সিলেটের জকিগঞ্জে দামোদর মাস উদযাপন শেষে অনুষ্ঠিত হলো এক অনন্য ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজন। স্থানীয় তরুণ সমাজসেবী অমিত রায় অমৃতের উদ্যোগে তিনটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত কুইজ প্রতিযোগিতা, ধর্মীয় আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে ধর্মীয় মূল্যবোধ ও শিক্ষার মেলবন্ধনে মুখরিত হয় পুরো এলাকা।
অনুষ্ঠানটির মূল আয়োজন
১ অক্টোবর শুক্রবার রাতে সিলেটের জকিগঞ্জ উপজেলার মুলিকান্দি গ্রামের শ্রী শ্রী রাধা মদন গোপাল আশ্রমে দামোদর মাস উদযাপন উপলক্ষে এক বিশেষ ধর্মীয় আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি আয়োজন করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের জকিগঞ্জ উপজেলা শাখার নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক, তরুণ সমাজসেবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অমিত রায় অমৃত।
সভাপতিত্ব ও পরিচালনা
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কাশ্যপ কল্যাণ পরিষদের সভাপতি শিক্ষক নবেন্দু রায়।
পরিচালনায় ছিলেন হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের নেতা ননী গোপাল রায়।

প্রধান ও বিশেষ অতিথিরা
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের বিশিষ্ট সমাজসেবী ও ভাগবত-পাঠক ডা. মুক্তা লাল বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি রনোজিত বিশ্বাস, সাধারণ সম্পাদক সীতেন্দ্র চন্দ্র দাস, পল্লীশ্রী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আনন্দ মোহন বিশ্বাস, মন্দির পরিচালনা কমিটির সাবেক সভাপতি বনমালী রায়, সাবেক ইউপি সদস্য সুধীর রঞ্জন রায়, সমাজকর্মী হরিলাল রায়, শিক্ষক বিনয় সরকার এবং ইউপি সদস্য সঞ্চয় বিশ্বাস প্রমুখ।
আশ্রম কমিটি ও স্বাগত বক্তব্য
আশ্রম পরিচালনা কমিটির সদস্য বিরাট, সমর বিশ্বাস ও নিধি বিশ্বাসও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্য দেন গীতা পাঠক জয় লাল বিশ্বাস।
আয়োজকের বক্তব্য ও উন্নয়নের অঙ্গীকার
আয়োজক অমিত রায় অমৃত আশ্রমে ধর্মীয় ও সাংস্কৃতিক কার্যক্রমের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নে সার্বিক সহযোগিতা করার ঘোষণা দেন। তিনি বলেন, তরুণ প্রজন্মকে ধর্মীয় ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করাই তাঁর মূল লক্ষ্য।
কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল তিনটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ধর্মীয় জ্ঞানভিত্তিক কুইজ প্রতিযোগিতা। প্রতিযোগিতায় মোট ৩৮ জন বিজয়ী শিক্ষার্থীকে ক্রেস্ট ও উপহারসামগ্রী প্রদান করা হয়।
অতিথিদেরও সম্মাননা দেওয়া হয়।

সাংস্কৃতিক পর্বে অংশগ্রহণ
অনুষ্ঠানের শেষাংশে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পর্ব। স্থানীয় শিল্পীরা ভক্তিমূলক গান, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করেন।
সার্বিক মূল্যায়ন
দামোদর মাস উদযাপন শেষে এমন একটি সম্মিলিত ধর্মীয়, শিক্ষামূলক ও সাংস্কৃতিক আয়োজন স্থানীয় সমাজে উৎসবের আমেজ ছড়িয়েছে। অতিথিরা বলেন, তরুণ প্রজন্মের মধ্যে ধর্মীয় জ্ঞান ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় ও সময়োপযোগী।
#জকিগঞ্জ #দামোদরমাস #অমিতরায়অমৃত #ধর্মীয়কুইজ #হিন্দুবৌদ্ধখৃষ্টানঐক্যপরিষদ #সাংস্কৃতিকঅনুষ্ঠান #বাংলাদেশ
সারাক্ষণ রিপোর্ট 


















