০৫:১৯ পূর্বাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫
ডিজনিতে ফিরছেন বিটিএসের জিমিন ও জাংকুক, আসছে ‘আর ইউ শিওর?!’ সিজন–২ স্নেক সাও-স্কেলড ভিপার: এক ভয়ঙ্কর সাপের জীবন এবং বৈশিষ্ট্য টেইলর শেরিডান কীভাবে টেলিভিশনের সবচেয়ে নির্ভরযোগ্য হিট–কারখানায় পরিণত হলেন মোবাইলে ক্রোমে এআই মোড আরও সহজ করল গুগল রোলিং স্টোন স্পেশাল ও ডিজে স্নেকের গানে একদিনেই তিন ফ্রন্ট খুলল স্ট্রে কিডস হরর-কমেডি ‘মেকিং আ ব্রাইডসমেইড’ শেষ, এখন স্ট্রিমিং বিক্রির পথে কেক বানানোর কৌশল: ঘরে বসেই নিখুঁত বেকিংয়ের গাইড লস অ্যাঞ্জেলেসে গ্র্যান্ডে–এরিভোর চমক, ক্লাসিক ডুয়েটেই মাত করল হলিউড মুর্শিদাবাদ-কাহিনী (অন্তিম পর্ব-৩৬৫) বলিউডের ‘হক’ মুক্তি, আলোচনায় বাস্তব মামলার অনুপ্রেরণা

মুর্শিদাবাদ-কাহিনী (পর্ব-৩২৩)

অর্থলোলুপ কোম্পানীর কর্মচারিগণের বিশ্বগ্রাসিনী লালসার নিবৃত্তির জন্য এবং নিজের রাক্ষসী বৃত্তির পরিতুষ্টির জন্য, দেবীসিংহ মনুষ্যনামে কলঙ্ক প্রদান করিয়াছে। ওয়ারেন হেষ্টিংসের পোষকতায় তাহার অত্যাচার-স্রোতঃ প্রতিনিয়ত শতমুখেই প্রবাহিত হইত। কাহারও সাধ্য ছিল না যে, সে স্রোতের গতি রোধ করে। হেষ্টিংসের যতগুলি প্রিয়পাত্র ছিল, তাহাদের মধ্যে কেহ এমন পিশাচ-প্রকৃতির পরিচয় প্রদান করে নাই।
সুসভ্য ইংরেজ। আজ তোমরা মুসলমান রাজত্বের নিন্দা করিয়া, জগতে প্রতিষ্ঠা লাভ করিয়া থাক; কিন্তু তোমাদের সেই পূর্ব্বকালীন বণিক্-রাজত্ব যাহার ভিত্তিতে স্থাপিত, তাহা মনে করিতে গেলে, ভয় ও, লজ্জায় হৃদয় অবনত হইয়া পড়ে এবং আমাদিগেরও শত ধিক্কার যে, দেবীসিংহের জাতি বলিয়া আজিও আমাদিগকে পরিচয় দিতে হইতেছে। ভারতের ভাগ্য-পরীক্ষাস্থল সুপ্রসিদ্ধ পাণিপথ-ক্ষেত্রে দেবীসিংহের পূর্ব্ব-নিবাস। তারাচাঁদ সিংহ নামক দেবীসিংহের এক পূর্বপুরুষ হইতে, তাঁহাদের বংশের ধারাবাহিক বিবরণ অবগত হওয়া যায়।
ইহারা জাতিতে আগরওয়ালা বৈশ্য; ব্যবসায়বাণিজ্য ইহাদের জীবিকার উপলক্ষ ছিল। তারাচাঁদের পৌত্র অজিত সিংহ মোগল রাজত্বকালে রায় উপাধি লাভ করেন। অজিত সিংহের জ্যেষ্ঠপুত্র অমর সিংহের চারি পুত্র হয়; কনিষ্ঠ দেওয়ালী সিংহ হইতে দেবী সিংহের উৎপত্তি; দেবী সিংহ দেওয়ালীর দ্বিতীয় পুত্র। জ্যেষ্ঠের নাম তুলসীরাম সিংহ ও কনিষ্ঠের নাম বাহাদুর সিংহ। যৎকালে মুর্শিদাবাদ আপন গৌরবপ্রভায় মোগল সাম্রাজ্যের রাজ-ধানী দিল্লীনগরীকেও লজ্জা প্রদান করিয়াছিল, ব্যবসায়বাণিজ্যে মুর্শিদা-বাদ ভারতবর্ষের সর্ব্বপ্রধান স্থান অধিকার করিয়া বসে, সেই সময়ে দেবী। সুদূর পাণিপথ হইতে মুর্শিদাবাদে উপস্থিত হন। বলা বাহুল্য, ব্যবসায়-কার্য্যে উন্নতিসাধন তাঁহার আগমনের প্রধান উদ্দেশ্য ছিল।
তিনি আসিয়া দেখিলেন যে, ইউরোপীয় ও দেশীয় বণিক্সণে মুর্শিদাবাদের চারিদিক্ পরিপূর্ণ,-অনন্তমুখ বাণিজ্যস্রোতঃ অবিরাম গতিতে প্রবাহিত হইতেছে। দেবী সেই বিরাট্ প্রবাহে আপনার জীবনস্রোতঃ মিশাইতে ইচ্ছা করিলেন; কিন্তু সে স্রোতঃ প্রবলবেগে বহিতে পারিল না; ব্যবসায় কার্ট্য তাঁহার সুবিধা হইল না। ভিন্ন ভিন্ন জাতির অশেষ প্রকার উত্তম, চেষ্টা অতিক্রম করা, তাঁহার পক্ষে অসাধ্য হইয়া উঠিল। তিনি প্রতিদ্বন্দ্বিতায় কৃতকার্য্য হইতে না পারায়, ক্রমে ক্রমে তাঁহার ব্যবসায়ের ক্ষতি হইতে লাগিল।
জনপ্রিয় সংবাদ

