
কিংবদন্তী, অনে-ক অনেক দিন আগে লোশাং নামে এক তিব্বতী মেয়ে সেখানে পাহাড়ের ওপরে ভেড়া চরাতে যেত।

এক দয়ালু পাণ্ডা সেখানে এসে তার সঙ্গে খেলা করতো, বাঁশের কোঁড় এনে তাকে খেতে দিত, আর ক্লান্ত হলে পাহাড়ের গুহায় ডেকে তাকে বিশ্রাম করতে দিত। তাদের মধ্যে খুব ভাব হলো।
Sarakhon Report 



















