে বোঝা যায়, কে স্ট্রং লিডার। আর কী তার সম্পদ।

বাস্তবে তিনিই স্ট্রং লীডার যিনি এই জাগতিক পৃথিবীর যত বেশি বিষয়ে নিজেকে দক্ষ করে তুলতে পারনে। বা নিজের বিষয়ে নিজেকে দক্ষ করে তুলতে পারেন।

এমনকি এই বিষয়টিকে যদি আরো ছোট পরিসরে নিয়ে আসা হয় যেমন একটি পণ্য বিক্রয়ের ক্ষেত্রে। একজন কোম্পানি মালিক পণ্যটি তৈরি করলেন। কিন্তু তিনি যথাভাবে পণ্যটি নিয়ে সেটা সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারলেন না। কারণ তিনি জানেন না ওই পণ্যটির কোন গুনের কথা বললে মানুষ কিনবে। কোন একজন মার্কেটিং ম্যানেজার সেটা নির্ধারণ করতে সমর্থ হলেন এবং পণ্যটির প্রসারে সফল হলেন। এবং ভবিষ্যতে অন্য মার্কেটিং ম্যানেজাররা তাদের পণ্য বিক্রয়ের জন্যে তাকে অনুসরণ করতে শুরু করলেন।

তিনি কোম্পানির মালিক নন বটে কিন্তু তিনিই কি আসলে ওই কোম্পানির স্ট্রং লিডার নন?

ভারতে স্টিল পাইপ নির্মাতায় হানা—বিড রিগিং তদন্তে তল্লাশি”

স্মার্ট নেতা হবেন কীভাবে? (পর্ব ২২)

০২:০০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪

পৃথিবীতে মানুষকে সফল হতে হলে সব ক্ষেত্রে নেতৃত্বের গুনাবলী অর্জন করতে হয়। নেতা মানে কখনও এই নয় যে সে অন্যকে নেতৃত্ব দিবে। নিজের প্রতিটি কাজের নেতাও নিজেকে হতে হয়। এ কারণে জীবনে সব থেকে বেশি প্রয়োজন নেতৃত্বের গুনগুলো নিজের জীবনা চারণের মধ্যে নিয়ে আসা। মানুষ দীর্ঘ অভিজ্ঞতা ও সফল মানুষের জীবন বিশ্লেষণ করে নেতৃত্বের নানান গুন বা আচরণ নির্ধারণ করেছে।

সারাক্ষণে ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে তেমনি কিছু স্মার্ট নেতা হবার গুনাবলী ।

 

স্ট্রং লিডার কে

পৃথিবীতে সব সময়ই বলা হয় সাফল্য স্ট্রং লিডারের ঘরে যায়? এখন স্বাভাবিক প্রশ্ন আসে স্ট্রং লিডার কে? প্রথমেই উদাহরণ খোঁজার জন্যে একটু আলেক্সজান্ডারের আমলে যাওয়া যাক।

বীর হিসেবে, যোদ্ধা হিসেবে নিঃসন্দেহে গ্রীক বীর আলেক্সজান্ডার আধ খানা পৃথিবী জয় করেছিলেন। আর তাঁর সময়কালে ধীরে ধীরে একজন ব্যক্তি ভারতবর্ষে বিশাল একটি সাম্রাজ্য গড়ে তোলায় যাবতীয় পরামর্শ দিয়েছিলেন।

তিনি রাষ্ট্রে’র পররাষ্ট্রনীতি, অর্থনীতি, সমাজনীতি সব বিষয়ে দিকনির্দেশনা মূলক নীতিমালা তৈরি করেছিলেন। পৃথিবীর সকলেই তাঁকে দুটি নামে চেনেনে, চানক্য বা কৌটিল্য।

ঠিক তেমনি পৃথিবী চায়নায় একের পর এক ডায়নেষ্টি হাজার বছর বা শত শত বছর ধরে শাসন করে গেছেন। কিন্তু রাষ্ট্রনীতি, কর্মক্ষেত্রের নীতি থেকে জীবনাচারণের নীতি ওই ডায়েনেস্টি’র মধ্যে বসে একজন ব্যক্তি তৈরি করেছিলেন। তার নাম সকলেই জানেন, তিনি কনফুসিয়াস।

আজকের এই আধুনিক পৃথিবী। ন্যানো প্রযুক্তির পৃথিবী। তারপরেও মানব সমাজ এ দুজনকে তার আগামী দিন নির্ধারণ করার জন্যে বাদ দিতে পারেন না।

খুব সহজেই বলা যায়, স্ট্রং শব্দের অর্থ যা টিকে থাকে। ভাঙ্গে না বা সহজে নষ্ট হয় না। তাহলে একটু হিসেব মেলালে নিশ্চয়ই দেখা যাচ্ছে, টিকে থাকছেন, কৌটিল্য। টিকে থাকছেন, কনফুসিয়াস।

এর থেকে নিশ্চয়ই সহজে বোঝা যায়, কে স্ট্রং লিডার। আর কী তার সম্পদ।

বাস্তবে তিনিই স্ট্রং লীডার যিনি এই জাগতিক পৃথিবীর যত বেশি বিষয়ে নিজেকে দক্ষ করে তুলতে পারনে। বা নিজের বিষয়ে নিজেকে দক্ষ করে তুলতে পারেন।

এমনকি এই বিষয়টিকে যদি আরো ছোট পরিসরে নিয়ে আসা হয় যেমন একটি পণ্য বিক্রয়ের ক্ষেত্রে। একজন কোম্পানি মালিক পণ্যটি তৈরি করলেন। কিন্তু তিনি যথাভাবে পণ্যটি নিয়ে সেটা সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারলেন না। কারণ তিনি জানেন না ওই পণ্যটির কোন গুনের কথা বললে মানুষ কিনবে। কোন একজন মার্কেটিং ম্যানেজার সেটা নির্ধারণ করতে সমর্থ হলেন এবং পণ্যটির প্রসারে সফল হলেন। এবং ভবিষ্যতে অন্য মার্কেটিং ম্যানেজাররা তাদের পণ্য বিক্রয়ের জন্যে তাকে অনুসরণ করতে শুরু করলেন।

তিনি কোম্পানির মালিক নন বটে কিন্তু তিনিই কি আসলে ওই কোম্পানির স্ট্রং লিডার নন?