ডিজনিতে ফিরছেন বিটিএসের জিমিন ও জাংকুক, আসছে ‘আর ইউ শিওর?!’ সিজন–২

মুর্শিদাবাদ-কাহিনী (পর্ব-৩২৩)

১১:০০:০৭ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
অর্থলোলুপ কোম্পানীর কর্মচারিগণের বিশ্বগ্রাসিনী লালসার নিবৃত্তির জন্য এবং নিজের রাক্ষসী বৃত্তির পরিতুষ্টির জন্য, দেবীসিংহ মনুষ্যনামে কলঙ্ক প্রদান করিয়াছে। ওয়ারেন হেষ্টিংসের পোষকতায় তাহার অত্যাচার-স্রোতঃ প্রতিনিয়ত শতমুখেই প্রবাহিত হইত। কাহারও সাধ্য ছিল না যে, সে স্রোতের গতি রোধ করে। হেষ্টিংসের যতগুলি প্রিয়পাত্র ছিল, তাহাদের মধ্যে কেহ এমন পিশাচ-প্রকৃতির পরিচয় প্রদান করে নাই।
সুসভ্য ইংরেজ। আজ তোমরা মুসলমান রাজত্বের নিন্দা করিয়া, জগতে প্রতিষ্ঠা লাভ করিয়া থাক; কিন্তু তোমাদের সেই পূর্ব্বকালীন বণিক্-রাজত্ব যাহার ভিত্তিতে স্থাপিত, তাহা মনে করিতে গেলে, ভয় ও, লজ্জায় হৃদয় অবনত হইয়া পড়ে এবং আমাদিগেরও শত ধিক্কার যে, দেবীসিংহের জাতি বলিয়া আজিও আমাদিগকে পরিচয় দিতে হইতেছে। ভারতের ভাগ্য-পরীক্ষাস্থল সুপ্রসিদ্ধ পাণিপথ-ক্ষেত্রে দেবীসিংহের পূর্ব্ব-নিবাস। তারাচাঁদ সিংহ নামক দেবীসিংহের এক পূর্বপুরুষ হইতে, তাঁহাদের বংশের ধারাবাহিক বিবরণ অবগত হওয়া যায়।
ইহারা জাতিতে আগরওয়ালা বৈশ্য; ব্যবসায়বাণিজ্য ইহাদের জীবিকার উপলক্ষ ছিল। তারাচাঁদের পৌত্র অজিত সিংহ মোগল রাজত্বকালে রায় উপাধি লাভ করেন। অজিত সিংহের জ্যেষ্ঠপুত্র অমর সিংহের চারি পুত্র হয়; কনিষ্ঠ দেওয়ালী সিংহ হইতে দেবী সিংহের উৎপত্তি; দেবী সিংহ দেওয়ালীর দ্বিতীয় পুত্র। জ্যেষ্ঠের নাম তুলসীরাম সিংহ ও কনিষ্ঠের নাম বাহাদুর সিংহ। যৎকালে মুর্শিদাবাদ আপন গৌরবপ্রভায় মোগল সাম্রাজ্যের রাজ-ধানী দিল্লীনগরীকেও লজ্জা প্রদান করিয়াছিল, ব্যবসায়বাণিজ্যে মুর্শিদা-বাদ ভারতবর্ষের সর্ব্বপ্রধান স্থান অধিকার করিয়া বসে, সেই সময়ে দেবী। সুদূর পাণিপথ হইতে মুর্শিদাবাদে উপস্থিত হন। বলা বাহুল্য, ব্যবসায়-কার্য্যে উন্নতিসাধন তাঁহার আগমনের প্রধান উদ্দেশ্য ছিল।
তিনি আসিয়া দেখিলেন যে, ইউরোপীয় ও দেশীয় বণিক্সণে মুর্শিদাবাদের চারিদিক্ পরিপূর্ণ,-অনন্তমুখ বাণিজ্যস্রোতঃ অবিরাম গতিতে প্রবাহিত হইতেছে। দেবী সেই বিরাট্ প্রবাহে আপনার জীবনস্রোতঃ মিশাইতে ইচ্ছা করিলেন; কিন্তু সে স্রোতঃ প্রবলবেগে বহিতে পারিল না; ব্যবসায় কার্ট্য তাঁহার সুবিধা হইল না। ভিন্ন ভিন্ন জাতির অশেষ প্রকার উত্তম, চেষ্টা অতিক্রম করা, তাঁহার পক্ষে অসাধ্য হইয়া উঠিল। তিনি প্রতিদ্বন্দ্বিতায় কৃতকার্য্য হইতে না পারায়, ক্রমে ক্রমে তাঁহার ব্যবসায়ের ক্ষতি হইতে লাগিল।