০৭:২২ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
জাপানে ভালুকের হামলা থামছে না, নীতিতে ‘নিরাপত্তা–সংরক্ষণ’ সমন্বয়ের ভাবনা” নোরা ফাতেহি তার নতুন গান শেয়ার করলেন, শুরু হলো তার পপ গার্ল যুগ ব্ল্যাক ফ্রাইডের আগেই এম৪ ম্যাকবুক এয়ারে রেকর্ড ছাড় বিশ্বের সেরা ডিজিটাল স্বাস্থ্যসেবা ব্যবস্থার স্বীকৃতি পেল সংযুক্ত আরব আমিরাতের ফাকিহ হাসপাতাল সংখ্যালঘু কলেজছাত্রী শমরিয়া রানী নিখোঁজের ১৫ দিন: পরিবার ও মানবাধিকার কর্মীদের রহস্যজনক আচরণের অভিযোগ তারকাখচিত রক অ্যান্ড রোল হল অব ফেম ২০২৫, একযোগে ডিসনি প্লাসে সম্প্রচার  গুগল প্লে ও ইউটিউবের নতুন কেনা সিনেমা আর পড়বে না মুভিজ অ্যানিওয়্যারে সাহিত্য প্রচারে শারজাহের ভূমিকা: সংস্কৃতি ও জ্ঞানের সেতুবন্ধন ‘আমাদের কণ্ঠ কেউ বন্ধ করতে পারবে না’—মিস ইউনিভার্স মেক্সিকোর সঙ্গে অসৌজন্যমূলক আচরণে বিশ্বজুড়ে ক্ষোভ উত্তর জাপানে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা ও রেল চলাচলে বিঘ্ন”

‘এখনো কোয়েলিয়া’ গানে প্রিয়াংকা

  • Sarakhon Report
  • ১২:৪৬:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
  • 146

সারাক্ষণ রিপোর্ট

সঙ্গীত শিল্পী ড. প্রিয়াংকা গোপ। যিনি নীরবে নিজের কাজটা করে যেতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন। ভাবেন না কাজের প্রচারণা নিয়ে। তার ভাবনাটা এমন যদি কাজ ভালো হয় তাহলে মানুষ এমনিতেই ভালোবাসবে। ঠিক তেমনি একজন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী ড. প্রিয়াংকা গোপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষক। বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্বপ্রাপ্ত তিনি। তবে প্রিয়াংকা জানান এরইমধ্যে তার কন্ঠে একটি মৌলিক গান প্রকাশিত হয়েছে। 

গানের শিরোনাম ‘এখনো কোয়েলিয়া’। গানটি লিখেছেন সঞ্জয় রাজ। সুর সঙ্গীত ও তবলায় ছিলেন বাংলাদেশের প্রখ্যাত মিউজিসিয়ান ও সুরকার, সঙ্গীত পরিচালক পল্লব সান্যাল। গানটি এরইমধ্যে প্রকাশিত হয়েছে। গানপ্রেমীদের মন কেড়েছে প্রিয়াংকার কন্ঠে এই গান।

প্রিয়াংকা গোপ বলেন, ‘গানটির কথা ও সুর আমার নিজের কাছেই ভীষণ ভালোলেগেছে। আশা করছি শ্রোতাদেরও ভালোলাগবে। ধন্যবাদ গীতিকারকেও। ভালো বাংলা গান শোনার ও গাওয়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছি। শুভ কামনা ও ভালোবাসা আমার শ্রোতাদের জন্য।’

এদিকে আগামী ১ মে বর্ষার একটি গানের মিউজিক ভিডিওর কাজ করবেন প্রিয়াংকা গোপ। গানের শিরোনাম ‘আজই নেমেছে আঁধার’। গানটি লিখেছেন রাজীব রাজীবুল হাসান, সুর করেছেন সোনলী রায়, সঙ্গীতায়োজন করেছেন বিনোদ রায়।

 

 

 

জনপ্রিয় সংবাদ

জাপানে ভালুকের হামলা থামছে না, নীতিতে ‘নিরাপত্তা–সংরক্ষণ’ সমন্বয়ের ভাবনা”

‘এখনো কোয়েলিয়া’ গানে প্রিয়াংকা

১২:৪৬:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

সারাক্ষণ রিপোর্ট

সঙ্গীত শিল্পী ড. প্রিয়াংকা গোপ। যিনি নীরবে নিজের কাজটা করে যেতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন। ভাবেন না কাজের প্রচারণা নিয়ে। তার ভাবনাটা এমন যদি কাজ ভালো হয় তাহলে মানুষ এমনিতেই ভালোবাসবে। ঠিক তেমনি একজন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী ড. প্রিয়াংকা গোপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষক। বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্বপ্রাপ্ত তিনি। তবে প্রিয়াংকা জানান এরইমধ্যে তার কন্ঠে একটি মৌলিক গান প্রকাশিত হয়েছে। 

গানের শিরোনাম ‘এখনো কোয়েলিয়া’। গানটি লিখেছেন সঞ্জয় রাজ। সুর সঙ্গীত ও তবলায় ছিলেন বাংলাদেশের প্রখ্যাত মিউজিসিয়ান ও সুরকার, সঙ্গীত পরিচালক পল্লব সান্যাল। গানটি এরইমধ্যে প্রকাশিত হয়েছে। গানপ্রেমীদের মন কেড়েছে প্রিয়াংকার কন্ঠে এই গান।

প্রিয়াংকা গোপ বলেন, ‘গানটির কথা ও সুর আমার নিজের কাছেই ভীষণ ভালোলেগেছে। আশা করছি শ্রোতাদেরও ভালোলাগবে। ধন্যবাদ গীতিকারকেও। ভালো বাংলা গান শোনার ও গাওয়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছি। শুভ কামনা ও ভালোবাসা আমার শ্রোতাদের জন্য।’

এদিকে আগামী ১ মে বর্ষার একটি গানের মিউজিক ভিডিওর কাজ করবেন প্রিয়াংকা গোপ। গানের শিরোনাম ‘আজই নেমেছে আঁধার’। গানটি লিখেছেন রাজীব রাজীবুল হাসান, সুর করেছেন সোনলী রায়, সঙ্গীতায়োজন করেছেন বিনোদ রায়।