চরণ দাস চোর এখন মস্ত বড় মানুষ
দেশ নয় শুধু, বিদেশেও যায় বুক ফুলিয়ে-
তার সঙ্গে ঢুলি হয়ে
ঢোল বাজিয়ে যায়-
বিখ্যাত সব যত
করিয়া মাথা নত।
চরণ দাসের দুইটি পা-
চার জন তার মস্ত বডিগার্ড-
কেউ যাতে না করে হামলা-
ঠেকানোর তারা কামলা।
চরণ দাসের দিনগুলো
এখন বড়ই সুখের
আগের কাজটি করতে
লাগে না রাতের ক্ষণ বাছা
দিনের বেলায় সহজে সব হাছা।